Thursday, August 14, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৬/৭/১৪)

1.ঈদে নৌপথে যাত্রী নিরাপত্তায় হেলিকপ্টারে নজরদারি (prothom-alo.com)

ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করা, কালোবাজারে টিকিট বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধ করা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঞ্চ ছাড়ার সিধান্ত নেওয়া - নিশ্চিত করতে হবে। 
নিশ্চিত করতে হবে - দেশবাসী ঈদ করতে যাতে শান্তিতে নিজের বাড়ি পৌঁছাতে পারে। 

দেশে আমরা লঞ্চ দুর্ঘটনায় জীবনহানি আর হতে দেবো না। 

2.এবারের রমজানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টায় এবং জনগণের সচেতনতায় দ্রব্যমূল্য পরিস্থিতি আগের যে কোন রমজানের চেয়ে অনেক ভালো। 
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান, দোকানে দ্রব্যমূল্য টানিয়ে রাখাসহ সম্ভাব্য সবরকম ব্যবস্থা - রমজানের শেষ দিন পর্যন্ত নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়াকে তৎপর থাকতে হবে।  

3."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি 

রাজধানীতে ১৯ পিস ইয়াবাসহ আটক ২ (banglanews24.com)
ফেনীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)

4.ঢাকার ঐতিহ্য ধরে রাখার আহ্বান ঢাবি উপাচার্যের (banglanews24.com)

5.বাল্যবিবাহ, যৌতুক প্রথা, ইভ টিজিং, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এবং নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি

অনৈতিক কাজের অভিযোগে রামুতে ইউপি চেয়ারম্যান আটক (banglanews24.com)

6.প্রকাশিত হল বাপ্পা মজুমদারের দশম এ্যালবাম (banglanews24.com)

7."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ে তোলার পথে অগ্রগতি

সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট (banglanews24.com)

8.অন্যায় অপরাধ্মুক্ত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতি

ফেনীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার (banglanews24.com)
ফেনীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)

9.অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

No comments:

Post a Comment