Wednesday, August 13, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৬/৭/১৪)

1.ভেজাল খাদ্য এবং ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি

ফরমালিন ব্যবহার রোধে বরিশালে মতবিনিময় সভা (banglanews24.com)
জয়পুরহাটে ফরমালিনের রোধ বিষয়ক সভা (banglanews24.com)
সাতক্ষীরায় ফরমালিন রোধে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়সভা (banglanews24.com)

2.অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার (banglanews24.com)
সাতকানিয়ায় বন্দুকযুদ্ধের পর শিবির ক্যাডার আটক (banglanews24.com)

3."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

টেকনাফে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার (banglanews24.com)
মৌলভীবাজারে ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)

4.স্থানীয় সরকারের উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানি, সানিটেশান, স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করায় অগ্রগতি

নান্দাইলে সানিটেশান সামগ্রী বিতরণ (banglanews24.com)

5.আগামী জাতীয় সংসদ নির্বাচনে

১. তানজিম আহমেদ সোহেল তাজ,
২. মাহী বি. চৌধুরী,
৩. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থদের মত আদর্শবান তরুণ নেতারা
৪. নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সাহেবদের মত সমাজসেবকরা
প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার জনগণ চাইলে
আইনবিদ ড. শাহদীন মালিক,
আইনবিদ ড. আসিফ নজরুলরাও
প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম পরিচালনা করবেন
১. প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী,
২. ড. কামাল হোসেন,
৩. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন,
৪. তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান,
৫. অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত
৬. বঙ্গবীর কাদের সিদ্দিকী,
৭. আ স ম আব্দুর রব,
৮. জি এম কাদের (ইঞ্জিনিয়ার),
৯. মাহমুদুর রহমান মান্না
১০. ড. ফেরদৌস আহমেদ কোরেশী,
১১. নূরে আলম সিদ্দিকী,
১২. অধ্যাপক ড. আবু সাঈয়িদ

(রেফরেন্স: নাগরিক শক্তির প্রতীক্ষায় দেশের নাগরিক সমাজ, রাজনীতিবিদরা ও জনগণ - May 5, 2014)

6.অন্যায় অপরাধ মুক্ত উন্নত বগুড়া জেলা গড়ে তোলায় অগ্রগতি 

বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের বিশেষ পুরষ্কার (banglanews24.com)
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এমন প্রেরণাদায়ী উদ্যোগ নিয়ে বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম দৃষ্টান্ত স্থাপন করলেন।
ইতিপূর্বে আমরা ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও পুরস্কার চালু করেছিলেন।

নাগরিক শক্তি এমন সংস্কৃতিকে উৎসাহিত করে।
নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য পুরষ্কার চালু করবে।
রেফরেন্স
নাগরিক শক্তির নির্বাচনী ইশতেহারের রূপরেখা

7. "অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ে তোলার লক্ষ্যে অগ্রগতি

সাভারে বিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আটক (banglanews24.com)

8.সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ২২ বাগানের চা শ্রমিকদের সমাবেশ (banglanews24.com)
- খতিয়ে দেখা হবে।

9.সম্পূর্ণ অটোমেশনে জাতীয় রাজস্ব বোর্ড (banglanews24.com)

আমরা প্রত্যাশা করছি, অটোমেশনে ফলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায়ে দুর্নীতি বৃদ্ধি পাবে।

No comments:

Post a Comment