Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৯/৫/১৪)

1. নাগরিক শক্তিতে যোগ্যতা দিয়ে সবাই উপরে উঠবে।
পারিবারিকভাবে শীর্ষ নেতৃত্ব দখল করে রাখার সংস্কৃতির অবসান।
বাংলাদেশের যে কোন নাগরিক নিজ যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন।

2. আগে Infrastructure, প্রয়োজনীয় জনশক্তি, Energy supply নিশ্চিত করতে হবে। (নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে নিশ্চিত করবে।)
আমি বিখ্যাত সব ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো।

3. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: জাতিসংঘের মিশনগুলোতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারলে সামনে কূটনৈতিক উদ্যোগ নেবো।

4. দেশবাসীর প্রতি অনুরোধঃ
রাবের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ৭ খুনের সাথে (প্রকৃত অপরাধীদের থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে) এবং
অন্যান্য উদ্দেশ্যপূর্ণ অপপ্রচার, মিথ্যা বানোয়াট কাহিনী, গুজবগুলোতে কান দেবেন না।

ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অপরাধী রাজনীতিবিদদের সবাই রুখে দাঁড়াচ্ছে - এটা দুষ্কৃতিকারীদের পছন্দ হওয়ার কথা না।  
আইনশৃঙ্খলা বাহিনীর একটির ওয়েবসাইটে অপর একটি বাহিনী সম্পর্কে অপপ্রচার - দুষ্কৃতিকারীদের নিচু মানসিকতার পরিচয় বহন করে।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মাঝে দূরত্ব সৃষ্টিকারী এসব দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী দেশ ও জনগণের শত্রু।

আমাদের দেশে রাজনীতিবিদরা প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোর শেয়ারের মালিক। মিডিয়াতে কথা বলেনও নেতারাই। উদ্দেশ্যপ্রণোদিত
গুজব ছড়ানো এবং জনগণের মনে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা খুবই সহজ।

রাব সদস্যদের মানসিক অবস্থা - কল্পনা করে দেখুন।
দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত সত্য সম্পর্কে নিশ্চিত না হয়ে শুধুমাত্র গুজবের উপর ভিত্তি করে রাবের বিরুদ্ধে আপত্তিকর কিছু লিখবেন না।
ধৈর্য ধরুন। প্রকৃত সত্য উদ্ঘটিত হবে।  
সত্যের জয় হবেই।

5. প্রতারক চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা হবে।
৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে "যুবক" - banglanews24.com

6. জয়পুরহাট - আখ চাষিদের পাওনা  (banglanews24.com)

7. বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণ উপলব্ধি করছে - অন্যায়কারীরা সংখ্যায় নগণ্য। বাংলাদেশের জনগণ
আর অন্যায় অপরাধ অবিচার শোষণ মেনে নেবে না।
৭ হত্যাকাণ্ড: নূর হোসেনের আটক ২ সহযোগী রিমান্ডে
নূর হোসেনের আটক ২ সহযোগী রিমান্ডে  - priyo.com
(জনগণ ধরে পুলিশে সোপর্দ করেছে।)

8. সমস্যা: সহায় সম্পত্তি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীদের উপর অন্যায় - অত্যাচার নেমে আসে। অনেকে প্রতারণার শিকার হন। তারা
অভিযোগ জানানোর জন্য কাউকে পান না।  
সমাধান: মধ্যপ্রাচ্যে বাংলাদেশ আম্বেসিগুলোকে শক্তিশালী করা হবে। প্রবাসী কর্মীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। আন্তরিকভাবে সমস্যা সমাধান করা হবে।

9. বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সেমি ফাইনালে খেলবে। এই লক্ষ্যে প্রস্তুতি ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হোক।

10. আমাদের দেশের বিশ্বমানের মেধাবী মানুষগুলো কর্মরত আছেন পৃথিবীর নানা দেশে। দেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং
ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নিয়ে এবং অর্থায়ন নিশ্চিত করে
(পাশাপাশি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে) তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মেধাবী মানুষরাই স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশানের জন্য প্রতিযোগিতা করবেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। (মালয়েশিয়া শিক্ষার্থীদের
এমন একটা ডেস্টিনেশান হয়ে উঠেছে।)
আমাদের মনজুর মোরশেদ - প্রফেসর ডঃ মোহাম্মদ কায়কোবাদ (prothom-alo)

No comments:

Post a Comment