Friday, August 15, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৬/৭/১৪)

1.দেশবাসী ঈদ করতে যাতে শান্তিতে নিজের বাড়ি পৌঁছাতে পারে - নিশ্চিত করতে হবে।

ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করা, কালোবাজারে টিকিট বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে
লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধ করা,
যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা,
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঞ্চ ছাড়ার সিধান্ত নেওয়া
- নিশ্চিত করতে হবে।

বাড়ির পথে নির্বিঘ্ন যাত্রা (prothom-alo.com)

"বাসের যাত্রীদের যানজটে পড়তে হয়নি। বেশিরভাগ ট্রেইন-ই সময় মত ছেড়েছে। লঞ্চও ছেড়েছে ঠিকঠাক।"
- আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। আর অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর।

ট্রেনের তথ্য মিলছে স্কাউট ডেস্কে (prothom-alo.com)
"কমলাপুর রেলস্টেশনে স্বেচ্ছাসেবামূলক কর্মযজ্ঞ পরিচালনা করছে স্কাউট ও গার্লস গাইড।
এবার ষ্টেশনে রেলওয়ে হাসপাতালের কর্মীরা চিকিৎসাসেবা দিচ্ছেন।"

সিলেটে যানজট নিরসনে রোভার স্কাউট যেভাবে স্বেচ্ছাসেবামূলক কর্মযজ্ঞ পরিচালনা করছে, কমলাপুর ষ্টেশনে করছে স্কাউট ও গার্লস গাইডের সদস্য স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা।
আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠছে এই স্বেচ্ছাসেবকদের কর্মযজ্ঞের মাধ্যমেই।

2.এবারের রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর এবং সতর্ক অবস্থান নিতে,
দোকানে দাম টানিয়ে রাখতে,
সঠিক দাম নিশ্চিত করতে
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন তৎপর ছিল।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি - এবার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল।

3.রমজান মাসে বাজারে এবার দ্রব্যমূল্য স্থিতিশীল। দেশবাসী স্বস্তিতে রমজান পার করে এবার নির্বিঘ্নে ঈদ করতে বাড়ি ফিরছেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠছে নতুন একটা বাংলাদেশ!

4.এখন থেকে নাগরিক ঐক্য এবং গণজাগরণ মঞ্চ একসাথে কাজ করবে।

5.আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

জনবিছিন্ন হতে হতে বিএনপি'র মত এককালের বড় দল শক্তিহীন হয়ে ধীরে ধীরে অস্তিত্ব সংকটের দিকে যাবে।

আওয়ামী লীগ সম্পূর্ণ একতরফাভাবে ৫ জানুয়ারিতে "তামাশার" একটি নির্বাচন করে ফেলেছে (যেখানে ৩০০ টির মধ্যে ১৫৪ টি নির্বাচনী এলাকায় কোন নির্বাচন হয়নি) অথচ বিএনপি এখনও জনগণকে নিয়ে অহিংস কিন্তু শক্তিশালী কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি।
জনগণ সঙ্গত কারণেই ভাবে - জীবনের ঝুঁকি নিয়ে, জেল-জুলুম সহ্য করে বিএনপির আন্দোলনে যে নামবো - বিএনপি ক্ষমতায় গিয়ে নতুন কি দেবে?  

বিএনপি'র হিসেব ছিল, আলেম ওলামা সমাজ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের অধিকাংশ ভোট বিএনপি'র পক্ষে পড়বে।
কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামা সমাজ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের প্রতিটি ভোট (৩৫ লক্ষাধিক ভোট) নাগরিক শক্তির প্রার্থীর পক্ষে পড়বে।
(বিএনপি প্রচার করে, তারা ইসলামী চেতনাসম্পন্ন। তবে চরম দুর্নীতি - অন্যায় - সন্ত্রাস এ নিমজ্জিত থেকে কিভাবে ইসলামী চেতনা ধারণ করা যায় - তা আমাদের জানা নেই!)

বিএনপি দাবি করে তাদের জোটটি "২০ দলীয়"।
কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখি, এই দলগুলোর মাঝে আছে "সাম্যবাদী দল (একাংশ)" - যেটি কয়েকজন প্রতারক ব্যক্তির সমষ্টি (সাম্যবাদী দলের সাথে তাদের কোনকালে কোন সম্পর্ক ছিল না) এবং নির্বাচন কমিশনে তাদের বৈধ নিবন্ধন নেই।
বিএনপি জোটের বাকি ১৯ দলের কয়টি এখনও বিএনপি'র সাথে আছে আর কয়টি নতুন একটি দলে একীভূত হওয়ার অপেক্ষায় আছে - তার হিসেব বিএনপি শীর্ষ নেতৃত্বের কাছে নেই!        

সবচেয়ে বড় কথা - সারা দেশের মানুষ জনকল্যাণমূলক নতুন রাজনীতির স্বপ্নে বিভোর।
দেশের মানুষের কাছে বিএনপির দুর্নীতি - সন্ত্রাসের রাজনীতির যে আর অ্যাপিল নেই, সারা দেশে বিএনপি যে সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে
- কিছুদিন পর পর সংবাদ সম্মেলন ডাকার মাঝে নিজেদের সীমাবদ্ধ রাখা ঢাকায় অবস্থানরত বিএনপি'র গুটিকয়েক নেতা - তা আঁচও করতে পারেননি
(আলেম ওলামা সমাজ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যে বিএনপি থেকে সরে এসেছেন - এটাও যেভাবে তারা ঢাকায় বসে সংবাদ সম্মেলন করার ফাঁকে আঁচও করতে পারেননি!)।    

আগামী কয়েক মাসে বিএনপি'র অত্যন্ত দুর্বল ও ক্ষীণ হয়ে ওঠা পরিষ্কার হয়ে উঠবে এবং দলটির জন্য অস্তিত্ব রক্ষা করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।  

6.অর্থনীতি - শিল্প - বাণিজ্যে অগ্রগতি 

ধারাবাহিকতার মুদ্রানীতি (prothom-alo.com)
মুদ্রানীতির প্রতিক্রিয়া: ভঙ্গুর ব্যাংক খাত ব্যক্তি বিনিয়োগের অন্তরায়: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আর্থিক খাতে মাফিয়া চক্রের কালো ছায়া পড়েছে: খোন্দকার ইব্রাহীম খালেদ (prothom-alo.com)

"শেয়ারবাজারে কেলেঙ্কারির পর একজন প্রভাবশালী আমাদের কাছে এলেন। বললেন, সার, আমাদের ঘাটায়েন না। কিছু করতে পারবেন না।  ... আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা সামনে থাকি আর বিএনপি ক্ষমতায় থাকলে
অন্যরা সামনে আসবে, আমরা পিছনে থাকবো।
সরকারের ওপর এই মাফিয়া চক্রের প্রভাব খুব বেশি।
বিএসইসির প্রাতিস্থানিকীকরণ হয়নি।  
পরিবর্তনের জন্য দরকার শক্তিশালী সামাজিক আন্দোলন।
সরকারি ব্যাংকের বেলায়ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন।"      

দেশীয় ফ্যাশন হাউসগুলোতে ঈদের কেনাবেচা: প্রচুর ক্রেতা, তবু হতাশ ব্যবসায়ীরা (prothom-alo.com)
বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি ৫ মন্ত্রণালয় ও বিভাগ (prothom-alo.com)
 

7.ঈদ এবং আমি: হানিফ সংকেত

8.বাংলাদেশ সফরের অভিজ্ঞতা: ড. সাঈদা হামিদ

"তাঁরা জন্মনিবন্ধন, উপার্জন বৃদ্ধিবিষয়ক এবং যৌতুক ও সব ধরণের সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন।"

9."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করেছেন।

বগুড়ায় পিস্তল-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার (banglanews24.com)

10.দেশে জুয়ার আসরগুলোকে নানা কেন্দ্র করে নানা অপকর্ম সংঘটিত হয়। এসব জুয়ার আসর বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মপাশায় ২ জুয়াড়ির জরিমানা (banglanews24.com)

No comments:

Post a Comment