1.নরওয়েতে প্রযুক্তির পরশ (prothom-alo.com)
"বাংলাদেশেও যদি তথ্যপ্রযুক্তির এত চমৎকার ব্যবহার করা যায়, দেশের প্রায় সব মানুষ যদি শিক্ষিত হয়, প্রত্যেক শহরে-গ্রামে যদি তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়া যায়, তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশও ‘আধুনিক’ ও ‘ডিজিটাল’ দেশ নামে আখ্যায়িত হবে। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা নতুন প্রজন্ম কি পারব না দেশকে সেই সম্মানটুকু এনে দিতে?"
- গ্রামীণফোন-প্রথম আলো আই–জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হওয়ার পুরস্কার হিসেবে নরওয়ে ঘুরে আসা কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সীলমা সুবাহ রাইসা।
প্রাইমারি ও সেকেন্ডারি এজুকেশান (১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী) এ পরিবর্তন আনা হবে।
৩টি বিষয়ের উপর জোর দেওয়া হবে
১. গাণিতিক দক্ষতা
২. ইংরেজি দক্ষতা
৩. কম্পিউটার দক্ষতা
সার্চ করে, ওয়েব ব্যবহার করে যে কোন তথ্য খুঁজে বের করা;
কম্পিউটারে হিসেবনিকেশ / কম্পিউট করতে শেখা;
Scratch, Alice ধরণের শিশুতোষ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামিং এ হাতেখড়ি;
আমরা জানি, দেশে গণিত, ইংরেজি এবং কম্পিউটারে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে।
এই তিনটি দক্ষতা গড়ে তুলতে দেশের সব স্কুলে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার এবং প্রজেক্টার সরবরাহ করা হবে। স্ক্রিনে শিক্ষার্থীদের lessons পরিবেশিত হবে। শিক্ষার্থীরা কম্পিউটারে পাঠ নেবে।
প্রজেক্টার সাশ্রয়ী করতে প্রয়োজনে আমিই দেশে প্রজেক্টার উৎপাদন করবো।
2."আন্তর্জাতিক আদিবাসী দিবস"এ দেশের সব আদিবাসী জাতি গোষ্ঠীর জন্য শুভেচ্ছা!
"জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা" - হোক এবারের আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য।
- শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন আদিবাসী-বাঙালির সেতুবন্ধ (prothom-alo.com)
- রাঙামাটি ও বান্দরবানে আদিবাসী দিবস উদ্যাপিত (prothom-alo.com)
- ‘আদিবাসী’ শব্দ পরিহারের পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া (prothom-alo.com)
সরকার "আদিবাসী" শব্দটির ব্যবহার পরিহারের নির্দেশ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে - আমরা তার কার্যকারিতা স্থগিতের আবেদন জানাচ্ছি।
সংবিধান পরিবর্তন করে আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করার প্রচেষ্টা আমাদের ব্যথিত করে।
[তথ্য বিবরণী: "আদিবাসী" শব্দ পরিহার করুণ]
3.."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
ইয়াবাসহ যুবক গ্রেপ্তার (prothom-alo.com)
4."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।
5.অন্যায় অপরাধমুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি
নূর হোসেনের গাড়ির চালক মিজানুর পটুয়াখালীতে গ্রেপ্তার (prothom-alo.com)
6.সামাজিক ব্যবসা - Social Business
ইতালিতে সামাজিক ব্যবসা চালু করতে প্রফেসর ড. ইউনূসকে আমন্ত্রণ (prothom-alo.com)
7.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি
আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।
চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার (prothom-alo.com)
সাতকানিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৪ (prothom-alo.com)
8.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত কক্সবাজার জেলা গড়ে তোলায় অগ্রগতি
দুই আসামি গ্রেপ্তার (prothom-alo.com)
9.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
সব ধরণের অপরাধ কমিয়ে আনা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
Infrastructure খাতে বড় ধরণের বিনিয়োগ আসবে। প্রকল্প হাতে নেওয়া হবে। পরিমিত POWER SUPPLY, উন্নত Transportation, Communication Infrastructure গড়ে তোলা হবে। বন্দরে পণ্য আমদানি-রপ্তানি হান্ডলিং এ আসছে নতুন উদ্যোগ।
বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ।
সাতকানিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৪ (prothom-alo.com)
8.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত কক্সবাজার জেলা গড়ে তোলায় অগ্রগতি
দুই আসামি গ্রেপ্তার (prothom-alo.com)
9.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
সব ধরণের অপরাধ কমিয়ে আনা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
Infrastructure খাতে বড় ধরণের বিনিয়োগ আসবে। প্রকল্প হাতে নেওয়া হবে। পরিমিত POWER SUPPLY, উন্নত Transportation, Communication Infrastructure গড়ে তোলা হবে। বন্দরে পণ্য আমদানি-রপ্তানি হান্ডলিং এ আসছে নতুন উদ্যোগ।
বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ।
"দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি আরো বাড়ানো সম্ভব বলেও তারা মনে করে তারা।
তিনি উল্লেখ করেন, সার, গুঁড়ো দুধ, চিনি, সেই সঙ্গে গম, সূর্যমুখী তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানিকে।"
10.পিস্তল কিনে এনে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (banglanews24.com)
No comments:
Post a Comment