Friday, August 15, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১০/৮/১৪)

1.নাগরিক ঐক্য, গণজাগরণ মঞ্চ এবং "সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ" একসাথে কাজ করবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণজাগরণ মঞ্চের আন্দোলনের সূচনালগ্নেই শাহবাগে গিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিলেন।
আমাদের ছোট ভাই ত্বকীও শাহবাগে গিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিল।
এই তিনটি সংগঠন সূচনালগ্ন থেকেই একসূত্রে গাঁথা।


















2."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

সোনাইমুড়িতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)
হাজীগঞ্জে ৪ মাদকসেবীর কারাদন্ড (banglanews24.com)
বাকেরগঞ্জে ১৭ লিটার মদসহ ২ নারী আটক (banglanews24.com)
 
3.পাবনায় অস্ত্রসহ চরমপন্থি নেতা সিদ্দিক গ্রেপ্তার (kalerkantho.com)

পাবনা জেলায় চরমপন্থিদের দলে না নিতে স্থানীয় রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম।
রাজনৈতিক দলগুলোর পাবনা জেলা শাখাগুলোকে চরমপন্থিদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানাই।  

4.বিমানের লোকসান ২৫৪ কোটি টাকা (banglanews24.com)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গত কয়েক বছরের লোকসান অগ্রহণযোগ্য এবং এই লোকসান দুর্বল ও দুর্নীতিগ্রস্থ ব্যবস্থাপনা (Management)কে নির্দেশ করে।
নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে বিমানের প্রাইভেটাইজেশনের (privatization) প্রক্রিয়া শুরু করবে। আমরা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিমানের ব্যবস্থাপনা ছেড়ে দিতে চাই।   

No comments:

Post a Comment