Saturday, September 13, 2014

Automation & Inequality

প্রযুক্তিগত উদ্ভাবনের ফলস্রুতিতে সময়ের সাথে Automation এর পরিধি বাড়ছে। 

19th Century তে Industrial Revolution এর সূচনায় Factory তে কাজ করতেন স্রমিকরা। 20th Century তে Factory এর কাজগুলো Automation এর আওতায় আসা শুরু করে। Automation এর পরিধি 21st Century তে সময়ের সাথে বেড়ে চলছে।


Automation এর প্রভাবে Industrial Productivity বেড়ে গেছে।


আবার Automation এর কারণে Labor এর চাহিদা কমে গেছে।


ফলে Industry র মালিকরা ক্রমাগত ধনী থেকে ধনীতর হচ্ছেন (Forbes এ Billionaire র এত আধিক্য আগে দেখা যেত কি? [1])। অপরদিকে, শ্রমিকরা গরিব থেকে গরিবতর হচ্ছেন। Productivity এবং GDP অনেকখানি বেড়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন মজুরি বাড়েনি।


সমাজে বেড়েছে অসাম্য (Inequality)।



 

21st Century র Technology এবং Automation কে বিবেচনায় নিয়ে Inequality দূর করতে - তোতা পাখির মত না বুঝে Big Government, Small Government বলে হইচই না করে Policy নির্ধারণে (Game এর Mechanism [2] নির্ধারণে বা Mechanism Design এ) আমাদের prudent হওয়া উচিত।



References
  1. Forbes Billionaires
  2. Mechanism design (Game Theory)

No comments:

Post a Comment