Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২/৬/১৪)

দেশের মানুষের মাঝে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কিভাবে এক একটা সামাজিক বিপ্লবের সূচনা ঘটে তার একটা উদাহরণ দেখি।

"খাদ্যে ভেজাল রোধে চাই সমন্বিত উদ্যোগ" (২৩/৫/১৪)
বাংলাদেশের মানুষ এখন বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ বিবেচনা করে নাগরিক কর্মসূচী দিচ্ছে।
মাদক বিরোধী, যৌতুক বিরোধী কর্মসূচীর পাশাপাশি খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন করেছে।
জনস্বার্থে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদার করার জন্য দায়িত্বপ্রাপ্ত মাজিস্ট্রেটদের দৃষ্টি আকর্ষণ করছি।
রেফরেন্স: আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৩/৫/১৪)


খাদ্যে ভেজাল নিয়ে তৃতীয় মাত্রা ২৪ মে বিশেষ পর্ব (২৪/৫/১৪)


(মিডিয়া এবং কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ, টিভির খবরে পরিচিত মুখ ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দোলা, ফেইসবুকে "স্টপ পয়জনিং আস" গ্রুপের অ্যাডমিনের উপস্থিতিতে)
আমাদের তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
খাদ্যে ভেজাল রোধে ফেইসবুকে "স্টপ পয়জনিং আস" গ্রুপ গঠন এবং মানববন্ধন করেছে।
খাদ্যে ভেজাল এবং বিষক্রিয়ার ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটদের কঠোর ভূমিকা অত্যাবশ্যক।    
(রেফরেন্স: আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৫/৫/১৪) )

সুন্দরগঞ্জে অবৈধ সার্কাস উচ্ছেদ (banglanews24.com) (২৬/৫/১৪)
গাইবান্ধা - ১ আসনের সংসদ সদস্য মঞ্জউরুল ইসলাম লিটনের বাঁধা স্বত্বেও
দায়িত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বিশ্বাস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের  অভিনন্দন।  

৯৮ ভাগ খাদ্যপণ্যই ভেজাল (banglanews24.com) (১/৬/১৪)
খাদ্যে ভেজাল এবং বিষক্রিয়ার ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা অত্যাবশ্যক।
খাদ্যে ভেজালের সাথে কোন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একইসাথে জনগণকে প্রাত্যহিক জীবনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৎপর হতে হবে।

বগুড়ায় ফল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতার লক্ষ্যে একটা গ্রুপ হিসেবে যা শুরু হয়েছিল, মানববন্ধনের মাধ্যমে তার প্রকাশ্য রূপ আমরা দেখি।
সেইদিনই টিভি মিডিয়ায় (এবং ইউটিউবে) টকশোর বিশেষ পর্বে আমরা আলোচনা-বিশ্লেষণ দেখি।
সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি দলের সাংসদের অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নিতে উদ্বুদ্ধ এবং বাঁধা সত্ত্বেও সফল হন।
প্রিন্ট মিডিয়ায় সমস্যাটির উপর প্রতিবেদন আসে।
সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেন।

জনগণ, মিডিয়া, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী - প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

আর এতসব ঘটেছে সপ্তাহখানেকের ব্যবধানে!

দেশের সচেতন মানুষের মাঝে একটা নির্দিষ্ট এবং সবার জন্য কল্যাণকর লক্ষ্যে যোগসূত্র স্থাপন করে দিলে কি না সম্ভব!

No comments:

Post a Comment