Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৬/৫/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদের ৮ দিনের রিমান্ড
পরিকল্পনাকারী জাহিদ ও বেলালকে আ'লীগ থেকে বহিষ্কার (banglanews24.com)
একরাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ফেনীর আ'লীগ নেতা আদেলের বাড়িতে তল্লাশি (priyo.com)

2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে এই কদিনে আমরা আরও অনেকদূর এগিয়েছি।

ব্রাক্ষণবাড়িয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২ (banglanews24.com)


3. সুন্দরগঞ্জে অবৈধ সার্কাস উচ্ছেদ (banglanews24.com)
গাইবান্ধা - ১ আসনের সংসদ সদস্য মঞ্জউরুল ইসলাম লিটনের বাঁধা স্বত্বেও দায়িত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বিশ্বাস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের  অভিনন্দন।

4. বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে জনগণের ক্ষমতা অধিষ্ঠিত হচ্ছে।

5.আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরণের প্রবৃদ্ধি এনে দেবে।

বাংলাদেশে ব্যবসায়ীদের আর চাঁদা দিতে হবে না।
অবৈধভাবে ভূমি দখল বন্ধ হবে।
অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার বন্ধ হবে। দেশের মানুষের টাকা দেশেই থাকবে।
রাষ্ট্রায়ত ব্যাংকগুলোতে ঋণখেলাপিদের অপততপরতা বন্ধ হবে। সৎ ব্যবসায়ীরা ঋণ সুবিধা পাবেন। ব্যাংক ঋণের হার কমবে।
শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসবে। বিনিয়োগ এবং অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য আসবে।
দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। পণ্য জমা রেখে দাম বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমবে (যার দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে টেকনাফে দেখেছি)।

6.মিডিয়ার প্রতি আহ্বান: 
মিডিয়ার দায়িত্ব হবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন দেশের এমন ব্যক্তিদের সফলতার কাহিনী তুলে ধরা।
এতে সবার মাঝে অনুপ্রেরণা তৈরি হবে।          
বাংলাদেশে আরও নতুন নতুন সাফল্যের কাহিনী তৈরি হবে।

7.খুনি কাউন্সিলর নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি

নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার (banglanews24.com)

8.রাজনৈতিক প্রভাবের উরধে উঠে সাগর - রুনি হত্যাকাণ্ডের তদন্ত করা হবে এবং অপরাধীদের শাস্তি দেওয়া হবে।

No comments:

Post a Comment