Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১২/৮/১৪)


2."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

3.দেশে জুয়ার আসরগুলোকে নানা কেন্দ্র করে নানা অপকর্ম সংঘটিত হয়। এসব জুয়ার আসর বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবীনগরে ৯ জুয়াড়িকে কারাদণ্ড (banglanews24.com)

4.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

জনতাকে ‘ব্রান্ড’ ব্যাংক করতে চাই: ড. বারকাত (banglanews24.com)

"ড. আবুল বারকাত বলেন, দেশে ব্যাংকারদের প্রশিক্ষণ দেওয়ার মতো ভালো ট্রেনিং ইনস্টিটিউটের অভাব রয়েছে। 
ধানমন্ডিতে ১১ কাঠা জমির ওপর ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট করা হচ্ছে। যা দক্ষিণ এশিয়ার মধ্যে এটি মডেল হিসেবে বিবেচিত হবে।"

5."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

৭ মাসে ৪৬৭ কোটি টাকার চোরাচালান-মাদক উদ্ধার (banglanews24.com)

"দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সাত মাসে (জানুয়ারি হতে জুলাই)  ৪৬৭ কোটি ১৯ ল‍াখ ৬০ হাজার ৩শ ছেষট্টি টাকা মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
এর মধ্যে অন্তর্মূখী চোরাচালানের আর্থিক মূল্য ৪২৭ কোটি ৩৪ ল‍াখ ৫৩ হাজার সাতশত উনত্রিশ টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৩৯ কোটি ৮৫ লক্ষ ৬ হাজার ছয়শত সাঁইত্রিশ টাকা। 

বিজিবি’র বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ৭ মাসে উল্লেখযোগ্য পরিমাণ মাদদ্রব্য আটক করা হয়েছে। এর মধ্যে ৯ লাখ ৫৭ হাজার ১৫১ টি ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ৫৪ হাজার ৩২ বোতল ফেনসিডিল, ১ লাখ ৩৫ হাজার ৬৬৯ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৯১৪ লিটার স্থানীয় মদ, ২৫ হাজার ১৩৪ বোতল বিয়ার, ৪ হাজার ২৬৪ কেজি গাঁজা, ৮ কেজি ৪৯৯ গ্রাম হেরোইন, ৮৪ হাজার ৯৮৬ টি নেশাজাতীয় ইনজেকশন, ৮ লাখ ১৪ হাজার ৫৯৬টি উত্তেজক ট্যাবলেট এবং ৪ লাখ ৬৫ হাজার ৩১৬টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট আটক করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৫৪ টি পিস্তল, ৬ টি রিভলভার, ৪৪ টি বন্দুক, ২৫ টি বিভিন্ন প্রকার বোম, ৩০৫ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি এবং ৩ বোতল গান পাউডার। 

তিনি আরও জানান, গত ৭ মাসে বিজিবির অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৬৬ জনকে আটক করে বিভিন্ন থানায় সোপর্দ এবং ১৭ হাজার ৯২৯ টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৪ হাজার ৩৩১ জনকে আটক করা হয়, যার মধ্যে ১ হাজার ৫৭২ জন বাংলাদেশীকে আটক করে থানায় সোপর্দ, আটককৃত ১০৩ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৪৫ জনকে স্বদেশে ফেরত ও বাকী ৫৮ জনকে থানায় সোপর্দ এবং আটককৃত ২ হাজার ৬৫৬ জন মিয়ানমার নাগরিককের মধ্যে ২ হাজার ৬৫৫ জনকে স্বদেশে ফেরত ও ১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। 

তিনি জানান, উল্লেখিত সময়ে সীমান্ত পথে অবৈধ পাচারের সময় ৬৬২ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৪৮৯ জন নারী ও ১৭৩ জন শিশু রয়েছে। এছাড়া ১২ জন মানব পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ এবং এ সংক্রান্ত ২০৬ টি মামলা দায়ের করা হয়েছে।"

6.বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি


7.অন্যায় অপরাধমুক্ত উন্নত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতি 

ফেনী নদী থেকে বালু উত্তোলন করায় দু’জনের কারাদণ্ড (banglanews24.com)

8.আমরা দেশের সব রাজনৈতিক দলের স্থানীয় শাখাগুলোকে অপরাধী চরমপন্থিদের দল থেকে বহিষ্কারের আহবান জানাই।

পাংশার ৫ খুন মামলার আসামি চরমপন্থী নেতা গ্রেফতার (banglanews24.com)

9.রাজধানীতে দু’টি চোরাই প্রাইভেটকারসহ গ্রেফতার ৪ (banglanews24.com)

10.ভেজাল খাদ্য ও ওষুধ এবং ফরমালিন্মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি

২৭ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা (banglanews24.com)

দেশে প্রয়োজনের অতিরিক্ত ফরমালিন আমদানি হচ্ছে কিনা, 
ফরমালিন ব্যবসায়ীরা লাইসেন্সকৃত কিনা
- তদারক করতে হবে।  

11."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ে তোলায় অগ্রগতি


তরুন প্রজন্মের দুর্নীতিকে ‘না’ বলা আশার সঞ্চার করে (banglanews24.com)

"তরুণ প্রজন্ম বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়িয়েও যে দুর্নীতিকে ‘না’ বলছে তা জন সাধারণের মধ্যে আশার সঞ্চার করছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ। 
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সহযোগিতায় ঢাকা ইয়েস নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। 

ঢাবি প্রোভিসি বলেন, ঢাবিতে অধ্যয়নরত ঢাকা ইয়েসের তরুণ সদস্যদের দেখি পথ শিশুদের শিক্ষা দিতে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে, বাল্য ও বহু বিবাহের প্রতিবাদ করতে।

এভাবে সমাজের নিপীড়িত মানুষের সহায়তায় তরুণরা কাজ করছে যা অবশ্যই ভালো দিক।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, লঞ্চডুবি ও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যা সত্যিই আমাদের মাঝে আশার সঞ্চার করে।"


আমরা দেখতে চাই, সমস্ত অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের লক্ষ লক্ষ প্রতিবাদী কণ্ঠস্বর।




12.ঢাকা চট্ট্রগ্রাম মহাসড়কে দুরঘটনায় প্রতি বছর প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ।

ঢাকা চট্ট্রগ্রাম মহাসড়কে দুরঘটনা রোধে মহাসড়কের প্রশস্ততা বাড়াতে প্রকল্প হাতে নেওয়া হবে।
ঢাকা চট্ট্রগ্রাম মহাসড়ককে দুই লাইন থেকে চার লেইনে উন্নীত করা হবে।
এর প্রভাব পড়বে বাণিজ্যে - পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নয়নে।

এই মুহূর্তে দুর্ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে।
বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে কেউ ভুল লেইনে চালচ্ছেন কিনা তা লক্ষ্য করা, 
স্পিড লিমিট নির্ধারণ করে দেওয়া,
নির্দিষ্ট দূরুতবে স্পিড ব্রেকার স্থাপন এবং
ট্র্যাফিক সিগন্যাল স্থাপন করতে হবে।  

No comments:

Post a Comment