Thursday, September 25, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (25.09.14)

1. রাজনীতি - দেশজুড়ে


এরশাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জাতীয় পার্টিও নেতা জিএম কাদের, এমএ সাত্তার, আবুল কাশেম, সুনীল শুভ রায়, মাসুদ পারভেজ সোহেল রানা, ববি হাজ্জাজসহ দলের কেন্দ্রীয় নেতারা।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাউন্সিলে যোগ দিতে গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল চীন সফরে যান।
- See more at: http://www.priyo.com/2014/09/25/109145.html#sthash.24GYky1u.dpuf
এরশাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জাতীয় পার্টিও নেতা জিএম কাদের, এমএ সাত্তার, আবুল কাশেম, সুনীল শুভ রায়, মাসুদ পারভেজ সোহেল রানা, ববি হাজ্জাজসহ দলের কেন্দ্রীয় নেতারা।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাউন্সিলে যোগ দিতে গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল চীন সফরে যান।
- See more at: http://www.priyo.com/2014/09/25/109145.html#sthash.24GYky1u.dpuf
2. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি



Bangladesh will surpass all expectations and earn a GDP growth rate of more than 10% in the current economic year. The annual inflation rate be much lower than forecasted.


[Otherwise, what is the point of Tahsin taking charge of all the affairs!]


References

  1. http://tahsinversion2.blogspot.com/2014/01/blog-post_3.html (নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)



3. আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


  



4. প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা




রেফরেন্স
  1. বন্ধ হোক দেশে প্রশ্নপত্র ফাঁসের ঘৃণ্য অপরাধ



5. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা

ছাত্ররাজনীতির নামে কোনরকম সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বখাটেপনা মেনে নেওয়া হবে না।
দেশের কোন ছাত্রের সাথে যাতে "ইভ টিজিং", "রাগিং" - এর কলঙ্ক যুক্ত না হয় - সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্ররা নিজেদের স্বার্থেই এসব অপকর্ম থেকে দূরে থাকবেন - সহপাঠীদের মাঝে সচেতনতা তৈরি করবেন।


  
 
 
  


9. "অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।
 

10. জনপ্রশাসনে অনিয়মের বিরুদ্ধে অবস্থান

- অনিয়ম খতিয়ে দেখা হবে.


11. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়


17. দেশে কোন উগ্রপন্থী সংগঠনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না।



18.

No comments:

Post a Comment