Tuesday, September 2, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৭/৮/১৪)

1. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

  • নেতৃত্ব গড়তে মোনাশ ইউনিভার্সিটির কর্মশালা (prothom-alo.com)


2. জনপ্রশাসনে অনিয়মের বিরুদ্ধে অবস্থান


- অনিয়ম খতিয়ে দেখা হবে।


3. মানব পাচার বন্ধে অগ্রগতি

  • এত বছর পর সন্তানকে জীবিত ফিরে পাবো ভাবিনি (banglanews24.com)


4. ভেজাল খাদ্য ও ওষুধ এবং ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি

  • ঘি কারখানা ও ফাস্টফুডকে জরিমানা, ১৭ তরুণ তরুণী আটক (banglanews24.com) 
  • বগুড়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত (banglanews24.com)


5. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

  • ফেনীতে হাসপাতাল ভবন নির্মাণে ১০ লাখ টাকা দিল বসুন্ধরা গ্রুপ (banglanews24.com) 


6. জাতীয় পরিচয়পত্র সংশোধন, পাসপোর্ট নেওয়া - এসব Public Service নিতে বিশাল লাইন দেখা যায়। এতে জনগণের সময়ের ভয়ানক অপচয় হয়।

এসব Public Service এর কাজ -

  • যতটা সম্ভব অনলাইনে নিয়ে যাওয়া
  • এক লাইনে দিতে গিয়ে জটলা হওয়ার সম্ভাবনা থাকলে সমান্তরালভাবে কয়েকটি সার্ভিস চালু করা
  • প্রত্যেককে Service নেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া এবং Service দিতে সময়ানুবর্তীতা ("এত" সময়ের মাঝে "এত"জন) -  জনগণের দুর্ভোগ অনেকখানি কমিয়ে দেবে।


7.  বাংলাদেশের Public Service, রেলসহ সব যাতায়াত ব্যবস্থায় "সময়ানুবর্তীতা" কঠোরভাবে মেনে চলা - সূচনা করা হবে।

এই বিশাল পরিবর্তনে আমাদের প্রত্যেকের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আপনি যেখানেই থাকুন না কেন - সময় মেনে চলুন। যখন যে কাজের যে সময় নির্ধারণ করেছেন - কঠোরভাবে তা মেনে চলুন। আশেপাশের সবাইকে সময়ানুবর্তী হতে অনুপ্রাণিত করুন।
আপনাদের ছোট ছোট প্রচেষ্টা যোগ হয়ে দেশের অর্থনীতিতে অনেক বড় পরিবর্তন নিয়ে আনবে।
ভেবে দেখুন, রেল যদি প্রতিদিন ঠিক সময়ে ছাড়ত, আপনার সময় কতখানি বেঁচে যেত। সেই সময় আপনি উৎপাদনশীল কোন কাজে ব্যয় করতে পারতেন।
আপনি হয়ত অনেক বড় দায়িত্বে আছেন। সুযোগ না নিয়ে - জনগণের সাথে লাইনে দাঁড়িয়ে - সবার জন্য নিয়ম মেনে চলার উদাহরণ তৈরি করুন।

পরিবর্তনের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকা নয়, পরিবর্তনের সূচনা করুন আপনিই।
 
8. ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ


- এশিয়ান গেমসের শিরোপা এবং গোল্ড নিয়েই মাশরাফি দেশে ফিরবেন।


একটা সময় ছিল যখন বাংলাদেশের ব্যাটিং দেখার অন্যতম আকর্ষণ ছিল আমার নিজ জেলা চট্টগ্রামের ছেলে আফতাব আহমেদের ব্যাটিং।
ভারতের সাথে স্ট্রোকের সমাহার কিংবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে "6" মেরে খেলা শেষ করা - আজও চোখে ভাসে। মাঝখানে অনেক বছর সেই স্ট্রোকগুলো দেখা হয়নি। এই মৌসুম থেকে আবারও দেখবো বলে আশা করছি। জাতীয় দলের একজন হিসেবে দ্রুত আফতাবকে দেখতে চাই।
পারফরমান্স দেখতে চাই শাহরিয়ার নাফিস, অলক কাপালিদের কাছ থেকেও।        
বেশি সময় নেই - বিশ্বকাপ কিন্তু ঘনিয়ে আসছে!


৯৭ এর আইসিসি বা তারও আগে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় ছিলেন চট্টগ্রামের। চট্টগ্রাম থেকে এখন সেই মানের খেলোয়াড় আসছে না কেন - নির্বাচক আকরাম খান, তামিম ইকবাল, আফতাব আহমেদ, নাফিস ইকবালরা নিশ্চয় তা ভেবে দেখবেন।


9. নাগরিক শক্তির ইলেকশান ম্যানিফেস্টো, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও বিচার সহ প্রত্যেক খাতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য দেশের নাগরিকদের কাছে সুচিন্তিত তথ্যসমৃদ্ধ লেখা চাওয়া হবে। 

দেশের যে কোন নাগরিক লেখা জমা দিতে পারবেন। লেখাগুলো অনলাইনে সংরক্ষণ করা হবে। কেউ লেখায় অনলাইনে মন্তব্য ও করতে পারবেন।  

সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক শক্তির ইলেকশান ম্যানিফেস্টো, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও বিচার সহ প্রত্যেক খাতে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হবে।
ইলেকশান ম্যানিফেস্টো প্রণয়নে প্রয়োজনে "প্রথম আলো" এবং The Daily Star কর্তৃক প্রকাশিত "এখনই যা করতে হবে" এবং অন্যান্য প্রকাশনা আমলে নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক শক্তি সেই ইলেকশান ম্যানীফেস্টো বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে মান্ডেট চাইবে।

 
10. "দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

  • সচিব শওকতের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক (banglanews24.com)

No comments:

Post a Comment