Sunday, August 10, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১০/৬/১৪)

1.প্রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন শাস্তির আইন চেয়ে রিট (prothom-alo.com)

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

2.কোন এখতিয়ারে নিজাম হাজারী এমপি পদে বহাল: হাইকোর্ট (priyo.com)

"অস্ত্র মামলায় নিজাম হাজারীর ১০ বছর কারাদন্ড হয়েছিল। ২ বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।" 
"নিজাম হাজারী সংসদ সদস্য পদে থাকতে পারেন না।"

"উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে চাপের মধ্যে থাকা ফেনী সদরের সংসদ সদস্য নিজাম হাজারীর সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলে তার পদে থাকার এখতিয়ার নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।"

3.সাত বছরেও বাস্তবায়ন হয়নি ৩৬ সুপারিশ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি (banglanews24.com)

চট্টগ্রামে পাহাড় ধ্বসে দুর্ঘটনা রোধে যুক্তিযুক্ত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।

4.পুলিশ উইমেন নেটওয়ার্ক: সম্ভাবনার নতুন দুয়ার (banglanews24.com)

দেশবাসীর প্রত্যাশা: Bangladesh Police Women Network জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনবেন।

5.৮৮ শতাংশ এসিড সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে (banglanews24.com)

দেশের বহু এলাকার নারীরা এসিড সন্ত্রাসের ভয়ে দিন কাটান।
এসিড সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
এসিড আইনের অপব্যবহার খতিয়ে দেখবো।
দেশে এসিডের মজুদ, সরবরাহ এবং বিক্রির উপর নজরদারি বাড়ানো হবে।

বাংলাদেশকে এসিড সন্ত্রাস মুক্ত করা হবে।

6.সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে (banglanews24.com)

রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে ফেলেছেন।
আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
যত দ্রুত সম্ভব বাজার মনিটারিং শুরু করা হবে।
কোন ব্যবসায়ী পণ্য মজুদ করে বা সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষাকারী বাহিনী (পণ্য আমদানির উপর নজরদারি) এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারলে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। 

7.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

সুটার রাসেল গ্রেপ্তার (banglanews24.com)

8.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস বিচ্ছিন্নে অভিযান (banglanews24.com)
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ থামালেন ইউএনও (banglanews24.com) (নারায়ণগঞ্জে নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা)

9.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত বগুড়া জেলা গড়ে তোলায় অগ্রগতি

বগুড়ায় দুই ক্লিনিককে ৯০ হাজার টাকা অর্থদণ্ড (banglanews24.com)

10."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

রাজধানীতে ১ ট্রাক গাঁজা আটক (priyo.com)

11.নাগরিক শক্তি সরকার গঠন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে।
স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা হবে।
স্থানীয় সরকারে বাজেট বরাদ্দ বাড়ানো হবে।
স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতা এবং বরাদ্দকৃত বাজেট দিয়ে স্থানীয় সমস্যার সমাধান করবেন, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করবেন।

No comments:

Post a Comment