Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১/৬/১৪)

1.চট্টগ্রাম জেলাকে নতুন করে গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

জনগণ সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন (banglanews24.com)
নির্যাতন রুখে দিতে চট্টগ্রামে "নারী যোগাযোগ কেন্দ্র" গঠন (banglanews24.com)

2.গত কয়েকদিনে আমরা দেখেছি, জামায়াতে ইসলামী দেশের কয়েকটি স্থানে অর্থনীতি-বাণিজ্য ধ্বংসকারী, শিশুদের পড়াশোনার জন্য ক্ষতিকর হরতাল ডাকার স্পর্ধা দেখিয়েছে।
জামায়াতে ইসলামী তথা বিশ্বের তৃতীয় বৃহত্তম সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবির কর্তৃক হরতালকে কেন্দ্র করে জানমালের ক্ষতি, ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের জনসাধারণ একটি সন্ত্রাসী সংগঠনের ডাকা হরতাল প্রত্যাখ্যান করবে।

3.উদীয়মান তরুণ সাংবাদিকদের সম্মাননা পেলেন বাংলানিউজের ঊর্মি (banglanews24.com)

উদীয়মান তরুণ সাংবাদিকদের অভিনন্দন!
দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে এবং আপামর জনসাধারণের কথা তুলে ধরতে উদীয়মান তরুণ সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা থাকবে।  

4.নগরবাসীর মুখোমুখি খুলনার সিটি মেয়র (banglanews24.com)

খুলনা নগরবাসীর সমস্যা সমাধানে আশাআকঙ্খা বাস্তবায়নে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এবং তার নেতৃত্বাধীন খুলনা সিটি করপরেশানকেই অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে।

5.দেশের স্থানীয় সরকারগুলোকে ধীরে ধীরে শক্তিশালী করা হবে। বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। স্থানীয় সরকারগুলো স্থানীয় সমস্যার সমাধান করবেন।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে তারাব পৌরসভার বাজেট ঘোষণা (banglanews24.com)

6."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

কোন বাংলাদেশীর কাছে অবৈধ অস্ত্র আছে - এমন যেন আমাদের আর শুনতে না হয়। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পথে আমাদের আরও এগুতে হবে।

রামুতে এলজিসহ যুবক আটক (banglanews24.com)
ঝিনাইগাতীতে ১৭ রাউন্ড গুলি উদ্ধার, আটক ৬ (banglanews24.com)

7."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

দাউদকান্দিতে ১২শ পিস ইয়াবা উদ্ধার (banglanews24.com)
বরিশালে ২ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)

8.মানিক মিয়ার সাহসী লেখনী ইতিহাস বিনির্মাণে ভিন্নমাত্রা যোগ করে: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (banglanews24.com)

9.রমজানে রাজশাহীতে বস্ত্রমেলা আয়োজন বন্ধের দাবি (banglanews24.com)
- যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

10.রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে।

সিলেটে বাজার মনিটরিং কমিটি গঠন রোববার (banglanews24.com)

11.আমন ও নেরিকা চাষে ১ লাখ কৃষককে সার ও বীজ (banglanews24.com)

সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

12.দেশের অর্থনীতিতে নবজাগরণ আসবে।

শেয়ার কেলেঙ্কারিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে (banglanews24.com)
রেমিটেন্স সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না (banglanews24.com)
আয়বৈষম্যকে রুখতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা (prothom-alo.com)
সুশাসনের অভাবে উন্নতিতে ভাটা (prothom-alo.com)

রেফরেন্স
নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা

13.পাট রপ্তানি কমেছে ১৫শ কোটি টাকার (banglanews24.com)

- পাট শিল্প সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

14.উন্নত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি

লক্ষ্মীপুরে ৬ বছরেও চালু হয়নি আবহাওয়া কেন্দ্র (banglanews24.com)
- লক্ষ্মীপুরে নৌ - আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের কার্যক্রম যত দ্রুত সম্ভব চালু করা হবে। যন্ত্রাংশগুলো ঢাকা অফিস থেকে অতি সত্বর আনা হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
মেঘনা পাড়ের বাসিন্দা লক্ষ্মীপুরবাসীদের আর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় থাকতে হবে না।

15.আইসিটিতে বাংলাদেশের বিশ্বজয়

হল পাইথন প্রোগ্রামারদের সম্মেলন (prothom-alo.com)

Pycon Dhaka 2014 র আয়োজকদের অভিনন্দন!
বিভিন্ন Open Source Programming Language, Library / Framework, Operating System নিয়ে আরও আরও সম্মেলন দেখতে চাই!
আরও গুরুত্বপূর্ণ হল Bangladesh Python Users' Group এর মত বিভিন্ন প্রোগ্রামিং প্রযুক্তিকে ঘিরে কমিউনিটি গড়ে তোলা - যারা সারা বছর অনলাইন - অফলাইনে
একসাথে বসে আলোচনা করবে, পারস্পরিক আলোচনার মাধ্যমে শিখবে এবং একসাথে বিভিন্ন Open Source Projectsএ কাজ করবে।

সবার জন্য শুভকামনা!

"বাড়ি বসে বড়লোক" হওয়া (prothom-alo.com)

মুক্ত পেশাজীবী (ফ্রিলান্সার) গড়ে তোলায় সরকারের প্রশিক্ষণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই!

মুক্ত পেশাজীবী (ফ্রিলান্সার) গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি পর্যায়েও আরও উদ্যোগ নেওয়া জরুরী।
আমাদের দেশের শিক্ষিত তরুণদের সত্যি সত্যি বাড়িতে বসে বড়লোক হওয়ার সুযোগ আছে - ব্যাপারটা সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার।  

আমরা আরও আরও "বাড়ি বসে বড়লোক" হওয়ার গল্প শুনতে চাই!

No comments:

Post a Comment