Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৯/৬/১৪)

1.মূল্য তালিকা প্রদর্শন না করলে লাইসেন্স বাতিল (banglanews24.com)

আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সম্ভাব্য সবরকম কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

2.পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরামর্শ (banglanews24.com)

পার্বত্য চট্টগ্রামে খুন, অপহরণসহ সবরকম সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। 
পার্বত্য চট্টগ্রামকে শান্তির অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। 

3.সহযোগিতার কূটনীতি প্রয়োজন (prothom-alo.com)

যে স্রোতে এতদিন বন্যা হত, সেই স্রোতে বিদ্যুৎ উৎপন্ন করা হবে।
দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান নিয়ে নদীভিত্তিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।

4.বগুড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ (banglanews24.com)

বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এই লক্ষ্যে ইসলাম ধর্মাবলম্বীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়িদের নিয়ে শহরে গ্রামে দেশের প্রতিটি স্থানে "সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নাগরিক পরিষদ" গড়ে তুলতে হবে।
উদ্যোগটা নেবেন ইসলাম ধর্মাবলম্বীরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ দেশের সকল ধর্মাবলম্বীরা, পাহাড়ি জাতিগোষ্ঠীর জনগণ এই উদ্যোগে যোগ দেবেন।      
বাংলাদেশে আর কখনও আমরা সাম্প্রদায়িক সন্ত্রাস হতে দেবো না। 

রেফরেন্স
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নাগরিক শক্তির ভূমিকা
সংখ্যালঘু পরিবারে জন্ম নেওয়ার অভিশাপ
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ
স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তির অগ্রযাত্রা (March 27, 2014)


5.খুলনায় ৭৫ মাদকসেবীর মাদক ছাড়ার অঙ্গীকার (banglanews24.com)

6.কিছু একটা করি: প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল (banglanews24.com)

"বাংলাদেশের সব তরুণদের নিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে সাহায্য করা ..... Crowdsourcing"

দেশের স্কুল কমিটিগুলোর চাকরিতে নিয়োগ প্রদানে দুর্নীতির অভিযোগ আমরা খতিয়ে দেখবো।

7.উদ্যোক্তাদের অবদানেই দেশ তথ্যপ্রযুক্তিতে সফল: ডিসিসিআই এর সাবেক সভাপতি সবুর খান রচিত "উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা (banglanews24.com)  

8.কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন বুয়েট (banglanews24.com)

বুয়েটের ম্যাক্স + ৭ দলকে অভিনন্দন!

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার চর্চা অনুপ্রাণিত করতে দেশে বিভিন্ন বিষয়ে Competition, Contest আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে উদ্যোগ নিতে হবে।

দেশের ইন্ডাস্ট্রিগুলো যেসব সমস্যা সমাধান করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, সেসব সমস্যা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করার সংস্কৃতি চালু করতে হবে।

No comments:

Post a Comment