Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৮/৬/১৪)

1.আগামী জাতীয় সংসদ নির্বাচনে

তানজিম আহমেদ সোহেল তাজ,
মাহী বি. চৌধুরী,
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থদের মত আদর্শবান তরুণ নেতারা
এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সাহেবদের মত সমাজসেবকরা

প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার জনগণ চাইলে

আইনবিদ ড. শাহদীন মালিক,
আইনবিদ ড. আসিফ নজরুলরাও

প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী,
ড. কামাল হোসেন,
বঙ্গবীর কাদের সিদ্দিকী,
আ স ম আব্দুর রব,
জি এম কাদের (ইঞ্জিনিয়ার),
নূরে আলম সিদ্দিকী সাহেবদের মত
প্রবীণ অভিজ্ঞ রোল মডেল রাজনীতিবিদরা
এবং
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন,
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান,
অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত সাহেবদের মত আদর্শবান দক্ষ ব্যক্তিত্বরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম পরিচালনা করবেন।

(রেফরেন্স: নাগরিক শক্তির প্রতীক্ষায় দেশের নাগরিক সমাজ, রাজনীতিবিদরা ও জনগণ - May 5, 2014)

2.উচ্চশিক্ষা

১.প্রত্যেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য নিজস্ব Ranking প্রথা প্রবর্তনের প্রস্তাব করছি। এতে শিক্ষকরা নিজেদের মান উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন।
আবার মানসম্পন্ন শিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে সমর্থ হবেন।
ছাত্রছাত্রীদের দেওয়া Points এর ভিত্তিতে; গবেষণাপত্র প্রকাশ ও একটা মানদণ্ড (Research Culture গড়ে তোলা);
৩ মাস পরপর Ranking প্রকাশ - শিক্ষকদের নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ প্রদান;  
শিক্ষকরা Online Resources যেমন Coursera, EdX, Udacity ইত্যাদি ব্যবহার করে নিজেদের সমৃদ্ধ করবেন।
২.বিশ্ববিদ্যালয় - ইন্ডাস্ট্রি Collaboration; বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ব্যবসা ইত্যাদি অনুষদের শিক্ষার্থী - শিক্ষক ইন্ডাস্ট্রির কাছে
নতুন প্রকল্প প্রস্তাব করবেন - ইন্ডাস্ট্রি প্রকল্পটিকে নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে আনা যায় কিনা বিবেচনা করে দেখবে। কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রজেক্ট হবে অপর একটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট।
বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর পাঠ্যসূচি নির্ধারণে ইন্ডাস্ট্রির চাহিদা বিবেচনায় নিতে হবে। ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ে প্রাক্টিকাল কোর্সগুলো পরিচালনার সুযোগ দেওয়া যায়।  
৩.শিক্ষার্থীদের জন্য নতুন নতুন Competition, Contest প্রচলন; শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে নিজেদের মানোন্নয়ন ঘটাবেন।
দেশের ইন্ডাস্ট্রিগুলো যেসব সমস্যা সমাধান করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, সেসব সমস্যা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করার সংস্কৃতি চালু করতে হবে।  
৪.বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেক Course এ শিক্ষার্থীদের অন্তত একটা মানসম্পন্ন Project সম্পন্ন করতে হবে। প্রয়োজনে Project অন্য একজন শিক্ষক তদারক করবেন। শিক্ষার্থী নিজে
Project করেছেন কিনা তা নিশ্চিত করতে হবে।
৫.প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত শিক্ষক - উচ্চপদস্থ কর্মকর্তাদের মান ইউজিসি কর্তৃক তদারকির প্রস্তাব করছি।
(রেফরেন্স: নাগরিক শক্তির শিক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)


3.রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা আমাদের জন্য সুখবর নিয়ে আসছেন।

আমে ভাগ্য ফিরেছে লাখো মানুষের (prothom-alo.com)

"বর্তমান বিশ্বের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম।"
ফরমালিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর দেশের মানুষের মাঝে আম এবং সবরকম ফলমূলের ব্যাপারে আস্থা বেড়েছে।
এই আস্থাকে কাজে লাগিয়ে আম ব্যবসায়ীরা তাদের ব্যবসা আরও বাড়াবেন।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আম ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করবেন।
আম উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানের দিকে যাবে।
আমকে ঘিরে নানারকম আগ্রো-পণ্য, বাণিজ্য এবং বিদেশে রপ্তানি আরও বৃদ্ধি পাবে।  

4.ভারতে দুগ্ধশিল্পের বিকাশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশও (prothom-alo.com)
আমদানি করা গুঁড়া দুধের শুল্ক বাড়ানো এবং দুগ্ধশিল্পের বিকাশে সমস্যাগুলো আমাদের বিবেচনায় থাকবে।

5.বাংলাদেশের চেয়েও মন্দ অবস্থা ভারতের (prothom-alo.com)
ভারতের ২৮.৫% মানুষ নিঃস্ব অবস্থায় জীবনযাপন করে। বাংলাদেশে এই হার ১৭.২%।
আমরা সবাই মিলে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ধারনামত বাংলাদেশে "দারিদ্র্যকে জাদুঘরে পাঠিয়ে দেবো"।

6.জামদানি বাংলাদেশরই পণ্য (prothom-alo.com)
"জামদানিকে যদি সুরক্ষা দেওয়া যায় তাহলে তুলনামূলক বাজার সুবিধা পাওয়া যাবে - সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
দেশে বস্ত্র জাদুঘরের প্রয়োজনীয়তা তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান হামিদা হোসেন।"

জামদানিকে বাংলাদেশের ভউগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিতে World Intellectual Property Organization এর কাছে আবেদন করা হবে।

7.রাষ্ট্র গডফাদার লালন করলে পরিস্থিতি পাল্টাবে না (prothom-alo.com)

8.সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি বেড়ে চলছে (prothom-alo.com)

ওয়েবে নারীদের হয়রানি করার দায়ে অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

9.নিজাম হাজারীর কারাভোগের বিষয়ে তদন্ত শুরু (prothom-alo.com)

10.অর্থাভাবে দুটি পা হারানোর আশঙ্কা বিশ্ববিদ্যালয় ছাত্রের (prothom-alo.com)

"আকাশের পায়ের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা জোগাড় করতে হবে। কিন্তু এই টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।"

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকাশের চিকিৎসায় এগিয়ে আসবেন - দেশের বিত্তবান মানুষদের কাছে আবেদন।  

11.শুধু নির্বাচন সুশাসন নিশ্চিত করবে না: মুহাম্মদ জাহাঙ্গীর (prothom-alo.com)

12.অভিজ্ঞতা বিনিময় করলেন ১০০ উপসচিব (banglanews24.com)

দেশের ব্যুরোক্র্যাটদের সরকারের ভিশন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দক্ষ করে গড়ে তোলা হবে।  
আমাদের ব্যুরোক্রেসি হবে আধুনিক ম্যানেজমেন্ট (Management) এ দক্ষ।

13.বাংলাদেশে নাশকতাসৃষ্টিকারী অপরাধীদের কোন স্থান নেই।

চাঁদপুরে জামায়াতের ২ নেতা আটক (banglanews24.com)
রাজাপুরে জামায়াতের সেক্রেটারি আটক (banglanews24.com)
সিরাজগঞ্জে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক গ্রেপ্তার (banglanews24.com)

No comments:

Post a Comment