Friday, September 12, 2014

Knowledge Based Economy

Knowledge Based Economy কি?

  • কৃষক শারীরিক কাজের মাধ্যমে ফসল উৎপাদন করেন
  • গার্মেন্টস কর্মীরাও শারীরিক কাজের মাধ্যমে বস্ত্র উৎপাদন করেন 
  • প্রবাসী কর্মীদের বড় অংশ শারীরিক কাজের মাধ্যমে অর্থ উপার্জন করেন
অন্যদিকে, একজন চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার কিন্তু জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করেন। Knowledge Based Economy হল এমন Economy - যেখানে অর্থনৈতিক উৎপাদনশীলতার একটা বড় অংশ ঘটে জ্ঞানের প্রয়োগের মাধ্যমে - জনসংখ্যার একটা বড় অংশ জ্ঞানভিত্তিক কাজ (Knowledge Based Work) করে।

Knowledge Based Economy কিন্তু 20th Century র phenomenon.

18th Century তে প্রায় সবাই কৃষিকাজের মাধ্যমে বা ব্যক্তিগত শিল্পের মাধ্যমে (যেমন মৃৎশিল্প, pottery) অর্থ উপার্জন করতেন।

এরপর 19th Century তে James Watt [1] উদ্ভাবন করলেন Steam Engine [2] (আরও পরে উদ্ভাবিত হল Electric Generator) - যার শক্তি ব্যবহার করে ট্রেইন চলা শুরু করলো, কারখানায় সূচনা হল Machine এর। তখন Industrial Economy র সূচনা হল - তাও ছিল মূলত শারীরিক স্রমের। 18th Century তে ব্যক্তিগত পর্যায়ে উৎপাদন 19th Century তে replaced হল Industry তে সম্মিলিত উৎপাদনের মাধ্যমে।


20th Century তে মানুষের জ্ঞানের পরিধি বাড়ল। Industry র যন্ত্রপাতি Design করার জন্য Engineer দের প্রয়োজন পড়লো। বড় বড় Industry পরিচালনা করার জন্য Manager এর প্রয়োজন পড়ল। সূচনা হল Knowledge Based Economy র।


Knowledge Based Economy র প্রসারে সাহায্য করলো Computer এবং Communication Industry র বিকাশ। Computer এমন একটা যন্ত্র - যা জ্ঞান, তথ্য নিয়ে কাজ করতে পারে (এর আগের যন্ত্রগুলো Physical কাজ করতো, কিন্তু Computer কাজ করে জ্ঞান-তথ্য নিয়ে)। কোন কিছু নির্ধারণ করে দিলে (যেমন - এই তথ্যগুলো নিয়ে এটা এটা করতে হবে) কম্পিউটার করে ফেলতে পারে। Communication এর কারণে সবার মাঝে যোগাযোগ বাড়ল, তথ্য আদান প্রদান সহজ হল (আমাদের গ্রামের কৃষক তার মোবাইল ফোন ব্যবহার করে ফসলের দাম জেনে নিতে পারেন)।


James Watt



Steam Engine



References
  1. James Watt 
  2. Steam engine

No comments:

Post a Comment