Sunday, August 17, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩/৮/১৪)

1.পাঁচ শ' পথ শিশুর মুখে হাসি ফোটালো এনএসইউ (NSU) (banglanews24.com)



2."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

নাটোরে ইয়াবাসহ আটক দুই (banglanews24.com)
শ্রীমঙ্গলে হেরোইনসহ আটক ১ (banglanews24.com)
সুনামগঞ্জে ২৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার (banglanews24.com)
ঈশ্বরদীতে মাদকসহ নারী ব্যবসায়ী আটক (banglanews24.com)

3."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

চকবাজারে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার (banglanews24.com)
অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১ (prothom-alo.com)

4.সাম্প্রদায়িক সম্প্রীতিময় বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে আর কখনও সাম্প্রদায়িক সন্ত্রাস মেনে নেওয়া হবে না। ২০০১ ও ২০১৪ সালের নির্বাচন উত্তর এবং অন্যান্য সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতাগুলোর বিচার করা হবে।

যশোরে ক্ষতিগ্রস্থ মন্দিরে প্রতিমা স্থাপন করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) (priyo.com)
"২৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ভারত থেকে এ প্রতিমা আনা হয়। মন্দিরে প্রতিমা স্থাপনের ফলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সুবিধা হবে।"



5."জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

সুবিধাবঞ্চিত মেয়ে: একটি অবৈতনিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন: আবদুল কাইয়ুম (prothom-alo.com) 

6.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি 

চীনে পণ্য রপ্তানিতে উল্লম্ফন (prothom-alo.com)
"চীন বাংলাদেশকে প্রায় পাঁচ হাজার পণ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিয়েছে।
ভবিষ্যতে ৭৮০০ পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে।"

প্রবাসীদের সচেতনতায় রোখা যাবে হুন্ডি (banglanews24.com)
- হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে ফরেইন রেমিটেন্সের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হবে। হুন্ডি ব্যবসায়ীরা মাদক, চোরাচালানসহ নানা অপরাধে হুন্ডির অর্থ কাজে লাগান।

7.বঙ্গবন্ধুর কবরে মার্কিন রাষ্ট্রদূত মজীনার শ্রদ্ধা (prothom-alo.com)

8.দেশে জুয়ার আসরগুলোকে নানা কেন্দ্র করে নানা অপকর্ম সংঘটিত হয়। এসব জুয়ার আসর বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুয়া বন্ধের দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন (banglanews24.com)
"আওয়ামী লীগ সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের নিজ ইউনিয়ন কুশমাইল টেকিপাড়ার ফালুর বাজারে প্যান্ডেল বসিয়ে সার্কাসের নামে চ্যারিটি শো ও প্রকাশ্যে জুয়া খেলা চলছে।
আকৃষ্ট হয়ে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।"
- উক্ত জুয়ার আসর বন্ধ করতে অবিলম্বে অভিযান চালানো হবে।



9.রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের দৃঢ়টায় জনগণ আনন্দে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন।
এবার চ্যালেঞ্জ - কর্মস্থলে ফিরে আসতে জনগণের নিরাপত্তা এবং ভোগান্তি - বিড়ম্বনা হীনতা নিশ্চিত করা।

অতিরিক্ত ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা (banglanews24.com)

10.বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধন আছে এমন দলের সংখ্যা ৪০।
কিছুদিন পর একটি দল আত্নপ্রকাশ করবে এবং তখন একটি অভূতপূর্ব ঘটনা ঘটবে! 
নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪০ থেকে বেড়ে ৪১ হবে না, বরং কমে ২৫ এর নিচে নেমে যাবে! 

No comments:

Post a Comment