Tuesday, September 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৪/৯/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ
·         একটি জাতির জন্ম ও আমরা: মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এবং সেক্টর কমান্ডার্স ফোরামের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার (prothom-alo.com)

2. রাজনীতি - দেশজুড়ে
·         আওয়ামী লীগের বিশ্বাস গডফাদারে, বিএনপি বোমাবাজিতে: সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ (priyo.com) 
·         গাজীপুরে ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ডে (banglanews24.com)
·         লক্ষ্ণীপুরে ছাত্রলীগের কমিটি চলছে ব্যবসায়ী - ঠিকাদার - তালিকাভুক্ত সন্ত্রাসীদের নেতৃত্বে (priyo.com)  
·         "দেশের রাজনীতিকদের দক্ষতা ও নৈতিকতা অত্যন্ত নিম্নমানের": সিপিডি (priyo.com)
·         অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
·         পন্মাসেতুর দুর্নীতি মামলায় সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (banglanews24.com)

3. ধূমপান - তামাক নিয়ন্ত্রণ
·         দ্রুত তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নের আহ্বান (banglanews24.com)

4. দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি (Inflation) নিয়ন্ত্রণে সাফল্য
গত রমজান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপর আমরা ফোকাস করছি।  
·         খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে (prothom-alo.com)  

5. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"
·         উচ্চশিক্ষার ম্যান নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ইউজিসির নতুন কর্মসূচী "কিউএই" (priyo.com)
·         খুদে বিজ্ঞানীদের বড় আয়োজন: মুনির হাসান (prothom-alo.com)

6. জঙ্গিবাদ ও চরমপন্থামুক্ত বাংলাদেশ
·         সিপিবির সমাবেশে হামলা: বিস্ফোরক মামলার বিচার শুরু (prothom-alo.com)

7. বাংলাদেশের মত একটা উন্নয়নশীল দেশ সঠিকভাবে পরিচালিত হলে Growth rate (বৃদ্ধি হার) স্বাভাবিকভাবেই উন্নত দেশগুলোর তুলনায় বেশি হবে।
উন্নত দেশগুলো প্রযুক্তির অনেক বেশি ব্যবহার করে। ফলে নতুন প্রযুক্তি যোগ করে তাদের productivity বাড়ানোর সুযোগ কম।
অন্যদিকে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো এখনও আধুনিক প্রযুক্তি সেভাবে ব্যবহার করে না। নতুন নতুন প্রযুক্তি যোগ করে স্বয়ংক্রিয়তা (Automation) বাড়িয়ে বাংলাদেশ খুব দ্রুত productivity বাড়াতে পারে।
Globalization, Internet and Communication Technologies, Transporation এই ব্যাপারগুলো technology trasfer সহজ করে এই প্রক্রিয়াকে (Developing countries গুলোর high growth rate) ত্বরান্বিত করছে। 
উদাহরণ হিসেবে আমরা দেখছি, China র GDP growth rate যেখানে 7-8% সেখানে উন্নত দেশগুলোর GDP growth rate 2-3%.  

8. প্রবাসে বাংলাদেশীরা

·         ইতালিতে বাংলাদেশীদের সংস্কৃতিচর্চা (prothom-alo.com)

No comments:

Post a Comment