Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৪/৫/১৪)

1. ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি 

‘পিস্তল দেয় জাহিদ, গুলি করে আবিদ’

একরাম হত্যাকাণ্ড: কাউন্সিলর শিব্লুর আত্নসমর্পণ (banglanews24.com)
আটক ব্যক্তিরা এখন ফেনীতে (banglanews24.com)

2. ফেনীর গডফাদারদের ভিড়ে এক গডমাদার বড়মনি (banglanews24.com)
"বড়মনির উত্থানের পেছনেও রয়েছে নিজাম হাজারীর হাত।
বড়মনি নিজাম হাজারীর মামি।
এক পর্যায়ে ফেনীতে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ চলে আসে বড়মনির ছেলে আবিদের হাতে।"

3. এক মাস ক্যাম্পেইন করবে গণজাগরণ মঞ্চ
শাহবাগে আবার জোয়ার সৃষ্টি করতে হবে (banglanews24.com)
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে - ডা. ইমরান এইচ সরকার (banglanews24.com)
২৭ মে থেকে "ঘরে ঘরে গণজাগরণ" কর্মসূচী (banglanews24.com)

সারাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সংবিধানের মূল নীতিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে 
গণজাগরণ মঞ্চকেই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

4. "দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা ৩৫০ জন সংসদ সদস্য সার্বভৌম নন। সার্বভৌম হল জনগণ। আমি সিধান্ত নিলাম, জনগণ সেটা মানতে বাধ্য - দয়া করে এমন মনোবৃত্তি পোষণ করবেন না।" - সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক (prothom-alo.com)

5. দ্রুততম সময়ে অন্যায় অপরাধ দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে এনে বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
আমাদের স্বপ্ন অন্যায় অপরাধ দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। 

6. পাবলিক পরীক্ষার (এইচএসসি) প্রশ্নপত্র ফাঁস করে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসে জড়িতদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে।
জনগণ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ত্বরিত ভূমিকা প্রত্যাশা করে।

7. ৪ যুবকের পেট কেটে সাগরে ভাসালো দালালরা  (banglanews24.com)
জড়িত দালাল, মানব পাচারকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

8. সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম আর সততা: সুফি মিজান (banglanews24.com)

9. ছাদ থেকে ফেলে লিজাকে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন (mzamin.com)

10. অভিনব কায়দায় শামীম ওসমানকে ফাঁসানো হচ্ছে: শহীদ চেয়ারম্যান

এর আগে শহীদ চেয়ারম্যান রাবকে জড়িয়ে গল্প কাহিনী শুনিয়েছেন এবং দুষ্কৃতিকারীরা সেই গল্প কাহিনী সারা দেশে ছড়িয়েছেন। এবার তিনি শামীম ওসমানের পক্ষ নিলেন। 

বাংলাদেশের মানুষ সময় হলে সত্য ঠিকই জানবে।
শুধুমাত্র গুজব দিয়ে কতটা তোলপাড় করা যায় - তাও জানবে।
(বিশেষ সময়ে চাঁদে দেশের কোন কোন নেতার মুখ দেখা যায়!)
এসব গুজব ছড়ানো ব্যক্তিরাই বিচারের মুখোমুখি হবে।

ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অপরাধী রাজনীতিবিদদের সবাই রুখে দাঁড়াচ্ছে - এটা দুষ্কৃতিকারীদের পছন্দ হওয়ার কথা না।
প্রকৃতপক্ষে দুর্বৃত্তরা এখন নিঃসঙ্গ এবং ক্ষমতাহীন হয়ে পড়েছেন।
বাংলাদেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে।  

11. 'মধুর ক্যান্টিন হবে আদর্শ রাজনীতির তীর্থস্থান': মুজাহিদুল ইসলাম সেলিম (priyo.com)

12. এখন খুব দ্রুত নাগরিক শক্তি বিস্ফোরণের মত ছড়িয়ে পড়বে।
এতদিন বিস্ফরন্মুখ ছিল - এখন সত্যি সত্যি বিস্ফোরণ ঘটবে!
মানুষের বাঁধভাঙা আবেগ সবাই টের পাবে!

13. বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সেমি ফাইনালে খেলবে। এই লক্ষ্যে প্রস্তুতি শুরু হোক ভারতের বিপক্ষে সিরিজ জয় দিয়ে।
সাকিব ব্যাটে বলে কলকাতাবাসীর মন জয় করে নিয়েছেন। মুশফিক - মাশরাফিরা তৈরি তো?

14. নূর হোসেনের সাথে ফোনালাপ প্রকাশিত হয়েছে। শামীম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক।
৭ খুনসহ দশকের পর দশক ধরে নারায়ণগঞ্জে চলা অসংখ্য অপকর্ম বেরিয়ে আসবে।

15. "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মালিক জনগণ" - জি এম কাদের

16. বাংলাদেশ হবে এশিয়ার ইকোনমিক টাইগার: ডান মজীনা (ittefaq.com.bd)

17. নিয়ন্ত্রণহীন সরকারি দল: দল দেখার কি কেউ নেই! (prothom-alo.com)

18. শাহজালাল বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ দুজন আটক (kalerkantho.com)

19. রাবকে জড়িয়ে যেভাবে ৬ কোটি টাকার গল্প কাহিনী ছড়ানো হয়েছে - দুর্বৃত্তরা একইভাবে ফেনীর একরাম হত্যা নিয়ে ৩ কোটি টাকার কাহিনী বানিয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছেন।  
এবার দুর্বৃত্তদের লক্ষ্য বাকি সবাই গ্রেপ্তার হলেও সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে রক্ষা করা।

(দুর্বৃত্তরা একই ধরণের কাহিনী বারবার বানালে তো জনগণ ধরে ফেলবে!)

20. নারায়ণগঞ্জের জনগণ নূর হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।  
এতদিন চুপ থাকা ফেনীর জনগণকে এবার ফেনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে, গডফাদারদের বিরুদ্ধে মামলা করতে 
এগিয়ে আসতে হবে। দুর্বৃত্তদের বিচারের মুখোমুখি করতে হবে।           

ফেনী জেলাকে অপরাধ্মুক্ত করা হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 

21. বাংলাদেশের মাটিতে বদি, শামীম ওসমান, নিজাম উদ্দিন হাজারীর বিচার হবে।

22.এমআইটি সেরা বাংলাদেশ (prothom-alo.com)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সত্যি সত্যিই আন্তর্জাতিকভাবে পালন করে "এক্সিলেন্স ইন প্রোগ্রামিং" পুরস্কার জিতে নিয়েছে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এমআইটিতে
অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা।
এমআইটি বিএসএ (MIT BSA)'র আট সদস্যকে উষ্ণ অভিনন্দন!

23.চকরিয়ায় কলেজে তালা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ (jugantor.com)
কচুয়ায় ওয়ার্ডবয়কে পেটাল ছাত্রলীগ নেতা (jugantor.com)

ছাত্রলীগ, যুবলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি ভাঁড়ায় অপরাধ সংঘটনে জড়িত হয়ে পড়েছে।

সরকারি দলের ছাত্র সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আইনের উরধে থাকার দিন শেষ।

বদি, ওসমান, হাজারীরা আজ চুপসে গেছেন - ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার, ছোটখাট মাস্তানরা
(যাদের লাখ টাকা দামি অস্ত্র এবং অর্থ যোগান দেন এসব গডফাদাররা)
এ থেকে শিক্ষা নেবেন বলেই আমরা আশা করি। তা নাহলে
বদি, ওসমান, হাজারীদের জন্য যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে - এসব মাস্তানদেরও একই পরিণতি হবে। 

No comments:

Post a Comment