Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১২/৬/১৪)

1.২০১৪-১৫ অর্থ বছরে আমাদের লক্ষ্য ১০%+ জিডিপি প্রবৃদ্ধি অর্জন।

সহজভাবে বলতে গেলে ব্যাপারটা হল, আগের ১ বছরে দেশে মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, আগামী ১ বছরে তার চেয়ে ১০% এর বেশি পণ্য ও সেবা উৎপাদন।
আগের ১ বছরে সারা দেশে ১০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদিত হলে, আগামী ১ বছরে ১১০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদন।

ভাগ করে দিলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়।
গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট গত ১ বছরে ২০ বিলিয়ন ডলার হলে, আগামী ১ বছরে ২২ বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে হবে।  
আবার, কোন মাঝারি আকারের ব্যবসা গত ১ বছরে ১০ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করলে, আগামী ১ বছরে ১১ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করতে হবে।
এভাবে আমরা যে যেখানেই আছি না কেন, প্রত্যেকে যদি পণ্য বা সেবায় নিজের contribution আগের ১ বছরের তুলনায় ১০% বাড়াতে পারি তবে আমরা ১০% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের লক্ষ্য হোক আগের বছরের তুলনায় ১০% বেশি উন্নতি।
কোন ছাত্র বা ছাত্রী আগের ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা পড়াশোনা করলে আগামী ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা ৩৬ মিনিট পড়াশোনা করতে হবে এবং প্রত্যেক বিষয়ে ১০% বেশি নাম্বার পেতে হবে! (কি পারবে না?)  

গত ১০ বছরে নিয়মিতভাবে আমরা আগের বছরের তুলনায় ৬ - ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।
অন্যভাবে বলতে গেলে গত ১০ বছরে - প্রতিবছর আগের বছরের তুলনায় দেশে উৎপাদিত মোট পণ্য ও সেবার পরিমাণ ৬ - ৬.৭% বৃদ্ধি পেয়েছে।

2.ফরমালিন জাতিকে ধ্বংস করছে: জাসদ সভাপতি আ স ম আব্দুর রব  

3.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

জামায়াত নেতা জাফর সাদেক ফের গ্রেপ্তার (banglanews24.com)

4.ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে চট্টগ্রামে অভিযান এবং সাফল্য 

ফলমণ্ডিতে এক লক্ষ ফরমালিনযুক্ত লিচু ধ্বংস (banglanews24.com)
ফলমণ্ডিতে ১৮৬ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস (banglanews24.com)
চট্টগ্রামের পাহাড়তলীতে ফরমালিনযুক্ত ৬০০ লিচু ধ্বংস (banglanews24.com)




5.বাল্য বিবাহ প্রতিরোধ তথা নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সারা দেশে নাগরিক মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন (banglanews24.com)
"কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়, বাল্য বিয়ে বন্ধ করুন, যৌতুক মুক্ত সমাজ গড়ুন - সহ নানা শ্লোগান দিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় মহিলা সংস্থা।"

বরিশাল, খাগড়াছড়ি, নেত্রকোনা, শরীয়তপুর, পিরোজপুর, নীলফামারী, নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন (banglanews24.com)
বগুড়ায় বাল্য বিবাহবন্ধে মানববন্ধন (banglanews24.com)





6.নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

কনে অপহরণের চেষ্টা, অতঃপর পুলিশি পাহাড়ায় বিয়ে (banglanews24.com)
(মুন্সিগঞ্জে) বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ায় কাজীর কারাদন্ড (banglanews24.com)

7.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

নূর হোসেনের প্রধান বডিগার্ড চার্চিল ৫ দিনের রিমান্ডে (banglanews24.com)
নারায়ণগঞ্জে গডফাদার পরিবার থাকতে পারবে না (prothom-alo.com)

8.সারাদেশে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে অগ্রগতি

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা (banglanews24.com)

9.মানবাধিকার উন্নয়নে কাজ করতে আগ্রহী ব্রিটিশ কমনওয়েলথ (banglanews24.com)

10.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

কায়সার - পাপন ফের ৩ দিনের রিমান্ডে (banglanews24.com)

11.এমপি রিমি হত্যা চেষ্টা মামলার আসামী জামিনে মুক্ত (banglanews24.com)

12.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত বগুড়া জেলা গড়ে তোলায় অগ্রগতি

বগুড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার (banglanews24.com)

13.অস্ত্র মামলার আসামী নিজাম হাজারীর সংসদ সদস্য পদ বাতিলের আবেদন ইসিতে (banglanews24.com)

"ফেনী-২ আসনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ বাতিলের আবেদন এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। 
আবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদের ২৬৬ নম্বর ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে সাজাপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি ২ বছর ১০ মাস ১ দিন কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে বের হয়ে যান।

কিন্তু তিনি সংসদ নির্বাচনে ইসিতে জমা দেওয়া হলফনামায় এ তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু এ তথ্য গোপন করায় নিজাম উদ্দিন হাজারী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অমান্য করে দণ্ডনীয় অপরাধ করেছেন।"


14.আবুধাবিতে এমআরপি সেবা দেবে কম্পিউটার সোর্স (prothom-alo.com)

15.ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ডিএমপির উদ্যোগ এবং সাফল্য

ঢাকার গুরুত্বপূর্ণ ৮টি প্রবেশ্মুখে শনাক্ত করা হয় বিপুল পরিমাণ বিষাক্ত ফল (priyo.com)

16.রাজস্ব বিভাগকে কর আহরণে কঠোর হওয়ার সুপারিশ আবুল বারকাতের (channeli.priyo.com)

17.রাজস্ব বিভাগের কর আহরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে দুর্নীতি মুক্ত হয়, কোনরকম গাফেলতি না হয় - আমাদের তীক্ষ্ণ নজর থাকবে।   

18.আমাদের বর্তমান ফোকাস:
১.আইনশৃঙ্খলা; সন্ত্রাস-মাদক-অন্যায়-অপরাধ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা; জঙ্গিবাদ ও চরমপন্থা দমন;
২.দুর্নীতি দমন; "দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ে তোলা
৩.অর্থনীতি; বাণিজ্য; শিল্প  
৪.শিক্ষা
৫.নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা
৬.মানবাধিকার
৭.দ্রব্যমূল্য
৮.দারিদ্র্য বিমোচন
৯.মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার
১০.সাম্প্রদায়িক সম্প্রীতি
১১.স্বাস্থ্য; খাদ্যে ভেজাল রোধ; দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যাতে দেশের কোন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয়; গ্রামাঞ্চলে নিরাপদ পানি, সানিটেশান সুবিধা;
১২.কর্মসংস্থান
১৩.জ্বালানি (Energy)
১৪.ফরেইন পলিসি; বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন; সীমান্তে দেশবাসীর নিরাপত্তা; কূটনৈতিক উদ্যোগ; ব্যবসায়ীক উদ্যোগ;  

19.Entrepreneurship (উদ্যোক্তা) Development
১.উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত সব তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে ওয়েবসাইট 
২.উদ্যোক্তাদের কমিউনিটি গড়ে তোলা; পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শেখা এবং সম্মিলিতভাবে নতুন উদ্যোগ নেয়া;  
৩.দেশে ভেঞ্চার ক্যাপিটাল শিল্প গড়ে তোলা 
৪.ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন; দ্রুততম সময়ে উদ্যোক্তারা যাতে ব্যবসা শুরু করতে পারেন সে লক্ষ্যে সমস্ত বাঁধাগুলো দূর করা;  
৫.ব্যাংক ঋণ শর্ত সহজীকরণ; রাস্ট্রায়ত ব্যাঙ্কগুলোকে প্রাইভেটাইজেশনের উদ্যোগ নেওয়া 
৬. তথ্যপ্রযুক্তিতে Entrepreneurship উৎসাহিত করতে Incubator প্রতিষ্ঠান, Hackathon প্রতিযোগিতা ইত্যাদি আধুনিক নানা উদ্যোগ চালু করা 
 
20.উচ্চশিক্ষা

১.প্রত্যেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য নিজস্ব Ranking প্রথা প্রবর্তনের প্রস্তাব করছি। এতে শিক্ষকরা নিজেদের মান উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন।
আবার মানসম্পন্ন শিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে সমর্থ হবেন। 

  • ছাত্রছাত্রীদের দেওয়া Points এর ভিত্তিতে; গবেষণাপত্র প্রকাশ ও একটা মানদণ্ড (Research Culture গড়ে তোলা)
  • ৩ মাস পরপর Ranking প্রকাশ - শিক্ষকদের নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ প্রদান;
  • শিক্ষকরা Online Resources যেমন Coursera, EdX, Udacity ইত্যাদি ব্যবহার করে নিজেদের সমৃদ্ধ করবেন।

২.বিশ্ববিদ্যালয় - ইন্ডাস্ট্রি Collaboration; বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ব্যবসা ইত্যাদি অনুষদের শিক্ষার্থী - শিক্ষক ইন্ডাস্ট্রির কাছে নতুন প্রকল্প প্রস্তাব করবেন - ইন্ডাস্ট্রি প্রকল্পটিকে নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে আনা যায় কিনা বিবেচনা করে দেখবে। কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রজেক্ট হবে অপর একটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট।
বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর পাঠ্যসূচি নির্ধারণে ইন্ডাস্ট্রির চাহিদা বিবেচনায় নিতে হবে। ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ে প্রাক্টিকাল কোর্সগুলো পরিচালনার সুযোগ দেওয়া যায়। 

৩.শিক্ষার্থীদের জন্য নতুন নতুন Competition, Contest প্রচলন; শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে নিজেদের মানোন্নয়ন ঘটাবেন। 
দেশের ইন্ডাস্ট্রিগুলো যেসব সমস্যা সমাধান করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, সেসব সমস্যা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করার সংস্কৃতি চালু করতে হবে।    

৪.বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেক Course এ শিক্ষার্থীদের অন্তত একটা মানসম্পন্ন Project সম্পন্ন করতে হবে। প্রয়োজনে Project অন্য একজন শিক্ষক তদারক করবেন। শিক্ষার্থী নিজে Project করেছেন কিনা তা নিশ্চিত করতে হবে।

৫.প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত শিক্ষক - উচ্চপদস্থ কর্মকর্তাদের মান ইউজিসি কর্তৃক তদারকির প্রস্তাব করছি। 

(রেফরেন্স: নাগরিক শক্তির শিক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)

21.প্রাইমারি ও সেকেন্ডারি এজুকেশান (১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী) এ পরিবর্তন আনা হবে। 

৩টি বিষয়ের উপর জোর দেওয়া হবে
১. গাণিতিক দক্ষতা
২. ইংরেজি দক্ষতা
৩. কম্পিউটার দক্ষতা
       সার্চ করে, ওয়েব ব্যবহার করে যে কোন তথ্য খুঁজে বের করা;
       কম্পিউটারে হিসেবনিকেশ / কম্পিউট করতে শেখা; 
       ScratchAlice ধরণের শিশুতোষ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামিং এ হাতেখড়ি; 

আমরা জানি, দেশে গণিত, ইংরেজি এবং কম্পিউটারে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে।
এই তিনটি দক্ষতা গড়ে তুলতে দেশের সব স্কুলে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার এবং প্রজেক্টার সরবরাহ করা হবে। স্ক্রিনে শিক্ষার্থীদের lessons পরিবেশিত হবে। শিক্ষার্থীরা কম্পিউটারে পাঠ নেবে। 

প্রজেক্টার সাশ্রয়ী করতে প্রয়োজনে আমিই দেশে প্রজেক্টার উৎপাদন করবো।

22.গার্মেন্টস শিল্পে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তি (যেমন অগ্নি নির্বাপক ইত্যাদি) সাশ্রয়ে উৎপাদন করবো।
গার্মেন্টস শিল্পে অটোমেশানের মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচ করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় কিনা - দেখবো।
গার্মেন্টস শিল্পে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সকল গার্মেন্টসের মালিকদের সেইফটি কোড মেনে চলার আহ্বান জানাই। গার্মেন্টস মালিকদের উদ্যোগ বিদেশী অর্ডারের পরিমাণ এবং এক্সপোর্ট অনেকখানি বাড়িয়ে দিবে।

No comments:

Post a Comment