1.শান্তির পক্ষে একযোগে কাজ করতে হবেঃ ক্রিস পাটেন (prothom-alo.com)
2.BSF hands over BD land to BGB after 66 years (en.prothom-alo.com)
Congratulations to Border Guard Bangladesh (BGB) - our pride!
ভারত থেকে ৬৬ বছর পর ৭৫ বিঘা জমি উদ্ধার (banglanews24.com)
3."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" - লক্ষ্য অর্জনে অগ্রগতি
গাজীপুরে পিস্তল - গুলিসহ আটক ২ (banglanews24.com)
4.ভেজাল খাদ্য এবং ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি
সৈয়দপুরে ৪ ফল ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা (banglanews24.com)
5.মানবপাচার রোধে অগ্রগতি
কক্সবাজারে ২ দালাল আটক (banglanews24.com)
6.দেশে জুয়ার আসর ঘিরে নানা অপকর্ম সংঘটিত হয়। জুয়ার আসরগুলো উচ্ছেদ করা হবে।
গাইবান্ধায় দুই জুয়াড়ির কারাদন্ড (banglanews24.com)
7."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বগুড়ায় ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)
8.আন্তর্জাতিক চোরাচালান এবং মানি লন্ডারিং এ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হুন্ডির মাধ্যমে প্রবাসীদের অর্থ পাঠানো বন্ধ করতে পারলে দেশের ফরেইন রেমিটেন্স প্রায় দ্বিগুণ হবে।
রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী অশোকের বিরুদ্ধে দুদকের চার্জশিট (banglanews24.com)
9.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
আমের মৌসুমে চাঙ্গা রাজশাহীর অর্থনীতি (banglanews24.com)
বিজিএমইএ'র ইফতার পার্টি সম্পন্ন (banglanews24.com)
10.বাংলাদেশে হরতাল - জ্বালাও - পোড়াও এর সংস্কৃতি বন্ধ হয়েছে।
একদিনের হরতালে দেশে ২ হাজার কোটি টাকার উপর ক্ষতি হয়।
এভাবে হিসেব করলে ২-৩দিনের হরতালে দেশের জিডিপি থেকে ১ বিলিয়ন ডলার হারিয়ে যায়।
২০১৪-১৫ অর্থবছরে আমরা হরতাল বন্ধের ফলে অর্থনীতিতে প্রভাব দেখবো।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১০% ছাড়িয়ে যাবে।
ধরি, বাংলাদেশের বর্তমান জিডিপি আনুমানিক ১৫০ বিলিয়ন ডলার। তাহলে, ১০% প্রবৃদ্ধির জন্য ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি ১৬৫ বিলিয়ন ডলার (১৫ বিলিয়ন ডলার বেশি) হতে হবে।
১৫ বিলিয়ন ডলারের উপর জিডিপি প্রবৃদ্ধি তো খুবই সম্ভব।
আগের অর্থবছরের মত দিনের পর দিন হরতাল নেই। পোশাক শিল্পে রপ্তানি অনেকখানি বাড়বে। ব্যবসা ভালো চলবে।
অন্যায় - অপরাধ - মাদকের প্রকোপ নেই। জীবনের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই।
দুর্নীতি অনেক খানি নিয়ন্ত্রণে।
স্থানীয় সরকারগুলো তাদের দায়িত্ব পালন করবে।
ব্যবসা - উদ্যোগের পথে সমস্যাগুলো দূর করা হবে।
হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো বন্ধ হলে ফরেইন রেমিটেন্স অনেকখানি বাড়বে - বেশ কয়েক বিলিয়ন ডলার।
আমাদের বড় চ্যালেঞ্জ হবে - বাইরে পাচার হওয়া কালো টাকা ফিরিয়ে আনা। আমরা অনেক বিলিয়ন ডলার ফিরিয়ে এনে প্রকৃত মালিক জনগণের হাতে ফিরিয়ে দেবো।
আসলে আমরা খুব দ্রুত মাথাপিছু আয়ের দিক দিয়ে প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলংকা আর ভিয়েতনামকে ছাড়িয়ে যাব!
বাংলাদেশ কয়েক বছরের মাঝে Emerging Economyগুলোর মাঝে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে।
আগের লেখাঃ
[
২০১৪-১৫ অর্থ বছরে আমাদের লক্ষ্য ১০%+ জিডিপি প্রবৃদ্ধি অর্জন।
সহজভাবে বলতে গেলে ব্যাপারটা হল, আগের ১ বছরে দেশে মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, আগামী ১ বছরে তার চেয়ে ১০% এর বেশি পণ্য ও সেবা উৎপাদন।
আগের ১ বছরে সারা দেশে ১০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদিত হলে, আগামী ১ বছরে ১১০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদন।
ভাগ করে দিলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়।
গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট গত ১ বছরে ২০ বিলিয়ন ডলার হলে, আগামী ১ বছরে ২২ বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে হবে।
আবার, কোন মাঝারি আকারের ব্যবসা গত ১ বছরে ১০ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করলে, আগামী ১ বছরে ১১ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করতে হবে।
এভাবে আমরা যে যেখানেই আছি না কেন, প্রত্যেকে যদি পণ্য বা সেবায় নিজের contribution আগের ১ বছরের তুলনায় ১০% বাড়াতে পারি তবে আমরা ১০% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের লক্ষ্য হোক আগের বছরের তুলনায় ১০% বেশি উন্নতি।
কোন ছাত্র বা ছাত্রী আগের ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা পড়াশোনা করলে আগামী ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা ৩৬ মিনিট পড়াশোনা করতে হবে এবং প্রত্যেক বিষয়ে ১০% বেশি নাম্বার পেতে হবে।
গত ১০ বছরে নিয়মিতভাবে আমরা আগের বছরের তুলনায় ৬ - ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।
অন্যভাবে বলতে গেলে, গত ১০ বছরে - প্রতিবছর আগের বছরের তুলনায় দেশে উৎপাদিত মোট পণ্য ও সেবার পরিমাণ ৬ - ৬.৭% বৃদ্ধি পেয়েছে।
]
11.দুর্ভোগের শহর ঢাকা, দেখার কেউ নেই (prothom-alo.com)
12.আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড: গণিতের বিশ্বযাত্রা (prothom-alo.com)
নূর মোহাম্মদ শফিউল্লাহ,
আদিব হাসান,
সানজিদ আনোয়ার,
সাজিদ আখতার,
আসিফ-ই-ইলাহি আর
মুতাসিম মিম
- প্রত্যেকের জন্য দেশবাসীর শুভকামনা থাকবে।
তোমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেসেন্ট করবে - প্রতিটা মুহূর্তে মনে রেখো।
বাংলাদেশ এবারই প্রথম Gold Medal নিয়ে আসবে - আমরা অপেক্ষায় রইলাম!
2.BSF hands over BD land to BGB after 66 years (en.prothom-alo.com)
"Ending 66 years of illegal occupancy over 75-bigha Bangladeshi land along Benipur border in Jibannagar upazial, Indian Border Security Force (BSF) has handed it over to Border Guard Bangladesh (BGB). | |
BGB took over charge of the land from BSF on Friday, and they handed over the lands to farmers of the area later on Saturday." |
Congratulations to Border Guard Bangladesh (BGB) - our pride!
ভারত থেকে ৬৬ বছর পর ৭৫ বিঘা জমি উদ্ধার (banglanews24.com)
3."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" - লক্ষ্য অর্জনে অগ্রগতি
গাজীপুরে পিস্তল - গুলিসহ আটক ২ (banglanews24.com)
4.ভেজাল খাদ্য এবং ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি
সৈয়দপুরে ৪ ফল ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা (banglanews24.com)
5.মানবপাচার রোধে অগ্রগতি
কক্সবাজারে ২ দালাল আটক (banglanews24.com)
6.দেশে জুয়ার আসর ঘিরে নানা অপকর্ম সংঘটিত হয়। জুয়ার আসরগুলো উচ্ছেদ করা হবে।
গাইবান্ধায় দুই জুয়াড়ির কারাদন্ড (banglanews24.com)
7."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বগুড়ায় ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)
8.আন্তর্জাতিক চোরাচালান এবং মানি লন্ডারিং এ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হুন্ডির মাধ্যমে প্রবাসীদের অর্থ পাঠানো বন্ধ করতে পারলে দেশের ফরেইন রেমিটেন্স প্রায় দ্বিগুণ হবে।
রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী অশোকের বিরুদ্ধে দুদকের চার্জশিট (banglanews24.com)
9.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
আমের মৌসুমে চাঙ্গা রাজশাহীর অর্থনীতি (banglanews24.com)
বিজিএমইএ'র ইফতার পার্টি সম্পন্ন (banglanews24.com)
10.বাংলাদেশে হরতাল - জ্বালাও - পোড়াও এর সংস্কৃতি বন্ধ হয়েছে।
একদিনের হরতালে দেশে ২ হাজার কোটি টাকার উপর ক্ষতি হয়।
এভাবে হিসেব করলে ২-৩দিনের হরতালে দেশের জিডিপি থেকে ১ বিলিয়ন ডলার হারিয়ে যায়।
২০১৪-১৫ অর্থবছরে আমরা হরতাল বন্ধের ফলে অর্থনীতিতে প্রভাব দেখবো।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১০% ছাড়িয়ে যাবে।
ধরি, বাংলাদেশের বর্তমান জিডিপি আনুমানিক ১৫০ বিলিয়ন ডলার। তাহলে, ১০% প্রবৃদ্ধির জন্য ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি ১৬৫ বিলিয়ন ডলার (১৫ বিলিয়ন ডলার বেশি) হতে হবে।
১৫ বিলিয়ন ডলারের উপর জিডিপি প্রবৃদ্ধি তো খুবই সম্ভব।
আগের অর্থবছরের মত দিনের পর দিন হরতাল নেই। পোশাক শিল্পে রপ্তানি অনেকখানি বাড়বে। ব্যবসা ভালো চলবে।
অন্যায় - অপরাধ - মাদকের প্রকোপ নেই। জীবনের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই।
দুর্নীতি অনেক খানি নিয়ন্ত্রণে।
স্থানীয় সরকারগুলো তাদের দায়িত্ব পালন করবে।
ব্যবসা - উদ্যোগের পথে সমস্যাগুলো দূর করা হবে।
হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো বন্ধ হলে ফরেইন রেমিটেন্স অনেকখানি বাড়বে - বেশ কয়েক বিলিয়ন ডলার।
আমাদের বড় চ্যালেঞ্জ হবে - বাইরে পাচার হওয়া কালো টাকা ফিরিয়ে আনা। আমরা অনেক বিলিয়ন ডলার ফিরিয়ে এনে প্রকৃত মালিক জনগণের হাতে ফিরিয়ে দেবো।
আসলে আমরা খুব দ্রুত মাথাপিছু আয়ের দিক দিয়ে প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলংকা আর ভিয়েতনামকে ছাড়িয়ে যাব!
বাংলাদেশ কয়েক বছরের মাঝে Emerging Economyগুলোর মাঝে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে।
আগের লেখাঃ
[
২০১৪-১৫ অর্থ বছরে আমাদের লক্ষ্য ১০%+ জিডিপি প্রবৃদ্ধি অর্জন।
সহজভাবে বলতে গেলে ব্যাপারটা হল, আগের ১ বছরে দেশে মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, আগামী ১ বছরে তার চেয়ে ১০% এর বেশি পণ্য ও সেবা উৎপাদন।
আগের ১ বছরে সারা দেশে ১০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদিত হলে, আগামী ১ বছরে ১১০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা উৎপাদন।
ভাগ করে দিলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়।
গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট গত ১ বছরে ২০ বিলিয়ন ডলার হলে, আগামী ১ বছরে ২২ বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে হবে।
আবার, কোন মাঝারি আকারের ব্যবসা গত ১ বছরে ১০ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করলে, আগামী ১ বছরে ১১ লক্ষ টাকার পণ্য ও সেবা উৎপাদন করতে হবে।
এভাবে আমরা যে যেখানেই আছি না কেন, প্রত্যেকে যদি পণ্য বা সেবায় নিজের contribution আগের ১ বছরের তুলনায় ১০% বাড়াতে পারি তবে আমরা ১০% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের লক্ষ্য হোক আগের বছরের তুলনায় ১০% বেশি উন্নতি।
কোন ছাত্র বা ছাত্রী আগের ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা পড়াশোনা করলে আগামী ১ বছর প্রতিদিন গড়ে ৬ ঘন্টা ৩৬ মিনিট পড়াশোনা করতে হবে এবং প্রত্যেক বিষয়ে ১০% বেশি নাম্বার পেতে হবে।
গত ১০ বছরে নিয়মিতভাবে আমরা আগের বছরের তুলনায় ৬ - ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।
অন্যভাবে বলতে গেলে, গত ১০ বছরে - প্রতিবছর আগের বছরের তুলনায় দেশে উৎপাদিত মোট পণ্য ও সেবার পরিমাণ ৬ - ৬.৭% বৃদ্ধি পেয়েছে।
]
11.দুর্ভোগের শহর ঢাকা, দেখার কেউ নেই (prothom-alo.com)
12.আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড: গণিতের বিশ্বযাত্রা (prothom-alo.com)
নূর মোহাম্মদ শফিউল্লাহ,
আদিব হাসান,
সানজিদ আনোয়ার,
সাজিদ আখতার,
আসিফ-ই-ইলাহি আর
মুতাসিম মিম
- প্রত্যেকের জন্য দেশবাসীর শুভকামনা থাকবে।
তোমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেসেন্ট করবে - প্রতিটা মুহূর্তে মনে রেখো।
বাংলাদেশ এবারই প্রথম Gold Medal নিয়ে আসবে - আমরা অপেক্ষায় রইলাম!
No comments:
Post a Comment