Wednesday, September 24, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (24.09.14)



2. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"




চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হয়ে গেল 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করে তিন দিনের এ প্রযুক্তি উৎসব। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), গ্যামিং কনটেস্ট, প্রজেক্ট শো, র‌্যালি, বিদায় সংবর্ধনা, নবীনবরণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।
আগামী ২৬ অক্টোবর থেকে জাপানের আর্ন্তজাতিক সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত আইটি ইঞ্জিনিয়ার্স এ্যাক্সামিনেশন(আইটিইই)-এর আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে চুয়েট-এমন তথ্যই দিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'-এর আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু. সাক্বী কাওসার।
এতে 'স্কাইলাইন কুয়েরিজ' শীর্ষক সেমিনার উপস্থাপন করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সামসুল আরেফিন। এছাড়া 'ইনফরমেশন সিকিউরিটি' নিয়ে সেমিনারে বিস্তারিত তুলে ধরেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মেকাম্মেল হক।
- See more at: http://www.priyo.com/2014/09/24/108920.html#sthash.y3E5udtH.dpuf
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হয়ে গেল 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করে তিন দিনের এ প্রযুক্তি উৎসব। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), গ্যামিং কনটেস্ট, প্রজেক্ট শো, র‌্যালি, বিদায় সংবর্ধনা, নবীনবরণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।
আগামী ২৬ অক্টোবর থেকে জাপানের আর্ন্তজাতিক সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত আইটি ইঞ্জিনিয়ার্স এ্যাক্সামিনেশন(আইটিইই)-এর আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে চুয়েট-এমন তথ্যই দিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'-এর আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু. সাক্বী কাওসার।
এতে 'স্কাইলাইন কুয়েরিজ' শীর্ষক সেমিনার উপস্থাপন করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সামসুল আরেফিন। এছাড়া 'ইনফরমেশন সিকিউরিটি' নিয়ে সেমিনারে বিস্তারিত তুলে ধরেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মেকাম্মেল হক।
- See more at: http://www.priyo.com/2014/09/24/108920.html#sthash.y3E5udtH.dpuf






চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হয়ে গেল 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করে তিন দিনের এ প্রযুক্তি উৎসব। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), গ্যামিং কনটেস্ট, প্রজেক্ট শো, র‌্যালি, বিদায় সংবর্ধনা, নবীনবরণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।
আগামী ২৬ অক্টোবর থেকে জাপানের আর্ন্তজাতিক সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত আইটি ইঞ্জিনিয়ার্স এ্যাক্সামিনেশন(আইটিইই)-এর আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে চুয়েট-এমন তথ্যই দিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'-এর আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু. সাক্বী কাওসার।
এতে 'স্কাইলাইন কুয়েরিজ' শীর্ষক সেমিনার উপস্থাপন করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সামসুল আরেফিন। এছাড়া 'ইনফরমেশন সিকিউরিটি' নিয়ে সেমিনারে বিস্তারিত তুলে ধরেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মেকাম্মেল হক।
- See more at: http://www.priyo.com/2014/09/24/108920.html#sthash.y3E5udtH.dpuf

3. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি




4. International 





5. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়


তথ্যপ্রযুক্তির সুবিধা হল যে কোন তথ্যকে Digitize করলে (ডেটাবেইসে স্টোর করে রাখলে) পরবর্তীতে তথ্য খুঁজে পাওয়া সুবিধা হয়। 
কাগজে লেখা থাকলে খুঁজে বের করা সময়াসাপেক্ষ ব্যাপার - কম্পিউটারে কয়েকটি key টিপেই তথ্য খুঁজে পাওয়া যায়।
আবার সারা দেশের তথ্য Digitize করলে যে কোন স্থানীয় অফিস থেকে Web ব্যবহার করে দেশের সমস্ত তথ্য খুঁজে পাওয়া যায়।
কাগজে লেখা তথ্য দেশের বিভিন্ন অফিসে ছড়িয়ে থাকে। 
কিছুদিন আগে রাব দেশের সকল অপরাধীদের Database তৈরি করেছে। এবার দৃষ্টান্ত স্থাপন করলো ভূমি মন্ত্রনালয়। সরকারের অন্যান্য বিভাগও তথ্য Digitize করার এই ধারা অনুসরণ করবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হয়ে গেল 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করে তিন দিনের এ প্রযুক্তি উৎসব। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), গ্যামিং কনটেস্ট, প্রজেক্ট শো, র‌্যালি, বিদায় সংবর্ধনা, নবীনবরণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।
আগামী ২৬ অক্টোবর থেকে জাপানের আর্ন্তজাতিক সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত আইটি ইঞ্জিনিয়ার্স এ্যাক্সামিনেশন(আইটিইই)-এর আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে চুয়েট-এমন তথ্যই দিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'টেলিটক-চুয়েট সিএসই ফিস্ট ২০১৪'-এর আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু. সাক্বী কাওসার।
এতে 'স্কাইলাইন কুয়েরিজ' শীর্ষক সেমিনার উপস্থাপন করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সামসুল আরেফিন। এছাড়া 'ইনফরমেশন সিকিউরিটি' নিয়ে সেমিনারে বিস্তারিত তুলে ধরেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মেকাম্মেল হক।
- See more at: http://www.priyo.com/2014/09/24/108920.html#sthash.y3E5udtH.dpuf

6. অন্যায় অপরাধমুক্ত উন্নত বরগুনা জেলা গড়ে তোলায় অগ্রগতি


বরগুনা
বরগুনা
বরগুনাজেলা গড়ে তোলায় অগ্রগতি



7. অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি 




8. কৃষি




10. বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা 




11.  প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন


12. ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ
13. 'আইপি ক্যামেরা ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে' : পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার


14. Foreign Policy - International Relations - Policy





দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অবস্থিত উপকূলীয় জেলা বরগুনা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত  এ জেলায় পর্যটন জোন স্থাপন এবং মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণে মৎস্যনির্ভর শিল্প স্থাপন করা গেলে বরগুনা হতে পারে দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা।

বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326895.html#sthash.EpYroyzw.dpuf

No comments:

Post a Comment