Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২০/৬/১৪)

1.চট্টগ্রাম জেলাকে নতুন করে গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান
পাহাড় থেকে বসতি স্থানান্তর, সচেতনতায় পুলিশের মাইকিং (banglanews24.com)

চট্টগ্রামে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩ (banglanews24.com)
ফিশারিঘাটে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২ (banglanews24.com)

নগরীতে ৩ ছিনতাইকারী আটক (banglanews24.com)
- চট্টগ্রামের ছিনতাইকারী চক্রের সাথে রাজনীতিবিদদের যোগাযোগ আছে বলে আমাদের কাছে তথ্য আছে।

পিইউডিএসের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব শুরু (banglanews24.com)

পণ্য খালাসে ঘাটে ঘাটে ঘুষ (banglanews24.com)
"আমদানি করা পণ্য খালাস করতে ২৫ ঘাটে মোটা অঙ্কের ঘুষ গুনতে হয়। আর এতে প্রতিদিন অবৈধ লেনদেন হচ্ছে কয়েক কোটি টাকা।"

- চট্টগ্রাম কাস্টমস হাউসের দুর্নীতিবাজ কর্মকর্তা এবং "বাইরের লোক"দের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
পণ্য খালাস করার প্রক্রিয়া সহজতর করা হবে। ২৫ ঘাট বা ৩২ ঘাটের নিয়ন্ত্রকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম কাস্টমস হাউসকে দুর্নীতিমুক্ত করবেন এবং দেশের বাণিজ্য সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন।

সমুদ্রপথে বাণিজ্য শুধু চট্টগ্রাম বন্দরনির্ভর (prothom-alo.com)
"প্রতিবছর প্রায় ৮ শতাংশ হারে বাড়ছে সমুদ্রপথে দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ।"

নিউমুরিং কনটেইনার টার্মিনাল দ্রুত চালু করা হবে। পাশাপাশি কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে।

2."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

কোন বাংলাদেশীর কাছে অবৈধ অস্ত্র আছে - এমন যেন আমাদের আর শুনতে না হয়। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পথে আমাদের আরও এগুতে হবে।

নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৫ (banglanews24.com)
রাজধানীতে রিভলবার- শতাধিক গুলিসহ তিনজন আটক (prothom-alo.com)

3.খুলনায় খাদ্য নিরাপত্তায় গণমাধ্যমের দায়িত্ব শীর্ষক কর্মশালা সম্পন্ন (banglanews24.com)

4.প্রয়াত জাতীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার না করার জন্য সব রাজনৈতিক দল ও শক্তির প্রতি সাবেক রাষ্ট্রপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান (prothom-alo.com)

5.হোয়াইট হাউসে বাংলাদেশের নীনা (prothom-alo.com)

ড. নীনা আহমেদকে অভিনন্দন!
ওবামা প্রশাসনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা হিসেবে ড. নীনা আহমেদ দায়িত্বপূর্ণ ভূমিকা রাখবেন - এই শুভকামনায়।

6.সত্তর পেরিয়ে নিরমলেন্দু গুণ (banglanews24.com)

কবি নিরমলেন্দু গুণকে জন্মদিনের শুভেচ্ছা!

7.তরুণরাই নাগরিক শক্তির প্রাণ।
প্রাণোচ্ছল স্বাপ্নিক empowered তরুণদের কাছ থেকে আজকাল "বাংলাদেশ তো আমাদেরই" বলতে শোনা যায়!
দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরুণরা নাগরিক শক্তির আত্নপ্রকাশ ঘোষণার দিনটিকে নিজেদের মত করে উদযাপন করার ইচ্ছা ব্যক্ত করেছে।

দেশের প্রতিটি কলেজ - বিশ্ববিদ্যালয়ে কয়েকজন আদর্শ জনপ্রিয় ছাত্র / ছাত্রীকে "নাগরিক ছাত্র শক্তি"র আহ্বায়ক হিসেবে মনোনয়ন দিয়ে দেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ করার কাজ শুরু করতে হবে।

আমরা শিক্ষাঙ্গনে

জ্ঞান চর্চা
জ্ঞানের আদান প্রদান
ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে তৈরি করা
সুস্থ রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা নিজেরা সমাধান করা - ভবিষ্যৎ জীবনের জন্য Leadership Skills গ্রো করা
উদ্ভাবনী উদ্যোগ

দেখতে চাই।

নাগরিক শক্তির সেক্রেটারিয়েটে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা পুরো প্রক্রিয়াটির নেতৃত্বে থাকবেন।  

রেফরেন্স (tahsinversion2.blogspot.com)
নাগরিক শক্তি : সংগঠন (Organizaion of Nagorik Shakti)
তরুণদের অফুরন্ত সম্ভাবনা বিকাশে নাগরিক শক্তি

8.নাগরিক শক্তি দেশের সমস্যা সমাধানে নানারকম উদ্ভাবনী উদ্যোগ নেবে।

আমাদের বিবেচনায় রয়েছে:
নির্দিষ্ট সময় অন্তর দলের জন্য ফান্ড রেইস না করে, একবারই ফান্ড রেইস করে সেই অর্থ দিয়ে এক/একাধিক সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা।
সামাজিক ব্যবসা সমাজের তথা দেশের নির্দিষ্ট কোন সমস্যার সমাধান করবে।
সামাজিক ব্যবসার Profit দিয়ে দলের খরচ, দলের প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্বাহ করা হবে।
ব্যবসাটির আয় - ব্যয় সম্পূর্ণ স্বচ্ছ হবে। নির্দিষ্ট সময় অন্তর সম্পূর্ণ হিসেব জনসমক্ষে প্রকাশ করা হবে।  

রেফরেন্স
আদর্শ রাজনৈতিক দলের রূপরেখা (October 16, 2013)

9.নাগরিক শক্তির পলিটিকাল ভিশন (যখন দলের নাম হিসেবে "নাগরিক শক্তি" নামটিও চূড়ান্ত হয়নি!)


আদর্শ রাজনৈতিক দলের রূপরেখা (October 16, 2013)
আদর্শ রাজনৈতিক দলটি যেভাবে জনগণের কাছে পৌঁছাবে (October 21, 2013)
আদর্শ রাজনৈতিক দলের নির্বাচনী পরিকল্পনা - ১ (November 17, 2013)
আদর্শ রাজনৈতিক দলের নির্বাচনী পরিকল্পনা - ২ (November 19, 2013)

No comments:

Post a Comment