Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১১/৬/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

স্যুটার রাসেল ৫ দিনের রিমান্ডে (banglanews24.com)
একরামুল হক হত্যা মামলার আসামী ইমরান গ্রেপ্তার (priyo.com)

2.নৌবাহিনীর ব্যবস্থাপনায় উপকূলে গাছ লাগানোর উদ্যোগ (banglanews24.com)

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই।

3.প্রবাসীদের ৪০ শতাংশ অর্থ আসে অবৈধ পথে (banglanews24.com)

"প্রবাসীদের কষ্টার্জিত ৪০ শতাংশ অর্থ আসে অবৈধ চ্যানেলে হুন্ডির মাধ্যমে।
এ হুন্ডি বন্ধ করে বৈধভাবে দেশে অর্থ পাঠানো নিশ্চিত করা গেলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় দ্বিগুণ হত।"    

"হুন্ডিতে লগ্নিকারীরা এই অর্থ মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করেন।"  

প্রবাসী কর্মীদের স্বার্থ সংরক্ষণে প্রবাসে বাংলাদেশ এম্বেসিগুলোর ভূমিকা শক্তিশালী করা হবে।
ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠানো নিশ্চিত করতে - বাংলাদেশ এম্বেসিগুলোর দায়িত্বপূর্ণ ভূমিকা এবং
প্রবাসী কর্মীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান ও এনজিও (NGO)গুলোর ভূমিকা দেখতে চাই।

[হুন্ডিতে লগ্নিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অগ্রগতি হয়েছে - যার ফলাফল সাম্প্রতিক দেশের ফরেইন রেমিটেন্সের রেকর্ডে এসেছে।]  

4.দেশের ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্রগতি

ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন (banglanews24.com)

[সরকারি ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেকখানি অগ্রগতি হয়েছে।]

5.কালোবাজারি বন্ধে আসছে নতুন টিকেট (banglanews24.com)
"সিসিটিভিতে কাউন্টার, টিকিটে থাকবে যাত্রীর নাম - মোবাইল" (banglanews24.com)

"নতুন টিকেটে যাত্রীর পুরো তথ্য থাকবে। এতে টিকিট কালবাজারি রোধ সম্ভব।"

বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই।

6.রাজশাহীতে রোজায় মেলার অনুমতি না দিতে ব্যবসায়ীদের আল্টিমেটাম (banglanews24.com)

"জুয়ার আসর বসানোরও চেষ্টা"

7.শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষাবিদদের বৈঠক: প্রশ্নপত্র ফাঁস রোধে শাস্তি কঠোর করার পরামর্শ (prothom-alo.com)

8.ব্লগার রাজীব হত্যা: সাদমানের জামিন স্থগিত, আত্নসমর্পণের নির্দেশ (prothom-alo.com)

বাংলাদেশে শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আগ্রাসী আচরণকারী বা এধরণের আচরণে অনুপ্রেরণাদানকারী জঙ্গিদের কোন স্থান নেই। 

কারও কাজ অপরাধ বলে মনে হলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তার ফয়সালা হবে। 

আইন নিজের হাতে তুলে নিয়ে খুনখারাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।    

9.সারাদেশে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে অগ্রগতি

রাজধানীতে ফরমালিনমুক্ত ফল উৎসব (channeli.priyo.com)
 
10.ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ডিএমপির উদ্যোগ এবং সাফল্য    

খাবারে ফরমালিন মেশানো 'সামাজিক গণহত্যা': ডিএমপি কমিশনার বেনজির আহমেদ (banglanews24.com)
যেভাবে ফরমালিন শনাক্ত করছে ডিএমপি (banglanews24.com)
ক্ষতিকর ফলের প্রবেশ ঠেকাতে নগরীর ৮টি মুখে চৌকি বসিয়ে চালানো হবে তল্লাশি (channeli.priyo.com)
আশুলিয়ায় ট্রাকভর্তি ফরমালিনযুক্ত আম - লিচু জব্দ করেছে পুলিশ (banglanews24.com)
গাবতলীতে ফরমালিন বিরোধী অভিযান শুরু (banglanews24.com)
তুরাগ নদীতে ফরমালিনযুক্ত ৩৯'শ ঝুড়ি আম - লিচু ধ্বংস (banglanews24.com)



11.পর্যটনের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ভুটান-বাংলাদেশ

বাংলাদেশ পর্যটন কর্পোরেশানের (Bangladesh Tourism Corporation) এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

নাগরিক শক্তি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার মাঝে রয়েছে প্রতিবেশী দেশগুলোর সাথে পর্যটনের যৌথ প্যাকেজ চালু যাতে পার্শ্ববর্তী দেশগুলোতে আসা পর্যটকরা বাংলাদেশেও ভ্রমণ করে যান। 

"পর্যটন শিল্পের বিকাশে বিদেশী পর্যটকদের নিরাপত্তা দেওয়া, প্রয়োজনীয় ফ্লাইট কানেক্টিভিটি, Beautiful Bangladesh (রূপসী বাংলা) কে বিশ্বব্যাপী মার্কেটিং, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্মিলিত প্যাকেজ চালু সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

রেফরেন্স:
নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা

"Beautiful Bangladesh - রূপসী বাংলা"কে টুরিস্ট ডেস্টিনেশান হিসেবে গড়ে তোলা হবে।
ট্যুরিজম থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ট্যুরিজম এবং একে ঘিরে সার্ভিস ইন্ডাস্ট্রি (যেমন হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি) কর্মসংস্থানের একটি বিশাল উৎস হবে।  

12.মানব পাচার বন্ধে অগ্রগতি  

মানবপাচার অভিযোগে নরসংদীতে যুবক আটক (banglanews24.com)
"৩ শতাধিক বাংলাদেশী নিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ৫ জনের মৃতদেহ ও ৪০ জন আহত অবস্থায় জাহাজ উদ্ধার"

মানবপাচার রোধে সচেতনতা তৈরিতে গণবিজ্ঞপ্তি (priyo.com)
 
মানব পাচারে জড়িত প্রতারকদের কঠোর শাস্তি দেওয়া হবে।

[গত কয়েকমাসে অনেকখানি অগ্রগতি হয়েছে।] 

13.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

চট্টগ্রামের পাহাড়তলীতে ৬০০ লিচু ধ্বংস (banglanews24.com)
সীতাকুণ্ডে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার (banglanews24.com)
পটিয়ায় পিডিবির অভিযান ১১টি সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা (banglanews24.com)
সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ (banglanews24.com)

14."গণজাগরণ মঞ্চ" এর কার্যক্রম

গণজাগরণ মঞ্চের রোডমার্চ (channeli.priyo.com)

15.মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারে অগ্রগতি

বাগেরহাটে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামী লতিফ তালুকদার গ্রেপ্তার (channeli.priyo.com)

16."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" প্রতিষ্ঠায় অগ্রগতি

ডেসটিনির বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত (priyo.com)

17.বাংলাদেশে জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন - ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করছে।
বাংলাদেশে জনগণের ক্ষমতা অধিষ্ঠিত হচ্ছে।
গড়ে উঠছে আমাদের স্বপ্নের নতুন একটা বাংলাদেশ।

18.রাজধানী ঢাকার মত বন্দর নগরী চট্টগ্রামেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফরমালিন বিরোধী অভিযান শুরু হবে।

19.স্বর্ণ চোরাকারবারি গ্রেপ্তার (independent24.tv)
"মানি এক্সচেঞ্জ ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাকারবারি"

No comments:

Post a Comment