Tuesday, August 12, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৪/৭/১৪)

1.বাংলাদেশ কোস্ট গার্ডের ইফতার পার্টি অনুষ্ঠিত (banglanews24.com)

2.অন্যায় অপরাধমুক্ত উন্নত বগুড়া জেলা গড়ে তোলায় অগ্রগতি

বগুড়ায় বিজ্ঞানী মাদাম কুরী স্মরণে সভা (banglanews24.com)
বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা আটক (banglanews24.com)

3.জঙ্গিবাদ এবং চরমপন্থা মুক্ত বাংলাদেশ গড়ার পথে অগ্রগতি

বাড্ডায় হিজবুত তাহরীরের ৩ সদস্য আটক (banglanews24.com)

4.মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল (banglanews24.com)

- সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকায় ইসলাম ধর্মাবলম্বীদেরই সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তায় এগিয়ে আসতে হবে। অসহায় সনাতনী ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর মত কি কেউ নেই?
এলাকায় এলাকায় গড়ে উঠুক "সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নাগরিক কমিটি"।  

সনাতনী ধর্মাবলম্বীদের এবং মন্দিরের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে।

5.অন্যায় অপরাধমুক্ত উন্নত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতি

ফেনীতে ৪২ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ (banglanews24.com)

6.বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ এবং নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি

জয়পুরহাটে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক সভা (banglanews24.com)

7.অন্যায় অপরাধমুক্ত উন্নত নেত্রকোনা জেলা গড়ে তোলায় অগ্রগতি

নেত্রকোনায় ন্যাশনাল ই-সার্ভিস বাস্তবায়নে ভিডিও কনফারেন্স (banglanews24.com)

8."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" - লক্ষ্য অর্জনে অগ্রগতি

বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা আটক (banglanews24.com)

9.অন্যায় অপরাধমুক্ত উন্নত রংপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি

রংপুরে শিবির ক্যাডার মিজানুর রহমান গ্রেপ্তার (banglanews24.com)

10.দেশে আমরা আর Pirated Software ব্যবহার করবো না - ওগুলো illegal.

আমরা ব্যবহার করবো Open Source Software এবং Web Apps - যেগুলো বিনামূল্যে পাওয়া যায়।

আমরা Pirated Microsoft Office ব্যবহার করবো না, তার পরিবর্তে ব্যবহার করবো Google Apps (Google Docs ইত্যাদি) বা Open Office.

আমরা Pirated Windows Operating System ব্যবহার থেকেও সরে আসবো। আজকেই বন্ধুদের নিয়ে Linux Operating System install করে ফেলুন। কয়জনই বা Linux ব্যবহার করে! হয়ে উঠুন সবার চেয়ে আলাদা!
এখন তো প্রায় কাজই Web এ , Cloud এ করে নেওয়া যায় - Operating System - Windows কি Linux - তাতে খুব বেশি কিছু আসে যায় না - Browser Chrome হলেই হল!

11.মাসে ৭০ হাজার ঘরে সৌর বিদ্যুৎ (prothom-alo.com)

"বাংলাদেশের ৫৮ শতাংশ পল্লি অঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি।"

12.তাঁকে প্রণতি: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (prothom-alo.com)

কবি আবুল হোসেনের জন্য শ্রদ্ধা।

13.ভেজাল খাদ্য এবং ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি

ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে সাত দোকানীকে জরিমানা (banglanews24.com)

No comments:

Post a Comment