Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৮/৮/১৪)

1.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা (banglanews24.com)

"বাংলাদেশের ওষুধ খাত, তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কানাডা।"

বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
সব ধরণের অপরাধ কমিয়ে আনা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
Infrastructure খাতে বড় ধরণের বিনিয়োগ আসবে। প্রকল্প হাতে নেওয়া হবে। পরিমিত Power supply, উন্নত Transportation, Communication Infrastructure গড়ে তোলা হবে। বন্দরে পণ্য আমদানি-রপ্তানি হান্ডলিং এ আসছে নতুন উদ্যোগ।
বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ।

2.বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে Applicable Marketing Principles প্রয়োগ করা হবে।

"Beautiful Bangladesh - রূপসী বাংলা"য় Tourist আকৃষ্ট করতেও Applicable Marketing Principles প্রয়োগ করা হবে।

3.দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি আগের যে কোন সময়ের তুলনায় শান্ত।

ছাত্ররাজনীতির নামে কোনরকম সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বখাটেপনা মেনে নেওয়া হবে না।
দেশের কোন ছাত্রের সাথে যাতে "ইভ টিজিং", "রাগিং" - এর কলঙ্ক যুক্ত না হয় - সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্ররা নিজেদের স্বার্থেই এসব অপকর্ম থেকে দূরে থাকবেন - সহপাঠীদের মাঝে সচেতনতা তৈরি করবেন।

4.প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন 


"এখন মোদির কাজ হবে, ভারতকে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে মনপ্রাণ সমর্পণ করা।
মোদিকে প্রমাণ করতে হবে, তিনি একজন সর্বজনীন নেতা। হিন্দু জাতীয়তাবাদের স্লোগান তুলে তিনি ক্ষমতায় এলেও তাঁকে দেখাতে হবে, ভারতের ১৫ কোটি মুসলমান তাঁর দৃষ্টির বাইরে নয়। সফল হলে মোদিও দেশটির পরবর্তী আইকনে পরিণত হবেন।

জোকোউই একদম সাধারণ ঘর থেকে উঠে এসে ক্ষমতার শীর্ষে আরোহণ করলেও ‘জনতার মানুষ’ হিসেবে তাঁর যে খ্যাতি ছিল, সেটা তিনি খোয়াননি। যে প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গি ও সততার জন্য তিনি প্রসিদ্ধ, সেটাও তিনি বিসর্জন দেননি। সুশাসনের জন্য তাঁর সুনাম দীর্ঘদিনের।
একজন বহিরাগত হিসেবে ইন্দোনেশিয়াকে সমৃদ্ধিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার মতো বিশেষ অবস্থান তাঁর রয়েছে। এর মাধ্যমে তিনি দেশটির মহান নেতাদের কাতারে চলে আসতে পারেন।"


"মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। এখানে রয়েছে নবীন প্রাণ। বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ হবে পরবর্তী বাঘ। অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে বাংলাদেশ। 
সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর বাংলা ল্যাংঙ্গুয়েজ ইনস্টিটিউটের উদ্যেগে ‘ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়াং ইয়াং। 
বাংলাদেশে তৈরী পোশাক শিল্পে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসেবে কোরিয়ানরাও এধরনের প্রোগ্রামে অংশ নিয়ে বাংলা ভাষাকে ভালো করে রপ্ত করতে পারে বলে মনে করেন লি ইয়াং।" 

6.ক্রীড়ায় বাংলাদেশ 


No comments:

Post a Comment