Tuesday, September 2, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১/৯/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ

নাগরিক শক্তির আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত

সেক্টর কমান্ডার্স ফোরাম, গণজাগরণ মঞ্চ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, বাংলাদেশ আদিবাসী ফোরাম; তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি; হেফাজতে ইসলাম বাংলাদেশ  - ৬টি সংগঠন
এবং

বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ), প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) - ৮ টি দল

"নাগরিক ঐক্য" জোটভুক্ত হয়ে কাজ করবে।    

  • সংবিধান সংশোধনীর জন্য সবার মত নিতে হবে: ড. কামাল হোসেন (prothom-alo.com)
  • গোলটেবিল আলোচনা: সংবিধান সংশোধনে সবার মতামত নিতে হবে (ittefaq.com.bd)
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিছু করাই গণতন্ত্র নয়: ড. কামাল হোসেন (prothom-alo.com)

"সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, আমি চিন্তিত সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে। তখন যেতে-আসতে তাদের হুমকি দেওয়া হবে।"    


গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন, কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ড. আসিফ নজরুল, সাংবাদিক মিজানুর রহমান খান।





  • তৃণমূল শক্তিশালী ও মেধার মূল্যায়ন না হলে ভবিষ্যতে মধ্যম আয়ের দেশের সূচকে দেশ পিছিয়ে যাবে: ড. হোসেন জিল্লুর রহমান (banglanews24.com)   


2. চোরাচালান রোধে অগ্রগতি

  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার (banglanews24.com)  
  • কমলাপুরে ৬০ লাখ টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার (priyo.com)


3. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়

  • ITPEC'র নতুন সদস্য বাংলাদেশ (banglanews24.com)  
  • তিন সেরা পুরস্কার পেল গুগল বাংলাদেশ কমিউনিটি (prothom-alo.com)


4. রাজনীতি - দেশজুড়ে



5. বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা

  • পদক প্রদান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আলতাফ মাহমুদকে স্মরণ (mzamin.com)  
  • জাতিসত্ত্বা রক্ষায় আদর্শবাদী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন (banglanews24.com)
  • Shirshendu captivates fans in Chittagong (thedailystar.net)
    • দেশে থাকতে প্রায়ই বাতিঘরে যাওয়া হত। সেই দিনগুলোকে খুব মিস করা হয়!   


6. অন্যায় অপরাধমুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

  • নারায়ণগঞ্জে ইয়াবাসহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার (priyo.com) 


7. আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক শক্তি মোট প্রদত্ত ভোটের ৮০% এর বেশি ভোট নিয়ে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মত ৩০০ আসনের মাঝে ৩০০টিতেই জয়ী হয়ে ক্ষমতায় আসবে।
আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন জোট দুটি যথাক্রমে ০ এবং ০টি আসনে জয়ী হবে।
প্রত্যেকটি আসনে ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫% এর চেয়ে কম ভোট পাওয়ায় - ৩০০ আসনের সবকটিতে বিএনপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

8. নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

দেশে নাশকতা সৃষ্টিকারী চরমপন্থিদের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

  • কমলনগরে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার (banglanews24.com)   


9. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

  • BB brings cheer to foreign investors (thedailystar.net)

"Foreign investors will now get higher returns from sales of shares in local firms."

বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে

  • Infrastructure and Transportation Development 
  • Gas and Power supply 
  • Political Stability
  • Diplomatic Initiative and International Marketing
  • Reduction of Corruption, Security, Property Rights Conservation and in general, Rule of Law
  • Favorable Monetary Policy and Innovation in Financial Sector (including Stock Market, Banks)
  • Favorable Fiscal Policy (Revision of Taxes, Development of SME sector)
  • Communication Sector (including country wide low cost broadband Internet connection)
  • Skilled labor development and Need based Technical Education 

সহ সম্ভাব্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে।


- এর ফলে কাস্টমস হাউসগুলোতে ঘুষের লেনদেন এবং (ঘাট থেকে ঘাটে) সময়াক্ষেপণ নিয়ন্ত্রণে আসবে।


  • আমরা ব্যবসায়ীদের ব্যবসার পথে প্রতিবন্ধক সমস্ত বাঁধা এবং শিল্প বিকাশে সহায়ক প্রকল্প, নীতিমালা সমৃদ্ধ recommendations এর লিখিত রূপ দেখতে চাই।  


10. প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন

  • মোদীরাজের ১০০ দিনের চড়াই-উতরাই: সৌম্য বন্দ্যোপাধ্যায় (prothom-alo.com) 
  • ৮০০ বছর পর নালন্দায় ক্লাস শুরু (prothom-alo.com)


11. গ্রামীণ ব্যাংককে সরকারীকরণের মাধ্যমে সরকার গ্রামের অসহায় মহিলাদের সম্পত্তিতে হাত বসিয়েছে। আগে যেখানে গ্রামীণ ব্যাংকের ৯৭% মালিকানা গ্রামের নারীদের অধিকারে ছিল - এখন সরকার ২৫% মালিকানা নিয়ে নিয়েছে (গ্রামের মহিলাদের মালিকানা ৭৫% এর নিচে নেমে এসেছে)। 

এই অন্যায়ের প্রতিকার করা হবে। গ্রামীণ ব্যাংকে আবারও বাংলাদেশের গ্রামের নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। 

বাংলাদেশের দরিদ্র অসহায় নারীদের অধিকার চিরস্থায়ী হবে। কেউ সেই অধিকারে ভাগ বসাতে পারবে না।

প্রক্রিয়া শুরু হয়েছে।


"বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করতে পারবে না বলে সরকারকে জানিয়ে দিয়েছে। বিধিমালা করে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংককে।"    

12. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

  • প্রতিষ্ঠাবার্ষিকীতে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল আনন্দমুখর (prothom-alo.com)

এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।  

  • শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ (prothom-alo.com)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়: নিয়োগ-বাণিজ্য, বরখাস্ত ৫ (prothom-alo.com)    


13. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

  • বাল্যবিবাহ বন্ধ (prothom-alo.com) 


14. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

  • মাদকবিরোধী সমাবেশ (prothom-alo.com) 
  • আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)
  • ইয়াবা ও স্বর্ণ পাচারে ব্যবহার হচ্ছে রেল রুট (banglanews24.com)  
  • খুলনায় ১২শ পিস ইয়াবাসহ আটক ১ (banglanews24.com) 
  • ভালুকায় ইয়াবাসহ আটক ৫ (banglanews24.com) 


15. প্রবাসে বাংলাদেশীরা

  • একজন উদ্ভাবনী উদ্যোক্তা ইরাজ ইসলাম (prothom-alo.com) 


16. ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ

  • বিসিবিতে নতুন দুর্নীতি দমন প্রধান (prothom-alo.com) 
  • ২৭ এ পা রাখলেন মুশফিক (banglanews24.com)


17. সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই ও সাবেক সাংসদ মোজাম্মেল হোসেন লালুর ইন্তেকাল (banglanews24.com) (ইন্নালিল্লাহি ... রাজিউন)

No comments:

Post a Comment