Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৭/৬/১৪)

1.সন্ত্রাসমুক্ত অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

[আমার নিজের জেলা চট্টগ্রামের দিকে নজর স্বাভাবিকভাবেই একটু বেশি থাকার কথা!]

রাব-পুলিশের পোশাকে অপরাধ বন্ধে কঠোর সিএমপি (banglanews24.com)

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশকারীর কারাদণ্ড (banglanews24.com)

খুলশীতে ফ্ল্যাট থেকে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৪ (banglanews24.com)

রোজার আগে ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান (banglanews24.com)
- চট্টগ্রামে পাহাড় ধ্বসে দুর্ঘটনা রোধে যুক্তিযুক্ত সুপারিশগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চসিকের বরখাস্ত হওয়া উপ কর কর্মকর্তার কাছে জিম্মি পরিবার (banglanews24.com)
- আমরা ব্যবস্থা নেবো।

দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তার ৬ মাসের কারাদন্ড (banglanews24.com)

সীতাকুন্ডে ফরমালিন বিরোধী অভিযান, ৪ দোকানকে জরিমানা (banglanews24.com)

রুবাইয়া ভেজিটেবলের এমডি'র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (banglanews24.com)

চট্টগ্রামে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ দুইযাত্রী আটক (banglanews24.com)

শাহ আমানতে ১৬ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় এজাহার (banglanews24.com)


2.চট্টগ্রাম জেলাকে শিল্প - বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলায় অগ্রগতি

চট্টগ্রামে উদ্যোক্তা উৎসব শুরু বৃহস্পতিবার (banglanews24.com)

3.সন্ত্রাসমুক্ত অপরাধমুক্ত শান্তি ও সমৃদ্ধির নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

নারায়ণগঞ্জে ফরমালিনযুক্ত আম ও আনারস ধ্বংস (banglanews24.com)

4.ফরমালিন এবং ভেজাল খাদ্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি 

মির্জাপুরে ফরমালিনযুক্ত ফল ধ্বংস (banglanews24.com)
রাজাপুরে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড (banglanews24.com)

5.বাধ্যতামূলক হল ইউপি নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী দাখিল (prothom-alo.com)

সামনের দিনগুলোতে বাংলাদেশের স্থানীয় সরকারগুলো হবে শক্তিশালী।
আর স্থানীয় সরকারে সুষ্ঠু রাজনীতির ধারা সূচনায় আয়কর বিবরণী দাখিলের বিধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

6.স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের ১৬ কোটি মানুষের মাঝে ন্যাশনাল স্পিরিট গড়ে তোলা হবে।
আমরা করবো জয়! 

7.উচ্চশিক্ষা
১.প্রত্যেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য নিজস্ব Ranking প্রথা প্রবর্তনের প্রস্তাব করছি। এতে শিক্ষকরা নিজেদের মান উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন।
আবার মানসম্পন্ন শিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে সমর্থ হবেন। 

  • ছাত্রছাত্রীদের দেওয়া Points এর ভিত্তিতে; গবেষণাপত্র প্রকাশ ও একটা মানদণ্ড (Research Culture গড়ে তোলা)
  • ৩ মাস পরপর Ranking প্রকাশ - শিক্ষকদের নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ প্রদান;
  • শিক্ষকরা Online Resources যেমন Coursera, EdX, Udacity ইত্যাদি ব্যবহার করে নিজেদের সমৃদ্ধ করবেন।

২.বিশ্ববিদ্যালয় - ইন্ডাস্ট্রি Collaboration; বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ব্যবসা ইত্যাদি অনুষদের শিক্ষার্থী - শিক্ষক ইন্ডাস্ট্রির কাছে নতুন প্রকল্প প্রস্তাব করবেন - ইন্ডাস্ট্রি প্রকল্পটিকে নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে আনা যায় কিনা বিবেচনা করে দেখবে। কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রজেক্ট হবে অপর একটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট।
বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর পাঠ্যসূচি নির্ধারণে ইন্ডাস্ট্রির চাহিদা বিবেচনায় নিতে হবে। ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ে প্রাক্টিকাল কোর্সগুলো পরিচালনার সুযোগ দেওয়া যায়। 

৩.শিক্ষার্থীদের জন্য নতুন নতুন Competition, Contest প্রচলন; শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে নিজেদের মানোন্নয়ন ঘটাবেন। 
দেশের ইন্ডাস্ট্রিগুলো যেসব সমস্যা সমাধান করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, সেসব সমস্যা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করার সংস্কৃতি চালু করতে হবে।    

৪.বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেক Course এ শিক্ষার্থীদের অন্তত একটা মানসম্পন্ন Project সম্পন্ন করতে হবে। প্রয়োজনে Project অন্য একজন শিক্ষক তদারক করবেন। শিক্ষার্থী নিজে Project করেছেন কিনা তা নিশ্চিত করতে হবে।

৫.প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত শিক্ষক - উচ্চপদস্থ কর্মকর্তাদের মান ইউজিসি কর্তৃক তদারকির প্রস্তাব করছি। 

(রেফরেন্স: নাগরিক শক্তির শিক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)

8.প্রাইমারি ও সেকেন্ডারি এজুকেশান (১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী) এ পরিবর্তন আনা হবে। 

৩টি বিষয়ের উপর জোর দেওয়া হবে
১. গাণিতিক দক্ষতা
২. ইংরেজি দক্ষতা
৩. কম্পিউটার দক্ষতা
       সার্চ করে, ওয়েব ব্যবহার করে যে কোন তথ্য খুঁজে বের করা;
       কম্পিউটারে হিসেবনিকেশ / কম্পিউট করতে শেখা; 
       ScratchAlice ধরণের শিশুতোষ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামিং এ হাতেখড়ি; 

আমরা জানি, দেশে গণিত, ইংরেজি এবং কম্পিউটারে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে।
এই তিনটি দক্ষতা গড়ে তুলতে দেশের সব স্কুলে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার এবং প্রজেক্টার সরবরাহ করা হবে। স্ক্রিনে শিক্ষার্থীদের lessons পরিবেশিত হবে। শিক্ষার্থীরা কম্পিউটারে পাঠ নেবে। 

প্রজেক্টার সাশ্রয়ী করতে প্রয়োজনে আমিই দেশে প্রজেক্টার উৎপাদন করবো।
9.Entrepreneurship (উদ্যোক্তা) Development
১.উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত সব তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে ওয়েবসাইট
২.উদ্যোক্তাদের কমিউনিটি গড়ে তোলা; পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শেখা এবং সম্মিলিতভাবে নতুন উদ্যোগ নেয়া;
৩.দেশে ভেঞ্চার ক্যাপিটাল শিল্প গড়ে তোলা
৪.ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন; দ্রুততম সময়ে উদ্যোক্তারা যাতে ব্যবসা শুরু করতে পারেন সে লক্ষ্যে সমস্ত বাঁধাগুলো দূর করা;
৫.ব্যাংক ঋণ শর্ত সহজীকরণ

10.দেশের পুরো ফাইনান্সিয়াল সিস্টেমকে ঢেলে সাজানো হবে।

ফাইনান্সিয়াল সিস্টেম (Financial System) বলতে কিছু শর্তের ভিত্তিতে এবং নিয়ম কানুন মেনে অর্থ (Money) এক পক্ষ থেকে অপর পক্ষে হস্তান্তর করে এমন সব সিস্টেম।
ফাইনান্সিয়াল সিস্টেমের মাঝে রয়েছে ব্যাংক, ক্ষুদ্রঋণ (Micro-credit) প্রতিষ্ঠান,  স্টক মার্কেট,
ভেঞ্চার ক্যাপিটাল শিল্প, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ (ফরেইন রেমিটেন্স ম্যানেজমেন্ট), ইনস্যুরেন্স।  
(রেফরেন্স: নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)

11.এক শেয়ার বাজারেই ৪০ বিলিয়ন ডলারের ($40 Billion+) উপর অর্থ কারসাজির মাধ্যমে সরানো হয়েছে।
আমরা বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনবো।
হুন্ডির মাধ্যমে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি।
পুরোপুরি কার্যকর করতে পারলে ফরেইন রেমিটেন্স (Foreign Remittance) প্রায় দ্বিগুণ করা সম্ভব।

ব্যাংকগুলোতে স্বচ্ছতা আনতে আমরা কাজ শুরু করেছি।
স্টক মার্কেটে কোম্পানির মূল্যমান নির্ধারণ করার প্রক্রিয়াকে আমরা স্বচ্ছ এবং মানসম্পন্ন করবো। (আমাদের দেশে কিছু কোম্পানির বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে।)
ব্যাংক, স্টক মার্কেট এ শৃঙ্খলা আসলে শিল্প মালিক এবং উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু করতে অর্থের যোগান পেতে সমস্যা হবে না।

ফরেইন রেমিটেন্স এবং কালো টাকা - অনেক বিলিয়ন ডলার দেশে ফিরে আসবে।

দেশে আমরা কোন রাজনৈতিক দলকে জোর করে হরতাল পালন করতে দেবো না।
ব্যবসার পথে আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করবো।

দেশের ব্যাংকগুলোতে যদি বিলিয়ন ডলার থাকে আর ব্যবসা করার প্রক্রিয়া যদি সহজ হয়, তাহলে দেশে বাণিজ্য এবং শিল্পের একটা নবজাগরণ ঘটবে।


সবকিছু ঠিক থাক থাকলে বাংলাদেশ শুধু "দুর্নীতিমুক্ত", "মাদকমুক্ত", "ফরমালিনমুক্ত" এবং "সন্ত্রাসমুক্ত"ই হবে না, ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে।

স্বপ্নের বাংলাদেশের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধিত।

12.দুর্নীতিবাজদের লুণ্ঠনকৃত হাজার কোটি টাকা হিসেবসহ আদায় করা হবে।
অসহায় মানুষ থেকে হাতিয়ে নেওয়া বিদেশে পাচারকৃত কালো টাকা হিসেবসহ ফিরিয়ে আনা হবে।
পৃথিবীর যে দেশেই অর্থ রাখুক না কেন - দেশের কোন দুর্নীতিবাজের আমাদের কাছ থেকে অর্থ লুকানোর ক্ষমতা নেই।

13."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ে তোলায় অগ্রগতি

লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)
কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)

No comments:

Post a Comment