Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩০/৬/১৪)

1.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতি

ফেনীতে যানজট নিরসন - অবৈধ পারকিং ঠেকাতে পুলিশের অভিযান (banglanews24.com)
ফেনীতে রথযাত্রা উৎসব (banglanews24.com)

2."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ে তোলার পথে অগ্রগতি

ভোলাহাটে ফেনসিডিলসহ নারী আটক (banglanews24.com)
চমেক হাসপাতাল থেকে ইয়াবাসহ বিক্রেতা আটক (banglanews24.com)
উত্তরা ও টঙ্গী থেকে ৭০ পিস ইয়াবাসহ আটক ২ (banglanews24.com)
কুমিল্লায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)

3.ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কর্ম তৎপরতার খবর

রমজানের শুরু থেকেই মাঠে পুলিশ (banglanews24.com)

4.সাবেক সংসদ সদস্য সুলতানুল কবির আর নেই (banglanews24.com)

মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব সুলতানুল কবিরের মৃত্যুতে আমাদের শোক (ইন্না ... রাজিউন)।

5.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

৫ হাজার পরিবারে মেয়রের ইফতার ও সেহেরি সামগ্রী (banglanews24.com)
খাদ্যপণ্য গ্রহণে সচেতন হওয়ার আহ্বান (banglanews24.com)
চমেক হাসপাতাল থেকে ইয়াবাসহ বিক্রেতা আটক (banglanews24.com)
বন্দরনগরীতে বর্ণাঢ্য রথযাত্রা (banglanews24.com)

5.চট্টগ্রাম মেট্রপলিটান পুলিশ (সিএমপি) এর কর্মতৎপরতার খবর

প্রযুক্তির পথে সিএমপি (banglanews24.com)

-প্রযুক্তিনির্ভর তিনটি নতুন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রপলিটান পুলিশ (সিএমপি)।
এগুলো হচ্ছে ডিজিটাল সারভেইলান্স সিস্টেম, সিএমপি মোবাইল অ্যাপ্লিকেশান এবং ভেহিকাল থাফট অ্যান্ড রিকভারি ডাটাবেইস।
নগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম প্রযুক্তিনির্ভর এসব সেবা কার্যক্রমের উদ্ভোদবন করেন।

ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘেরা বন্দরনগরী (banglanews24.com)

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে আধুনিক বিজ্ঞান (যেমন ফরেনসিক, ডিএনএ টেস্টিং) এবং প্রযুক্তিতে সমৃদ্ধ করা হবে।
ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জে নূর হোসেনের সহযোগীদের ধরতে এবং ফেনীতে একরাম হত্যাকাণ্ডে অভিযুক্তদের ধরতে অপরাধীদের মোবাইল ফোনে আড়িপাতা প্রযুক্তি এবং ভিডিও মিডিয়াকে ব্যবহার করেছি।  

রেফরেন্স
নাগরিক শক্তির নির্বাচনী ইশতেহারের রূপরেখা

6.অর্থনীতি - শিল্প - বাণিজ্যে অগ্রযাত্রার খবর

৩২ বছরে ইউসিবিএল (banglanews24.com)

7.শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবির গবেষণা: টাকা দিলে মেলে সনদ, পদে পদে লেনদেন (prothom-alo.com)
- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে।
শিক্ষার্থীদের উন্নত শিক্ষাদান নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান নিশ্চিত করা হবে।

8.ভেজাল ও ফরমালিন মুক্ত খাদ্য নিশ্চিত করতে অগ্রগতি

ক্ষতিকর ফরমালিন ব্যবহারে শাস্তি যাবজ্জীবন (prothom-alo.com)
সাভারে ভেজাল বিরোধী অভিযানে আটক ৩ (banglanews24.com)
গাইবান্ধায় খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন (banglanews24.com)

9.গণতন্ত্র, রাজনীতি ও বিরাজনীতি: সৈয়দ আবুল মকসুদ (prothom-alo.com)

10.বাংলা একাডেমি নিজের নামের প্রতি সুবিচার করেছে (banglanews24.com)

11.নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে বিজিবি'র ইফতার (banglanews24.com)

12.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি

লক্ষ্মীপুর জেলার সন্ত্রাসী এবং গডফাদারদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে। শান্তির জেলা হিসেবে লক্ষ্মীপুরকে প্রতিষ্ঠিত করা হবে।

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের সভা (banglanews24.com)

13.রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজালমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত এবং রমজানের পবিত্রতা রক্ষায় অগ্রগতি

শরীয়তপুরে রমজানে বাজার মনিটারিং শুরু (banglanews24.com)
রমজানের পবিত্রতা রক্ষায় নেত্রকোনায় শোভাযাত্রা (banglanews24.com)

No comments:

Post a Comment