Tuesday, September 16, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১০/৯/১৪)

1. রাজনীতি - দেশজুড়ে
"শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় তরুণ প্রজন্ম আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে তৈরি হবে না। এ জন্য প্রয়োজন যুগোপযোগী বিশ্বমানের শিক্ষাব্যবস্থা। গতানুগতিক শিক্ষার আমূল পরিবর্তন করে অর্থপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জনের ধারায় শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমরা সেই কাজ করে যাচ্ছি।’"

 
2. বাংলাদেশের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন প্রক্রিয়া সহজ হল (prothom-alo.com)


3. সন্ত্রাসীদের গডফাদার - দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা  
  • ফেনী - ২ আসনের সাংসদ এবং অস্ত্র মামলার আসামী নিজাম হাজারীর করা আপিলের নথি ও আইনজীবীদের তলব (prothom-alo.com)

    "‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’
    ‘অস্ত্র মামলায় নিজাম উদ্দিন হাজারীর ১০ বছর কারাদণ্ড, সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে তাঁর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে ফেনীর যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়ার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
    এর আগে রুলে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ব বলে ফেনী-২ আসনের সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চাওয়া হয়।"
  • যার বিরুদ্ধে অভিযোগ: নিজাম উদ্দিন হাজারী: ফেনী - ২ আসনের বর্তমান সাংসদ; অস্ত্র মামলার আসামী

No comments:

Post a Comment