Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৮/৬/১৪)

1.নাগরিক শক্তি: সংগঠন

সেক্রেটারিয়েট (Secretariat)

জেনারেল সেক্রেটারি
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার

কো-জেনারেল সেক্রেটারি
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি।  
[অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান এবং অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত "নাগরিক অর্থনীতি ফোরাম"এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]

জয়েন্ট জেনারেল সেক্রেটারি
জনাব আতিকুল ইসলাম: সভাপতি, বিজিএমইএ (সিনিয়র)
[জনাব আতিকুল ইসলাম "নাগরিক শিল্প ব্যবসায়ী শক্তি"র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]
জনাব মাহমুদুর রহমান মান্না: আহ্বায়ক, নাগরিক ঐক্য (সিনিয়র)
জনাব মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী
[জনাব মুহাম্মদ জাহাঙ্গীর "নাগরিক সাংবাদিক শক্তি"র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]
প্রফেসর ড. আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
[প্রফেসর ড. আসিফ নজরুল "নাগরিক আইনজীবী শক্তি"র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]
প্রফেসর আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[প্রফেসর আনু মুহাম্মদ "নাগরিক জাতীয় সম্পদ রক্ষা ফোরাম" এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর জেনারেল সেক্রেটারি, কো-জেনারেল সেক্রেটারিদ্বয় এবং সিনিয়র জয়েন্ট জেনারেল সেক্রেটারিবৃন্দ নিজ নিজ দায়িত্ব পালন করবেন।


ন্যাশনাল কাউন্সিল (National Council)

মেম্বারস
জনাব রফিউর রাব্বি: সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক
[ন্যাশনাল কাউন্সিলের পাশাপাশি জনাব রফিউর রাব্বি "নারায়ণগঞ্জ জেলা নাগরিক শক্তি"র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]  
প্রফেসর ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং অধ্যাপক, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি
[প্রফেসর ড. শাহদীন মালিক "নাগরিক আইনজীবী শক্তি"র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।]


পার্টি উইঙ্গস - দলীয় অঙ্গ সংগঠন

নাগরিক তরুণ শক্তি
আহ্বায়ক
ড. রাগিব হাসান: Assistant Professor, Department of Computer and Information Sciences, University of Alabama at Birmingham
ড. মাহবুব মজুমদার: সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়;  বাংলাদেশ গণিত দলের কোচ।
মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী

নাগরিক গণজাগরণ মঞ্চ
আহ্বায়ক
ডাঃ ইমরান এইচ. সরকার: মুখপাত্র, গণজাগরণ মঞ্চ

নাগরিক উদ্যোক্তা ও বিনিয়োগকারী শক্তি
আহ্বায়ক
এটিএম জাকারিয়া স্বপন: ফাউন্ডার ও সিইও: Priyo.com; টেক এন্ট্রেপ্রেনার; যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার।  

নাগরিক সাংবাদিক শক্তি
আহ্বায়ক
জনাব মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী

নাগরিক শিল্প ব্যবসায়ী শক্তি
আহ্বায়ক
জনাব আতিকুল ইসলাম: সভাপতি, বিজিএমইএ

নাগরিক আইনজীবী শক্তি"
আহ্বায়ক
প্রফেসর ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং অধ্যাপক, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি
প্রফেসর ড. আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

নাগরিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা ফোরাম
আহ্বায়ক
ড. মাহবুব মজুমদার: সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ গণিত দলের কোচ।

নাগরিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফোরাম
আহ্বায়ক
এটিএম জাকারিয়া স্বপন: ফাউন্ডার ও সিইও: Priyo.com; টেক এন্ট্রেপ্রেনার; যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার।
ড. রাগিব হাসান: Assistant Professor, Department of Computer and Information Sciences, University of Alabama at Birmingham

নাগরিক অর্থনীতি ফোরাম
আহ্বায়ক
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি।

নাগরিক জাতীয় সম্পদ রক্ষা ফোরাম
আহ্বায়ক
প্রফেসর আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নারায়ণগঞ্জ জেলা নাগরিক শক্তি
আহ্বায়ক
জনাব রফিউর রাব্বি: সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক


নাগরিক শক্তির প্রতীক হবে "বই"।

মূলমন্ত্র হবে "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"।

রেফরেন্স
নাগরিক শক্তি : সংগঠন (Organizaion of Nagorik Shakti)
বাংলাদেশ রাষ্ট্রের মূল লক্ষ্য প্রতিষ্ঠায় নাগরিক শক্তি
Nagorik Shakti And The Story Of Bangladesh


2.রিটায়ারমেন্টকেই রিটায়ারমেন্টে পাঠানো উচিত: প্রফেসর মুহাম্মদ ইউনুস (prothom-alo.com)

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, "আমি ভাগ্যবান। কারণ বাংলাদেশে অনেক অনেক সমস্যা। সমস্যা আছে বলেই তাঁর সমাধানও অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও আনন্দময়।"

3.চাকরি মানুষকে কাজ করার অধিকার দেয় না (banglanews24.com)

সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি বলেন, যুক্তরাষ্ট্র স্বপ্ন দেখালেও আমাকে উৎসাহ দেয় বাংলাদেশ। স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। শান্তি মিশনে তারা শীর্ষে রয়েছে। আগামীতে তারা আরও
উন্নতি করবে। চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন বাঙ্গাদেশ।

4.মন্ত্রীদের ফেইসবুক - টুইটার ব্যবহারের নির্দেশ মোদীর (banglanews24.com)

5.ভেজাল খাদ্য ও ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ার পথে অগ্রগতি

ফরমালিনের মরণফাঁদ বাংলানিউজের অনুসন্ধানী চোখে (banglanews24.com)

6."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

দোষীদের শাস্তি না হওয়ায় দুর্নীতি কমছে না: ড. ইফতেখারুজ্জামান (banglanews24.com)

7."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

টঙ্গীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)
গাংনীতে বিদেশী মদ-ফেনসিডিলসহ আটক ২ (banglanews24.com)
মেহেরপুরে মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)


8.ভেজালমুক্ত ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি

মেহেরপুরে রমজানের পবিত্রতা রক্ষায় ও ফরমালিন্মুক্ত খাদ্যদ্রব্যের দাবিতে মানববন্ধন (banglanews24.com)




9.বাংলাদেশের মানুষ গভীর উৎসাহে দেশ গঠনে সমাজ সংস্কারে অংশ নিচ্ছে। কেউ নিজেকে যুক্ত করছেন মাদক বিরোধী আন্দোলনে,
কেউ ফরমালিন বিরোধী, কেউ নারী অধিকার রক্ষায়, নারীরা একত্রিত হচ্ছেন বাল্যবিবাহের বিরুদ্ধে।
আর সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠছে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত
সব রকম অন্যায় অবিচার অনিয়ম মুক্ত সমৃদ্ধ উন্নত স্বপ্নের বাংলাদেশ।

10.নাগরিক শক্তির প্রত্যেক সমর্থককে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণের সুযোগ দেওয়া হবে।

আত্নপ্রকাশ ঘোষণার "কয়েকদিন" এর মাঝে নাগরিক শক্তির Registered (নিবন্ধিত) সদস্য সংখ্যা ১ কোটি (10  Million) ছাড়াবে। 

নাগরিক শক্তি এবং বাংলাদেশ নিয়ে আমার লেখাগুলো বাংলাদেশের কোটি মানুষ পড়েছেন।

Registered (নিবন্ধিত) সদস্য সংখ্যার মাইলস্টোন জনসমক্ষে প্রকাশ করা হবে।
(১ লক্ষ Registered official সদস্য ...!
১০ লক্ষ Registered official সদস্য ... !!
৫০ লক্ষ Registered (নিবন্ধিত) সদস্য ...!!!!
১ কোটি Registered (নিবন্ধিত) সদস্য ... !!!!!!!!!
- এভাবে!

No comments:

Post a Comment