Tuesday, September 2, 2014

নাগরিক শক্তি: সংগঠন

নাগরিক শক্তি: সংগঠন


এক্সিকিউটিভ কাউন্সিল (Executive Council)
সেক্রেটারিয়েট (Secretariat)
ন্যাশনাল কাউন্সিল (National Council)
অ্যাডভাইসারি কাউন্সিল (Advisory Council)


এক্সিকিউটিভ কাউন্সিল (Executive Council)

প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট

ভাইস প্রেসিডেন্ট (Vice President)
  1. জেনারেল হাসান মশহুদ চৌধুরী: সাবেক সেনাপ্রধান; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান 
  2. ড. কামাল হোসেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রণেতা; বঙ্গবন্ধু কর্তৃক গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী  
  3. প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী: বাংলাদেশের ১৩তম রাষ্ট্রপতি; সাবেক পররাষ্ট্রমন্ত্রী; প্রফেসর অফ মেডিসিন 
  4. ড. আকবর আলি খান: অর্থনীতিবিদ; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা 
  5. ব্যারিস্টার রফিক -উল -হক: জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; সমাজসেবক 
  6. প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; উপাচার্য, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক; সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি  
  7. আল্লামা আহমেদ শফি: হেফাজতে ইসলামের আমীর

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর উল্লেখিত ব্যক্তিরা দলের ভাইস প্রেসিডেন্টের সম্মান গ্রহণ করবেন।

[জেনারেল সেক্রেটারি এবং কো-জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ব্যক্তিরা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে বিবেচিত হবেন।]


সেক্রেটারিয়েট (Secretariat) 


জেনারেল সেক্রেটারি (General Secretary)
  1. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার


কো-জেনারেল সেক্রেটারি (Co-general Secretary)
  1. ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা 
  2. প্রফেসর ড. আবুল বারকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি। 



জয়েন্ট জেনারেল সেক্রেটারি (Joint General Secretary)
  1. জনাব আতিকুল ইসলাম: সভাপতি, বিজিএমইএ (BGMEA) (সিনিয়ার) 
  2. জনাব মাহমুদুর রহমান মান্না: আহ্বায়ক, নাগরিক ঐক্য; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) 
  3. জনাব মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী 
  4. জনাব তানজিম আহমেদ সোহেল তাজ: সাবেক সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 
  5. জনাব মাহী বি. চৌধুরী: সাবেক সাংসদ 
  6. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: সাবেক সাংসদ 
  7. জনাব গোলাম মাওলা রনি: সাবেক সাংসদ
  8. ব্যারিস্টার সারা হোসেন: আইনজীবী ও মানবাধিকার কর্মী  
  9. ব্যারিস্টার তানিয়া আমির: ম্যানেজিং পার্টনার, Amir & Amir Law Associates 
  10. প্রফেসর ড. আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 
  11. প্রফেসর আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
  12. হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী: হেফাজতে ইসলামের মহাসচিব 
  13. জনাব জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি 
  14. জনাব মোস্তফা মহসীন মন্টু: প্রবীণ রাজনীতিবিদ 
  15. জনাব আবদুল মালেক রতন: প্রবীণ রাজনীতিবিদ 
  16. জনাব হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক: প্রবীণ রাজনীতিবিদ


সেক্রেটারি (Secretary)
  1. ডাঃ ইমরান এইচ. সরকার: মুখপাত্র, গণজাগরণ মঞ্চ; সংগঠক


"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর উল্লেখিত ব্যক্তিরা দলের জেনারেল সেক্রেটারি, কো-জেনারেল সেক্রেটারি, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং সেক্রেটারি হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

[সেক্রেটারিয়েটের সদস্যরা সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।]



ন্যাশনাল কাউন্সিল (National Council)

মেম্বারস (Members)
  1. ড. এটিএম শামসূল হুদা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার; সাবেক সচিব (সিনিয়ার) 
  2. ড. সা'দত হুসাইন: সাবেক মন্ত্রী পরিষদ সচিব; পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) র সাবেক চেয়ারম্যান (সিনিয়ার) 
  3. জনাব আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব 
  4. ব্যারিস্টার আমির-উল-ইসলাম: বাংলাদেশের প্রথম সংসদের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু কর্তৃক গঠিত মন্ত্রীসভার সদস্য; ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার, National Law School University of India এবং Tufts University; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ড্রাফটিং কমিটির সদস্য; প্রাক্তন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশান (সিনিয়ার)    
  5. ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি (সিনিয়ার) 
  6. বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী: বীর উত্তম; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) 
  7. জনাব আ স ম আব্দুর রব: প্রাক্তন মন্ত্রী; প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযোদ্ধা (সিনিয়ার) 
  8. জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন: প্রবীণ রাজনীতিবিদ; সাবেক মন্ত্রী; সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশান (সিনিয়ার)
  9. জনাব মুজাহিদুল ইসলাম সেলিম: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার)   
  10. জনাব কমরেড খালেকুজ্জামান: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার)  
  11. জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ: সভাপতি, এফবিসিসিআই (FBCCI); ফাউন্ডার চেয়ারম্যান: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (সিনিয়ার) 
  12. প্রফেসর ড. মুহম্মদ ইব্রাহীম: ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক; "বিজ্ঞান সাময়িকী"র প্রতিষ্ঠাতা; এক্সিকিউটিভ ডিরেক্টার, Center for Mass Education in Science (CMES) (সিনিয়ার) 
  13. প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল: লেখক; বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সহ-সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (সিনিয়ার)  
  14. ড. ফেরদৌস আহমেদ কোরেশী: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) 
  15. জনাব নূরে আলম সিদ্দিকী: প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের অবিসংবাদিত নেতা (সিনিয়ার) 
  16. জনাব মেজর (অব:) আবদুল মান্নান: সাবেক মন্ত্রী; চেয়ারম্যান, বাংলালায়ন কমিউনিকেশান্স লিমিটেড (সিনিয়ার) 
  17. অধ্যাপক ড. আবু সাইয়িদ: সাবেক মন্ত্রী; প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) 
  18. জনাব পঙ্কজ ভট্টাচার্য: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার) 
  19. জনাব খোন্দকার ইব্রাহীম খালেদঃ ব্যাংকার; সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক (সিনিয়ার) 
  20. জনাব রফিউর রাব্বি: সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সংগঠক; সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক 
  21. প্রফেসর ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং অধ্যাপক, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি 
  22. জনাব সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক 
  23. প্রফেসর ড. সিদ্দিক-ই-রাব্বানী: ফাউন্ডিং চেয়ারপার্সন, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিকাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ একাডেমী অফ সায়েন্স কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত বিজ্ঞানী 
  24. প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ফেলো, বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস; বাংলাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং গণিত অলিম্পিয়াড সূচনার পথিকৃৎ 
  25. প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহীম খান: ডীন, স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; সভাপতি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 
  26. প্রফেসর মামুনুর রশিদ: ভাইস প্রেসিডেন্ট, BD Ventures Limited; প্রাক্তন ডিরেক্টার, BRAC Business School; প্রাক্তন সিইও, সিটি ব্যাংক লিমিটেড      
  27. জনাব মোঃ সবুর খান: চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপ; সাবেক চেয়ারম্যান, DCCI; সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সমিতি    
  28. জনাব হানিফ সংকেত: টিভি, মিডিয়া ও সংস্কৃতি ব্যক্তিত্ 
  29. জনাব ইলিয়াস কাঞ্চন: বাংলাদেশী অভিনেতা; "নিরাপদ সড়ক চাই" আন্দোলনের প্রধান কান্ডারী  
  30. ড. তুহিন মালিক: আইনজীবী,  সুপ্রিম কোর্ট  
  31. জনাব এস এম আকরাম: সাবেক সাংসদ  
  32. প্রফেসর ড. এম এম আকাশ: প্রফেসর, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 



Associate Members
  1. ড. মাহবুব মজুমদার: সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়;  বাংলাদেশ গণিত দলের কোচ
  2. এডভোকেট সুব্রত চৌধুরি: প্রবীণ রাজনীতিবিদ   



 

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর উল্লেখিত ব্যক্তিরা ন্যাশনাল কাউন্সিলে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন।

[ন্যাশনাল কাউন্সিলের মেম্বার এবং এসোসিয়েটদের ভোটে একজন স্পীকার (Speaker) এবং একজন ডেপুটি স্পীকার (Deputy Speaker) নির্বাচিত হবেন।
Speaker এবং Deputy Speaker ন্যাশনাল কাউন্সিলের মিটিংগুলো পরিচালনা করবেন।]

[প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর সমন্বয় সরকারের Executive Division এর সাথে তুলনীয় হলে
ন্যাশনাল কাউন্সিল (National Council) সরকারের Legislative Division (আইনসভা) এর সাথে তুলনীয়।]

[ন্যাশনাল কাউন্সিলের মেম্বার এবং এসোসিয়েটরা নিজ নিজ আগ্রহ, দক্ষতা অনুসারে কাজের ফোকাস বেছে নেবেন
এবং সম্পর্কিত দলের ফোরামের সাথে নিজেকে যুক্ত করবেন অথবা নিজেই একটি ফোরাম গঠন করবেন।]





অ্যাডভাইসারি কাউন্সিল (Advisory Council)


চিফ অ্যাডভাইসার (Chief Advisor)
  1. এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার: মুক্তিযুদ্ধকালীন উপপ্রধান সেনাপতি; প্রেসিডেন্ট, সেক্টর কমান্ডার্স ফোরাম  

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার চিফ অ্যাডভাইসারের সম্মান গ্রহণ করবেন।




অ্যাডভাইসারস (Advisors)
  1. জনাব সৈয়দ মনজুর এলাহী: ব্যবসায়ী নেতা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা 
  2. জনাব মাহফুজ আনাম: The Daily Star এর সম্পাদক; মেম্বার, বোর্ড অফ ট্রাস্টি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ 
  3. প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী: ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের এমিরেটাস প্রফেসর 
  4. অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়িদ: চেয়ারম্যান, বিশ্বসাহিত্য কেন্দ্র; লেখক; টিভি ব্যক্তিত্ব; রামন মাগগসে পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত
  5. জনাব মনজুরুল আহসান খান: প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযোদ্ধা; ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ পিস কাউন্সিল
  6. Professor ড. মোঃ আতাউল করিম: Provost and Executive Vice Chancellor, University Of Massachusetts Dartmouth; Fellow, the Optical Society of America; Applied Optics এ গত ৫০ বছরে সবচেয়ে বেশি অবদান রাখা বিশ্বের ৫০ জন গবেষকের একজন; বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ১৯টি টেক্সটবইয়ের লেখক; গত ১৬ বছর ধরে ঢাকায় অনুষ্ঠিত ICCITর Conference Chair      
  7. Professor ইকবাল কাদির: Professor of the Practice of Development and Entrepreneurship, MIT; Founder and Director, Legatum Center at MIT; প্রতিষ্ঠাতা, গ্রামীণফোন; Wharton School কর্তৃক ২০০৬ সালে প্রকাশিত ১২৫ জন Influential People and Ideas এর একজন
  8. প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর: ভিসিটিং প্রফেসর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি; প্রাক্তন প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স; গবেষক, Magnetism and Magnetic Materials, Solid State Physics 

[বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশীরা Advisory Council এ অ্যাডভাইসার হিসেবে যুক্ত হয়ে দেশের উন্নতির লক্ষ্যে দিক নির্দেশনা প্রণয়ন করবেন।]

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর উল্লেখিত ব্যক্তিরা অ্যাডভাইসারি কাউন্সিলে অ্যাডভাইসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 


 


পার্টি উইঙ্গস - দলীয় অঙ্গ সংগঠন 

[প্রত্যেক অঙ্গ সংগঠন এবং ফোরামকে নিজ নিজ গঠনপ্রণালী, কার্যবিধি, কর্মপরিধি নির্ধারণ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এতে অঙ্গ সংগঠন এবং ফোরামের সদস্যরা empowered অনুভব করবেন এবং লিডারশীপ স্কিলস ডেভেলাপ করার সুযোগ পাবেন। 
প্রত্যেক অঙ্গ সংগঠন এবং ফোরামের সদস্যরা নিজেরা একটি কমিটি গঠন করে নিজ নিজ গঠনপ্রণালী, কার্যবিধি, কর্মপরিধি নির্ধারণ করবেন।
তবে অঙ্গ সংগঠন এবং ফোরামগুলোকে নাগরিক শক্তির মূলনীতিগুলো (গণতান্ত্রিক আচরণ, জবাবদিহিতা, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার স্বার্থ সংরক্ষণ ইত্যাদি) মেনে চলতে হবে এবং
সেক্রেটারিয়েট, ন্যাশনাল কাউন্সিল ও অ্যাডভাইসারি কাউন্সিলের কাছে নিয়মিত রিপোর্ট করতে হবে।
কোন একদিন অঙ্গ সংগঠনগুলোর একজন সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অপর একজন সদস্য বাংলাদেশের রাষ্ট্রপতি মনোনীত হবেন।]



 


নাগরিক ইয়ুথ এসোসিয়েশান [NYA - এন ওয়াই এ]
আহ্বায়ক
  1. জনাব তানজিম আহমেদ সোহেল তাজ: সাবেক সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 
  2. জনাব মাহী বি. চৌধুরী: সাবেক সাংসদ 
  3. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: সাবেক সাংসদ 
  4. জনাব গোলাম মাওলা রনি: সাবেক সাংসদ
  5. ব্যারিস্টার সারা হোসেন: আইনজীবী ও মানবাধিকার কর্মী  
  6. ব্যারিস্টার তানিয়া আমির: ম্যানেজিং পার্টনার, Amir & Amir Law Associates 
  7. ড. রাগিব হাসান: Assistant Professor, Department of Computer and Information Sciences, University of Alabama at Birmingham; প্রতিষ্ঠাতা, শিক্ষক.কম 
  8. ড. মাহবুব মজুমদার: সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়;  বাংলাদেশ গণিত দলের কোচ 
  9. জনাব তামিম শাহরিয়ার সুবিন: ম্যানেজিং ডিরেক্টার, মুক্তসফট (Muktosoft) লিমিটেড; সফটওয়্যার ইঞ্জিনিয়ার    
  10. ড. ফারসীম মান্নান মোহাম্মদী: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BUET) শিক্ষক; বিজ্ঞান লেখক  
  11. জনাব মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী 
  12. জনাব মুসা ইব্রাহীম: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী  
  13. জনাব শাহরিয়ার রউফ নাফি: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, Google; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (BUET) প্রাক্তন শিক্ষক; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য  
  14. জনাব মোঃ মাহবুবুল হাসান (শান্ত): বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (BUET) প্রাক্তন শিক্ষক; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য 
  15. জনাব তাহমিদ-উল-ইসলাম রাফি: সিইও, দ্বিমিক কম্পিউটিং স্কুল; সফটওয়্যার ইঞ্জিনিয়ার; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য  
  16. জনাব মোঃ কায়সার আলী: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, Samsung R&D Center, Bangladesh



নাগরিক স্টুডেন্টস এসোসিয়েশান (NSA - এন এস এ)
আহ্বায়ক
১. লাকী আক্তার: কর্মী, গণজাগরণ মঞ্চ; বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
২. নুহাশ হুমায়ূন: ছাত্র, পদার্থবিজ্ঞান বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
৩. তারিক আদনান মুন: যুক্তরাষ্ট্রের Harvard University তে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র (গণিত ও কম্পিউটার বিজ্ঞান মেজর); আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক জয়ী   
৪. হক মুহম্মদ ইশফাক: যুক্তরাষ্ট্রের Stanford University তে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র (গণিত ও বায়োলজি মেজর); আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৮, ২০০৯ ও ২০১০ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য 

[দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয় - কলেজ - মাদ্রাসায় সবার পছন্দের কয়েকজন আদর্শ ছাত্রছাত্রীকে আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হবে।
পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হবে। নাগরিক শক্তি বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের সাথে দেশের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।]




 


[নাগরিক শক্তির অঙ্গ সংগঠনগুলোর মাঝে নাগরিক ইয়ুথ এসোসিয়েশান [NYA - এন ওয়াই এ], নাগরিক স্টুডেন্টস এসোসিয়েশান (NSA - এন এস এ) র উপর সবচেয়ে বেশি ফোকাস থাকবে।
বাংলাদেশের ৯০ ভাগের উপর তরুণ নাগরিক শক্তির সাথে থাকবেন। এই তরুণদের সংগঠিত করা, দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব নাগরিক ইয়ুথ এসোসিয়েশান [NYA - এন ওয়াই এ], নাগরিক স্টুডেন্টস এসোসিয়েশান (NSA - এন এস এ) কেই নিতে হবে।]



নাগরিক গণজাগরণ মঞ্চ 
আহ্বায়ক
১. ডাঃ ইমরান এইচ. সরকার: মুখপাত্র, গণজাগরণ মঞ্চ 
২. লাকী আক্তার: কর্মী, গণজাগরণ মঞ্চ; বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক 
৩. জনাব বাপ্পাদিত্ত বসু: কর্মী, গণজাগরণ মঞ্চ; বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি


নাগরিক মুক্তিযোদ্ধা শক্তি 
আহ্বায়ক
১. বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী: বীর উত্তম; প্রবীণ রাজনীতিবিদ
২. জনাব আ স ম আব্দুর রব: প্রাক্তন মন্ত্রী; প্রবীণ রাজনীতিবিদ; মুক্তিযোদ্ধা


নাগরিক উদ্যোক্তা ও বিনিয়োগকারী শক্তি
আহ্বায়ক
১. জনাব এটিএম জাকারিয়া স্বপন: ফাউন্ডার ও সিইও: Priyo.com; টেক এন্ট্রেপ্রেনার; যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার


নাগরিক আদিবাসী শক্তি
আহ্বায়ক
১. জনাব জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি
২. জনাব পঙ্কজ ভট্টাচার্য: প্রবীণ রাজনীতিবিদ (সিনিয়ার)
৩. জনাব সঞ্জীব দ্রং: বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক 


নাগরিক সাংবাদিক শক্তি
আহ্বায়ক
১. জনাব মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী
২. জনাব সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক


নাগরিক শিল্প ব্যবসায়ী শক্তি
আহ্বায়ক
১. জনাব সৈয়দ মনজুর এলাহী: ব্যবসায়ী নেতা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
২. জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ: সভাপতি, FBCCI; ফাউন্ডার চেয়ারম্যান: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
৩. জনাব মেজর (অব:) আবদুল মান্নান: সাবেক মন্ত্রী; চেয়ারম্যান, বাংলালায়ন কমিউনিকেশান্স লিমিটেড (সিনিয়ার)
৪. জনাব আতিকুল ইসলাম: সভাপতি, BGMEA
৫. জনাব মোঃ সবুর খান: চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপ; সাবেক চেয়ারম্যান, DCCI; সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সমিতি   
৬. প্রফেসর মামুনুর রশিদ: ভাইস প্রেসিডেন্ট, BD Ventures Limited; প্রাক্তন ডিরেক্টার, BRAC Business School; প্রাক্তন সিইও, সিটি ব্যাংক লিমিটেড


নাগরিক আইনজীবী শক্তি
আহ্বায়ক
1. ড. কামাল হোসেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রণেতা; সাবেক পররাষ্ট্রমন্ত্রী
2. ব্যারিস্টার রফিক -উল -হক: জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; সমাজসেবক
3. ব্যারিস্টার আমির-উল-ইসলাম: বাংলাদেশের প্রথম সংসদের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু কর্তৃক গঠিত মন্ত্রীসভার সদস্য; ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার, National Law School University of India এবং Tufts University; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ড্রাফটিং কমিটির সদস্য; প্রাক্তন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশান
4. ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি
5. প্রফেসর ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং অধ্যাপক, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি
6. প্রফেসর ড. আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
7. ড. তুহিন মালিক: আইনজীবী,  সুপ্রিম কোর্ট
8. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: সাবেক সাংসদ
9. ব্যারিস্টার সারা হোসেন: আইনজীবী ও মানবাধিকার কর্মী

[আইনসভায় আইনপ্রণয়নের জন্য আইনজীবীরাই বেশি উপযুক্ত।]


নাগরিক ওলামা শক্তি 
আহ্বায়ক
১. আল্লামা আহমেদ শফি: হেফাজতে ইসলামের আমীর
২. হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী: হেফাজতে ইসলামের মহাসচিব
৩. আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ: ইসলাহুল মুসলিমিন বাংলাদেশের সভাপতি ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব
৪. ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়য়ের সহযোগী অধ্যাপক


নিম্ললিখিত ফোরামগুলো অ্যাডভাইসারি কাউন্সিলের (Advisory Council) মাধ্যমে দলের সাথে যুক্ত হবে:

নাগরিক অর্থনীতি ফোরাম
আহ্বায়ক
১. ড. আকবর আলি খান: অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
২. অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
৩. অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি।
৪. প্রফেসর মামুনুর রশিদ: ভাইস প্রেসিডেন্ট, BD Ventures Limited; প্রাক্তন ডিরেক্টার, BRAC Business School; প্রাক্তন সিইও, সিটি ব্যাংক লিমিটেড
৫. প্রফেসর ড. এম এম আকাশ: প্রফেসর, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. প্রফেসর আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


নাগরিক ফরেইন পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশান্স ফোরাম
আহ্বায়ক
১. প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী: বাংলাদেশের ১৩তম রাষ্ট্রপতি; সাবেক পররাষ্ট্রমন্ত্রী; প্রফেসর অফ মেডিসিন


নাগরিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা ফোরাম
আহ্বায়ক
১. প্রফেসর ড. সিদ্দিক-ই- রাব্বানী: ফাউন্ডিং চেয়ারপার্সন, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিকাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ একাডেমী অফ সায়েন্স কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত বিজ্ঞানী
২. প্রফেসর ড. মুহম্মদ ইব্রাহীম: ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক; "বিজ্ঞান সাময়িকী"র প্রতিষ্ঠাতা; এক্সিকিউটিভ ডিরেক্টার, Center for Mass Education in Science (CMES)
৩. প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল: লেখক; বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সহ-সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
৪. প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ফেলো, বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস; বাংলাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং গণিত অলিম্পিয়াড সূচনার পথিকৃৎ
৫. ড. মাহবুব মজুমদার: সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ গণিত দলের কোচ
৬. ব্রাদার জেমস পেরেইরা: সেন্ট জোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল 


নাগরিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফোরাম 
আহ্বায়ক
১. প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ফেলো, বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস; বাংলাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং গণিত অলিম্পিয়াড সূচনার পথিকৃৎ
২. জনাব এটিএম জাকারিয়া স্বপন: ফাউন্ডার ও সিইও: Priyo.com; টেক এন্ট্রেপ্রেনার; যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার।
৩. ড. রাগিব হাসান: Assistant Professor, Department of Computer and Information Sciences, University of Alabama at Birmingham; প্রতিষ্ঠাতা, শিক্ষক.কম
৪. জনাব তামিম শাহরিয়ার সুবিন: ম্যানেজিং ডিরেক্টার, মুক্তসফট (Muktosoft) লিমিটেড; সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৫. জনাব হাসিন হায়দার: ফাউন্ডার, Leevio; সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৬. জনাব শাহরিয়ার রউফ নাফি: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, Google; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষক; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য 
৭. জনাব মাহবুবুল হাসান শান্ত: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষক; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য
৮. জনাব তাহমিদ-উল-ইসলাম রাফি: সিইও, দ্বিমিক কম্পিউটিং স্কুল; সফটওয়্যার ইঞ্জিনিয়ার; আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০০৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত দলের সদস্য


নাগরিক জাতীয় সম্পদ রক্ষা ফোরাম
আহ্বায়ক
১. প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ: তেল-গাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক 
২. প্রফেসর আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তেল-গাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব 


নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম 
আহ্বায়ক
১. অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি
২. প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল: লেখক; বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সহ-সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
৩. জনাব জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি


নাগরিক নারী অধিকার ফোরাম 
আহ্বায়ক
ব্যারিস্টার সারা হোসেন: আইনজীবী ও মানবাধিকার কর্মী 


নাগরিক শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ফোরাম 
আহ্বায়ক
১. অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়িদ: চেয়ারম্যান, বিশ্বসাহিত্য কেন্দ্র; লেখক; টিভি ব্যক্তিত্ব; রামন মাগগসে পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত
২. জনাব হানিফ সংকেত: টিভি, মিডিয়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব
৩. জনাব আইয়ুব বাচ্চু: সঙ্গীতজ্ঞ; গায়ক; ব্যান্ড দল LRBর প্রধান   
৪. জনাব আফজাল হোসেন: বিশিষ্ট অভিনেতা 
৫. জনাব মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী
৬. জনাব বাপ্পা মজুমদার: সঙ্গীতজ্ঞ ও গায়ক


নাগরিক শক্তির জেলা ভিত্তিক অঙ্গ সংগঠন

চট্টগ্রাম জেলা নাগরিক শক্তি
আহ্বায়ক
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা


নারায়ণগঞ্জ জেলা নাগরিক শক্তি 
আহ্বায়ক
জনাব রফিউর রাব্বি: সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সংগঠক; সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক


মুন্সিগঞ্জ জেলা নাগরিক শক্তি
আহ্বায়ক
জনাব মাহী বি. চৌধুরী: মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ


গাজীপুর জেলা নাগরিক শক্তি
আহ্বায়ক
জনাব তানজিম আহমেদ সোহেল তাজ: গাজীপুর-৪ আসনের সাবেক সাংসদ; সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


ভোলা জেলা নাগরিক শক্তি
আহ্বায়ক
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: ভোলা-১ আসনের সাবেক সাংসদ





 





নাগরিক শক্তির প্রতীক হবে "বই"

মূলমন্ত্র হবে "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"।

 



নাগরিক শক্তির মূলনীতি

 

1. সবকিছুর উপর জাতীয় স্বার্থ
  • "জাতীয়তাবাদ"

2. মুক্তিযুদ্ধের চেতনা

  • "যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল ... সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;"

3. জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা 
নারী পুরুষ নির্বিশেষে সবার একতা, সবার স্বার্থ সংরক্ষণ; সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে সবাই ঐক্যবদ্ধ
  • "ধর্মনিরপেক্ষতা"
  • "আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;"
4. গণতন্ত্রমনা – দলের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের মতামত, আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে


  • "গণতন্ত্র" 
5. সকল অন্যায়, অপকর্ম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান
  • "আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা"  



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

প্রস্তাবনা

আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া ২[ জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;

৩[ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;]

আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;

আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;

এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। [2]






References
  1. বাংলাদেশ রাষ্ট্রের মূল লক্ষ্য প্রতিষ্ঠায় নাগরিক শক্তি
  2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

No comments:

Post a Comment