Friday, September 26, 2014

Surprised ধীরে ধীরে হওয়া-ই ভাল!

#StoriesOfMyLife

প্রিন্সেস,
একটা ব্যাপার কি জানো সবকিছু একসাথে দেখে ফেলার চাইতে এক একটা bigger surprises দেখা ভালো!
প্রথমে অনেকেই ধরে নিয়েছিল আমি তরুণদের নিয়ে একটা দল করছি!
তারপর বুঝল, নাগরিক সমাজের ওরাও থাকবে।
দলের সংগঠনের সাথে কারা আছেন নাম ঘোষণা শুরু করারর পর বোঝা গেল অনেকেই আছেন।- নাগরিক সমাজের প্রায় সবাইরাজনীতিবিদরা।
পাশাপাশিদেশের মানুষ স্টার, আইডল বলে consider করে এমন অনেকেও থাকবেন।
(অনেকেরই চোখ কপালে উঠেছিল - “উনারা সরাসরি রাজনীতিতেOMG!”)
তারপর সবাই দেখল আমি আন্তর্জাতিকভাবেও মোটামুটি ভালই পরিচিত!
আমাদের Movement কত বড়কতটা significant – এটা ধীরে ধীরে ফুটে উঠছে!
এক সাথে সব দেখে ফেললে significance বুঝত না!
এখনও সব বাকি!
Surprised ধীরে ধীরে হওয়া-ই ভালো!
সব-ই আমার হাতেধীরে ধীরে জানবে! 
Surprised ধীরে ধীরে হওয়া-ই ভালো!
- (8/21/14)
আমি AIDS, Cancer, Parkinson’s, Alzheimer’s, Disabilities এগুলোর cure উদ্ভাবন করবো।
ওগুলো হবে আরও বড় surprise!
Surprised ধীরে ধীরে হওয়াই ভালো!
- (9/3/14) 

No comments:

Post a Comment