Tuesday, September 2, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩১/৮/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ



2. প্রবাসে বাংলাদেশীরা

  • বাংলাদেশীদের মিলনমেলায় সরগরম মার্কিন তিন নগর (prothom-alo.com) 

নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবেন। এ লক্ষ্যে প্রবাসীদের নানা সংগঠনে বিভক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করা হবে।

  • ইংল্যান্ড প্রবাসীদের আইনগত সহায়তা দেবে এইচআরপিবি (banglanews24.com)    


3. রাজনীতি - দেশজুড়ে


দলের ঐক্য বা অভ্যন্তরীণ সংহতি এখন বড় ধরণের প্রশ্নের মুখে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার খড়গ। ছাত্রদল এখন নির্জীব। আর যুবদল কার্যকারিতা হারিয়ে এখন দলের অন্য সংগঠনে বিলীন হওয়ার পর্যায়ে ঠেকেছে। দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির অপর সদস্য তরিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ দল নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।          



4. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়

  • আইটিপিইসির সদস্যপদ পাচ্ছে বাংলাদেশ (prothom-alo.com)


5. মাওলানা ফারুকী এবং মগবাজারে ৩ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

  • ফারুকী হত্যায় আটকরা ২ দিনের রিমান্ডে (banglanews24.com)  


6. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

  • মাগুড়ায় নারী উন্নয়ন নীতি বিষয়ক সেমিনার (banglanews24.com)   


7. "তারুণ্যের শক্তিতে ভাস্বর বাংলাদেশ"


  • দেশের শত সমস্যার মাঝেও আমাদের দুজন আইকন নতুন দেশ গড়ে তোলার স্বপ্নটা তরুণদের কেন্দ্র করেই  দেখেছেন। এই দুজনের একজন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং অপরজন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। দুজনেরই বাংলাদেশের তারুণ্যের শক্তিতে গভীর বিশ্বাস - শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন, রাজনীতিতে পরিবর্তন, আন্তর্জাতিকভাবে সফলতা অর্জন, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তন - তরুণরাই নিয়ে আসবে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এর নেতৃত্বে নতুন দেশ গড়ে তোলার দায়িত্ব নিতে তরুণরা প্রস্তুত তো?

[লিংকস]

8. বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা

  • পূর্ব জার্মানি: ইউরোপে বাংলাদেশের প্রথম বন্ধু: সংস্কৃতি ব্যক্তিত্ব আলী যাকের (samakal.net)   


9. মতামত - কলাম

  • গণতন্ত্র: পথ থেকে বিপথে: চিররঞ্জন সরকার (opinion.bdnews24.com/bangla)
  • জুলাই মাসের ভাবনা, আলোকিত প্রজন্ম ও তাজউদ্দীন আহমেদ: শারমিন আহমেদ (opinion.bdnews24.com/bangla)

"মুক্তিযুদ্ধের কান্ডারি তাজউদ্দীন আহমেদের জন্মদিনে প্রার্থনা রইল তাঁর মত এক নতুন শিশুর - এক আলোকিত প্রজন্মের জন্য।"

  • বিশ্ব হার্ট দিবস ২০১২: বিশেষ নজর নারী ও শিশুদের প্রতি: প্রফেসর ডাঃ শুভাগত চৌধুরী (opinion.bdnews24.com/bangla)  
  • দুর্নীতি আর দমননীতির অক্টোপাস: সাদেক খান (priyo.com) 


10. মানুষ যেভাবে উপন্যাসের নায়ক হিসেবে নিজেকে কল্পনা করে বড় কোন পরিবর্তন নিয়ে আসে বা কম্পিউটার গেইম খেলে বড় কোন মিশনে অংশ নেওয়ার স্বাদ পায় - আমি সেই Experiences বাস্তব জীবনে নিয়ে আসবো।
বড় কোন লক্ষ্যকে স্বপ্ন হিসেবে নির্ধারণ করে সেই লক্ষ্যের দিকে এগুনোর মাঝে - মানুষ জীবনে পূর্ণতার স্বাদ পায়।
এই Mental State কে Mihaly Csikszentmihalyi তাঁর বইতে উল্লেখ করেছে "Flow" (The Psychology of Optimal Experience) হিসেবে।
আমি এমন সব System গড়ে দেবো, Guidance দেবো - যাতে সবাই বড় কোন লক্ষ্যকে স্বপ্ন হিসেবে নির্ধারণ করে সেই লক্ষ্যের দিকে এগুতে পারে। জীবনে আনন্দ এবং পূর্ণতার স্বাদ পায়।

রেফরেন্স
  • Flow: The Psychology Of Optimal Experience - Mihaly Csikszentmihalyi (Amazon.com)
  • Reality is broken - Jane McGonigal (Amazon.com)  


11. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

  • বিজ্ঞান কংগ্রেস: ১৬৩টি বিজ্ঞান প্রকল্প, ১১১টি বিজ্ঞান পেপার এবং ৭৬টি পোস্টার (priyo.com) 

"বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, তরুণরা আছে বলেই দেশকে বদলে দেয়া সম্ভব।"

  • আইইউটি ইজোনেন্স ২০১৪: নেশা যখন আবিষ্কার (prothom-alo.com)
  • লক্ষ্য এবার ১০ লক্ষ (prothom-alo.com)    

জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উৎকর্ষ সাধন

  • শুরু হচ্ছে সফটওয়্যার উদ্ভাবন অলিম্পিয়াড (prothom-alo.com)

"অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকোক।
জাতীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতার সূচনা এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ করে দেওয়া হবে। আমাদের Industry - product উদ্ভাবন করা,  Business plan দাঁড় করানোর পথে বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের কাছে প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করবেন। এতে একদিকে নতুন নতুন product বাজারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ খুলে যাবে। আমি এ ব্যাপারে সরবাত্নক সহায়তা করবো।"      

12. ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ

  • মুশফিকের পর সেঞ্চুরি পেলেন নাসিরও (prothom-alo.com)  
  • আফতাব আহমেদ: মেঘে ঢাকা তারা (mzamin.com) 

২০০৪ থেকে ২০১০ এ আন্তর্জাতিক ক্রিকেটে তিন নাম্বারে ব্যাট করতে নামাদের মাঝে পৃথিবীর সেরা স্ট্রাইক রেইট বাংলাদেশের আফতাব আহমেদের! (৮৯.৯২)!  
মেঘ কেটে তারার ঝলক আবার দেখবো!

13. আদিবাসী বাঙালির সম্মিলিত উদ্যোগ

  • অরণ্যে তারুণ্যের জয়গান (prothom-alo.com) 


14. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

  • ডিমলায় মাদক ব্যবসায়ীর ১ বছর কারাদন্ড (banglanews24.com)
  • গাংনীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)
  • ঝিনাইদহে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস (banglanews24.com)    
  • কমলাপুর ষ্টেশনে ৭৯০ পিস ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)
  • হিলি সীমান্তে ২২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার (banglanews24.com)


15. প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন

  • শারদ উৎসবে কলকাতায় এক টিকিটে সারাদিন ভ্রমণ (banglanews24.com)

বাইরের যেসব দেশ ভ্রমণ পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে - তার অন্যতম ভারত। দিল্লি, আগ্রা, আজমির, কলকাতা আর পিংক সিটি জয়পুর। ঘুরে আসতে পারেন!

16. জাতীয় সম্প্রচার নীতিমালার বিপক্ষে অবস্থান

  • একটি পশ্চাৎপদ নীতি: মাহফুজ আনাম (priyo.com)  
  • প্রেস কমিশন বনাম সম্প্রচার নীতিমালা: শওকত মাহমুদ (prothom-alo.com)

সরকার কি অনুধাবন করতে পারছে না - জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করলে সাংবাদিক এবং মিডিয়া সমাজ তথা জনগণের মাঝে সরকারের জনপ্রিয়তায় ধ্বস নামবে। প্রাইভেট চ্যানেলগুলো যদি বিটিভির মত খবর পরিবেশন করে - জনগণের টেলিভিশন দেখার ইচ্ছা কি আর থাকবে? বরং বিরোধী দলগুলোর জন্য গণবিস্ফোরণ ঘটানোর পথ সহজ হয়ে যাবে।  

17. আনুমানিক ৪ কোটি মানুষ আমার ব্লগের কোন না কোন লেখা পড়েছেন।
লিখতে পড়তে জানেন - বাংলাদেশের এমন প্রতিটি মানুষ যাতে ব্লগের লেখাগুলো পড়েন - সেই দায়িত্ব নিতে হবে।
যারা ইন্টারনেট ব্যবহার করেন না - তাদের লেখাগুলো প্রিন্ট করে দেওয়া অব্যাহত রাখতে হবে।

18. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

  • ছয় মাসে স্কুল ব্যাংকিং এ সঞ্চয় ৪০০ কোটি টাকা (prothom-alo.com)

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়।

19. অন্যায় অপরাধমুক্ত উন্নত সিলেট জেলা গড়ে তোলায় অগ্রগতি

  • সিসিক ভবন এলাকা ধুমপানমুক্ত ঘোষণা (banglanews24.com)

সিলেট সিটি কর্পোরেশান মেয়র আরিফুল হক চৌধুরীর সাম্প্রতিক কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয়।  




20. ফরেইন রিলেশান্স
বেশ কয়েকটি দেশের সাথে আমাদের সম্পর্ক সাম্প্রতিক সময়ে গাঢ়তর হয়েছে। বাংলাদেশ হবে সবগুলো দেশের "ডার্লিং কান্ট্রি" - একান্ত বন্ধু।

21. সরকারের নির্বাহী বিভাগ পরিচালনায় অদক্ষতা, দুর্নীতি, অনিয়ম

  • বরিশাল আঞ্চলিক হাঁস প্রজনন খামার: বিএনপি আমলের প্রকল্প, তাই বন্ধ? (prothom-alo.com)

আমাদের দেশে এক সরকার প্রকল্প নিলে, পরের সরকার এসে তা বন্ধ করে দেয়। সরকার পরিচালনায় দেশের কল্যাণ, দেশের মানুষের কল্যাণ সবকিছুর উরধে রাখা উচিত। কোন সরকার পূর্বের সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ বাতিল করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

22. "দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

  • চট্ট্রগ্রামের এইচআর গ্রুপের নানা অনিয়ম: হাজার কোটি টাকার ঋণ এখন খেলাপি (prothom-alo.com)

- এইচআর গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে।

No comments:

Post a Comment