Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৭/৮/১৪)

1.প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন



"বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মৈত্রী বাস্কেট বল ম্যাচের আয়োজন করেছে বিএসএফ’র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার।

রোববার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এ ম্যাচের আয়োজন করা হয়। 

এই মৈত্রী বাস্কেট বল ম্যাচের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী মনিষ গুপ্ত, বিএসএফ’র  ডাইরেক্টর জেনারেল বি ডি শর্মা, মহাপরিদর্শক রজনী কান্ত মিশ্রসহ আরও অনেকে।"


2. "অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি


বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না। 
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করবেন।


3. অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে।

বন্দরনগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা সম্বলিত উন্নত একটি নগর। 
বন্দরনগরীতে একদিকে যেমন আধুনিক সুযোগ সুবিধা থাকবে, তেমনি থাকবে অকৃত্রিম প্রকৃতির ছোঁয়া। 
পাহাড়, উঁচু নিচু রাস্তা, লেইক, বন এতকিছুর সমাহার - কয়টা নগর দাবি করতে পারে? 

No comments:

Post a Comment