Sunday, August 10, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৭/৬/১৪)

1.গাড়ি বানাবে প্রগতি: শিল্পমন্ত্রী (prothom-alo.com)

দেশে নতুন নতুন ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে তোলা হবে।

নতুন শিল্পের বিকাশের মাধ্যমে চাহিদা তৈরি হলে যোগানের জন্য নতুন নতুন পণ্য উৎপাদিত হবে। একটা শিল্প এভাবে কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে। দেশে মোটরগাড়ি শিল্প প্রতিষ্ঠিত হলে মোটরগাড়ির যন্ত্রাংশ উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। আবার মোটরগাড়ির জন্য মোটর উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হলে মোটর দিয়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। এভাবে একটা শিল্প কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে। 


2.ধামরাইয়ে বালুমহাল বিলুপ্ত করে চলছে লুটপাট (prothom-alo.com)

- আমরা ব্যবস্থা নেবো।

3.সোনারগাঁয়ে চার ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার (prothom-alo.com)

দেশের সড়কপথগুলোকে নিরাপদ করা হবে।

4.প্রযুক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের আইডিয়া: প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল (banglanews24.com)
নতুন প্রজন্মের কাছে অসম্ভব বলে কিছু নেই: প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল (kalerkantho.com)

নতুন প্রজন্ম এগিয়ে আসলে শুধু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ নয়, বাংলাদেশকে আরও বহুদূর নিয়ে যাওয়া সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।   

5."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি 

ইয়াবাসহ মাদক নিরাময় কেন্দ্রের ২ পরিচালক গ্রেপ্তার (banglanews24.com)
রাজধানীতে বিদেশী মদসহ আটক ২ (banglanews24.com)
মাদক নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চাইলেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির (banglanews24.com)

জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে বাংলাদেশকে মাদকমুক্ত করবে।

6.নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি

নূর হোসেনের প্রধান সহযোগী চার্চিল ৫ দিনের রিমান্ডে (banglanews24.com)

7.পরামর্শ ফী চেকের মাধ্যমে পরিশোধের সুপারিশ: ড. আবুল বারকাত (banglanews24.com)

8.ভারতের বিপক্ষে ভালো করতে চান মাশরাফি (banglanews24.com)

ভারতের বিপক্ষে সিরিজ জয় উদযাপন করতে দেশবাসী মুখিয়ে আছে!

9.'বিভ্রান্তিকর ও অপ্রীতিকর' সংবাদ প্রকাশ হয়েছে: র‌্যাব (prothom-alo.com)

"রাবের মত বাহিনীকে জড়িয়ে এহেন কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।"

প্রকৃত সত্য ধীরে ধীরে উন্মোচিত হবে।

10.ছয় দফা: শহীদের রক্তে লেখা: বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ (kalerkantho.com)

11.এক চিফ উইপের এত্ত সরকারি বাসা! (prothom-alo.com)

12.লোকমান হত্যা মামলা: আড়াই বছরেও বিচার শুরু হয়নি (prothom-alo.com)
আমাদের নজরে থাকবে।

No comments:

Post a Comment