Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৩/৫/১৪)

1. নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গডফাদারদের দৌরাত্নের দিন শেষ হয়ে আসছে।
নারায়ণগঞ্জকে অপরাধ্মুক্ত শান্তির জেলা হিসেবে গড়ে তোলা হবে।

শামীমের সহায়তায় পালালেন নূর হোসেন (prothom-alo)
শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ত্বকী মঞ্চের (prothom-alo)
শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি (mzamin.com)

অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানোয় দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিডিয়ার ঐক্যবদ্ধ ভূমিকা প্রশংসনীয়।

2. লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে ডেকে নিয়ে হত্যা (ittefaq.com.bd)

3. "যেখানে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকার লোপাট দুর্নীতি চলে সেখানে গ্রামের অসহায় মহিলাদের ব্যাংককে রাষ্ট্রীয়করণ আমাদের শঙ্কিত করে তোলে।"

State-owned banks in Bangladesh: From cancer to pimple (The Economist; April 19, 2014 Print Edition)
Microfinance in Bangladesh: Rehabilitation and attack (The Economist; April 19, 2014 Print Edition)


4. সবার মতামতের ভিত্তিতে পাবলিক পরীক্ষাগুলোতে প্রণীত গ্রেডিং পদ্ধতির ত্রুটিগুলো দূর করে গ্রেডিং পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।

বর্তমান পদ্ধতিতে হাজার শিক্ষার্থী কিংবা লক্ষ শিক্ষার্থী একই গ্রেইড পায়। ফলাফল দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের উপায় নেই।
আগে মেধা তালিকায় স্থান করে নেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করত। এখন সেই অনুপ্রেরণা নেই।
বিজ্ঞান এবং গণিতের বিষয়গুলোতে শুধু ৮০ নাম্বার পাওয়ার লক্ষ্য মেধাবী ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের অন্তরায়।
প্রাপ্ত নাম্বার প্রকাশ করা হয় না অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সবার অজান্তে ব্যবহার করা হয় - এখানে অস্বচ্ছতা রয়েছে।

শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হচ্ছে কি? - তুহিন ওয়াদুদ (prothom-alo.com)

5. জার্মানি বাংলাদেশের রেলওয়ে উন্নয়ন, পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ খাত, নৌ পরিবহণ, বর্জ্য ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে আগ্রহী। (banglanews24.com)

6. নারায়ণগঞ্জ, ফেনী, কক্সবাজারের পাশাপাশি চতুর্থ জেলা হিসেবে লক্ষ্মীপুরের উপর আমাদের নজরদারি বাড়বে - বিশেষ করে সন্ত্রাসের মদদদাতা গডফাদারদের উপর। গডফাদার আবু তাহের লক্ষ্মীপুরকে আতঙ্কের জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।  
লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু জরুরী।

আমরা কেন লাশ হলাম? (prothom-alo.com)
"নারায়ণগঞ্জের পর ফেনী। ফেনীর পর লক্ষ্মীপুর। এরপর কি?"

7. বাংলাদেশ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির (Renewable Energy) উৎস উদ্ভাবন এবং ব্যবহারে সারা পৃথিবীর উদাহরণ।
সামনের দিনগুলোতে রিকশার চাকার ঘূর্ণনে বিদ্যুৎ এবং বন্যার পানিতে বিদ্যুৎ - এর মত উদ্ভাবন আসবে।

নবায়নযোগ্য জ্বালানি: নিরালাপুঞ্জির আলোকিত জীবন - ড. মুশফিকুর রহমান (prothom-alo.com)

8. 'মূসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ জরুরি' (banglanews24.com)

গুণী ব্যক্তিদের গুণের কদর না করলে দেশের মানুষের মাঝে গুণী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে কিভাবে?

9. একরাম হত্যা - কিলিং মিশনে অংশ নিয়েছিল যারা (mzamin.com)
"হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেনীতে। ... নিজাম হাজারীর আতঙ্কে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও
কিলিং মিশনে জড়িতদের নাম এখন ফেনীবাসীর মুখস্ত।"  

প্রথম গুলি করে এমপির ভাই (ছবিসহ) (jugantor.com)
"একরামুল হককে প্রথম গুলিটি করে ফেনী - ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম ওরফে আবিদ।"

কিলিং মিশনে জড়িতদের প্রত্যেককে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক।
গ্রেপ্তার করা হোক ফেনীর গডফাদার সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে।

সীমান্তে সীমান্ত রক্ষাকারী বাহিনীর এবং বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সতর্ক অবস্থান জরুরী।

10. মধ্যপ্রাচ্যে সীমিত এজেন্সি চায় দূতাবাস, তৎপর ব্যবসায়ীরা (mzamin.com)

কোন রিক্রুটিং এজেন্সি দরিদ্র ব্যক্তিদের সাথে প্রতারণা করলে - কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

11. এখন থেকে যত দিন যাবে নাগরিক শক্তির কার্যক্রম তত জোরদার হবে, প্রভাব জনগণের মনে গভীর থেকে গভীরভাবে অনুভূত হবে -
until পুরো বাংলাদেশ নাগরিক শক্তি হয়ে উঠে!
যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার স্বপ্নটা অনেক দিনের!

প্রত্যেকটা মানুষের মাঝে লুকিয়ে আছে বিশাল শক্তি, অফুরন্ত সম্ভাবনা (লিপটনের কথা পড়ুন)।
এমন ১৬ কোটি শক্তি, ১৬ কোটি সম্ভাবনার একটাকেও হারাতে দেয়া যাবে না।

12. কিলিং মিশনের পাঁচ ক্যাডার আটক (samakal.net)
"একরামুল হককে নৃশংস ভাবে হত্যায় জড়িত সরকারি দলের পাঁচ ক্যাডারসহ আটজনকে আটক করেছে রাব। এ পাঁচ ক্যাডারই কিলিং মিশনে অংশ নিয়েছিল।"
"হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে নানা কৌশল নিয়েছে পুলিশ। ঘটনার সময় ওই এলাকার মোবাইল ফোনে কারা কী কথা বলেছিলেন,
সেগুলো সংগ্রহ করা হয়েছে। ওই সময় স্থানীয় কয়েকজন মোবাইল দিয়ে ভিডিও করেন পুরো দৃশ্য। সেটাও পুলিশের হাতে এসেছে।
আরও কয়েকটি ভিডিও আসবে বলে পুলিশ আশা করছে।"

অপরাধীদের শনাক্ত করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য প্রযুক্তির ব্যবহার সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত সকল বাহিনীকে অভিনন্দন।

এখন থেকে দেশের জনগণ অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখবেন।

সীমান্তে এবং বিমানবন্দরে সতর্ক অবস্থান জরুরী।

13.  লিপটনের কৃষিবান্ধব যন্ত্রপাতি
লিপটনের উদ্ভাবনগুলো আমাদের সবার জন্য অনুপ্রেরণা দায়ক!
আমাদের উর্বর ভূমিগুলোতে কৃষকরা উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারলে দেশে আরেকটা বিশাল বিপ্লব ঘটবে!
চলুন, আমরা এগিয়ে এসে কৃষকের হাতে উন্নত যন্ত্রপাতি তুলে দেই।

14. 'খাদ্যে ভেজাল রোধে চাই সমন্বিত উদ্যোগ'
বাংলাদেশের মানুষ এখন বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ বিবেচনা করে নাগরিক কর্মসূচী দিচ্ছে।
মাদক বিরোধী, যৌতুক বিরোধী কর্মসূচীর পাশাপাশি খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন করেছে।
জনস্বার্থে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদার করার জন্য দায়িত্বপ্রাপ্ত মাজিস্ট্রেটদের দৃষ্টি আকর্ষণ করছি।  

15. গণজাগরণ মঞ্চ আজ গোলটেবিল বৈঠক করবে
বংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে গণজাগরণ মঞ্চের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করে।

No comments:

Post a Comment