Thursday, September 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (11.09.14)

1নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ


"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুটি বাসে ছাত্রশিবিরের সন্ত্রাসীদের ককটেল হামলা এবং ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ। 
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা.চন্দন দাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সমন্বয়কারী শরীফ চৌহান, মঞ্চের সংগঠক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, রাশেদ হাসান, সুনীল ধর, যুব মৈত্রীর নেতা কায়সার আলম, ছাত্র ফ্রণ্টের নেতা আল কাদেরি জয়, ছাত্র ইউনিয়নের সহ সভাপতি দেবাশীষ ধর। 
প্রসঙ্গত বুধবার বিশ্ববিদ্যালয়গামী দু’টি বাসে ককটেল হামলায় শিক্ষকসহ ১৬ জন আহত হন।"
"মাও সে তুংয়ের একটা খুব বিখ্যাত উক্তি আছে। উক্তিটি হচ্ছে এরকম: প্রত্যেকটা মানুষ একটা মুখ সুনিয়ে জন্মায় কিন্তু সেই সুখে অন্ন জোগানোর জন্যে তার রয়েছে দু’ দু’টি হাত! যার অর্থ এই পৃথিবীতে কোনো মানুষই অসহায় নয়, খেটে খাওয়ার জন্যে সবারই দুটি হাত রয়েছে, কাস্তে কিংবা কুঠার ধরে সেই হাত তার মুখে অন্ন জোগাবে। 
আমাকে সুযোগ দিলে আমি মাও সে তুংয়ের উক্তিটাকে অন্যরকম করে বলতাম। আমার উক্তিটি হতো এরকম: প্রত্যেকটা মানুষ একটি সুখ আর মাত্র দুটি হাত নিয়ে জন্মায়। কিন্তু ভয় পাবার কিছু নেই কারণ সব মানুষের মাথার মাঝে রয়েছে দশ হাজার কোটি নিউরন!"


দুটি হাত দিয়ে খুব বেশি হলে এক দু’জন মানুষের মুখে অন্ন জোগানো সম্ভব। দশ হাজার কোটি নিউরন দিয়ে লক্ষ মানুষের মুখেও অন্ন জোগানো যেতে পারে - See more at: http://www.priyo.com/blog/2014/09/12/105486.html#sthash.5FeK5683.dpuf
দুটি হাত দিয়ে খুব বেশি হলে এক দু’জন মানুষের মুখে অন্ন জোগানো সম্ভব। দশ হাজার কোটি নিউরন দিয়ে লক্ষ মানুষের মুখেও অন্ন জোগানো যেতে পারে! - See more at: http://www.priyo.com/blog/2014/09/12/105486.html#sthash.5FeK5683.dpuf
দুটি হাত দিয়ে খুব বেশি হলে এক দু’জন মানুষের মুখে অন্ন জোগানো সম্ভব। দশ হাজার কোটি নিউরন দিয়ে লক্ষ মানুষের মুখেও অন্ন জোগানো যেতে পারে! - See more at: http://www.priyo.com/blog/2014/09/12/105486.html#sthash.5FeK5683.dpuf
দুটি হাত দিয়ে খুব বেশি হলে এক দু’জন মানুষের মুখে অন্ন জোগানো সম্ভব। দশ হাজার কোটি নিউরন দিয়ে লক্ষ মানুষের মুখেও অন্ন জোগানো যেতে পারে! - See more at: http://www.priyo.com/blog/2014/09/12/105486.html#sthash.5FeK5683.dpuf"

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরী
মুহম্মদ জাফর ইকবাল



গণজাগরণ মঞ্চ

 


1. রাজনীতি - দেশজুড়ে

"ছাত্রলীগের বর্তমান এক নেতা সাবেক দুই নেতাকে বনের মধ্যে পিস্তল চালাতে শেখাচ্ছেন—এমন দৃশ্যে লজ্জায় নাক কাটা পড়ার কথা সংগঠনটির। কিন্তু ছাত্রলীগের মধ্যে ভাবান্তর নেই। তাহলে জঙ্গিবাদীদের সঙ্গে এদের তফাত কোথায়?"


2. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
3. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়

4. বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা


5. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি



"বাড়ির উঠানে অল্প জায়গায় কিভাবে সবজি চাষ করা যায়। অত্যাধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে কিভাবে কম খরচে ও দ্রুত সময়ে ফসল ঘরে তোলা যায়। বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নতুন নতুন আবিস্কার সম্পর্কে এ রকম বিস্তারিত তথ্য ও তা ব্যবহারের নিয়ম জানা যাচ্ছে মেলায়।

দেশ-বিদেশের কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এতে।

কৃষিজাত পণ্য উৎপাদন থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত যে সব আধুনিক প্রযুক্তির ব্যবহার করা সম্ভব সেগুলোর প্রদর্শন ও তথ্য একেবারে হাতের মুঠোয় উপস্থাপন করা হচ্ছে এ মেলায়। আর তা দেখতে হলে চলে আসতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ‘চতুর্থ অ্যাগ্রো-বাংলাদেশ এক্সপো’ মেলায়।"

কৃষি প্রযুক্ত


7. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"




8. প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন

No comments:

Post a Comment