Sunday, August 17, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৮/৭/১৪)

1.দেশবাসীকে ঈদের শুভেচ্ছা!

বারিধারায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বি. চৌধুরী (banglanews24.com)

2."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

গাংনীতে ফেনসিডিল ও মদসহ নারী আটক (banglanews24.com)
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক (banglanews24.com)
ধুনটে চোলাই মদসহ আটক ১ (banglanews24.com)
কমলনগরে ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)

3.দেশবাসী ঈদ করতে যাতে শান্তিতে নিজের বাড়ি পৌঁছাতে পারে - নিশ্চিত করতে হবে।

ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করা, কালোবাজারে টিকিট বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে
লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধ করা,
যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা,
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঞ্চ ছাড়ার সিধান্ত নেওয়া
- নিশ্চিত করতে হবে।
লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু - আমরা আর দেখতে চাই না।

ভোলায় অতিরিক্ত যাত্রী তোলায় ২ লঞ্চের জরিমানা (banglanews24.com)

4.সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কমিউনিটি গড়ে তুলতে হবে: চট্টগ্রামে প্রফেসর ড. ইউনূস (prothom-alo.com)

"শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কমিউনিটি গড়ে তুলতে হবে।
গত সোমবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ-চট্টগ্রাম’ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
মুহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমারকে সার্কভুক্ত করলে সবার লাভ।
ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে মুহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন, যা খুবই ইতিবাচক। সার্কের স্বপ্ন বাস্তবায়নে মোদি কাজ করবেন বলে তিনি আশা করেন।
সংগঠনের সভাপতি শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক ফারক-ই-আজম বীরপ্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।"







5.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

রপ্তানির অপেক্ষায় আট হাজার কনটেইনার (prothom-alo.com)

- কনটেইনারের জট তৈরি হয়ে রপ্তানি বাণিজ্যে ক্ষতিকর প্রভাব যাতে না পড়ে - সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে। (দেশের মানুষের ঈদের আনন্দ কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্যের উপর নির্ভরশীল।) 

No comments:

Post a Comment