Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৮/৮/১৪)

1.নিত্যপ্রয়োজনীয় এবং খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী এবং প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।


বাজারে নিত্যপ্রয়োজনীয় এবং খাদ্যদ্রব্য সবগুলো পণ্যের যথেষ্ট সরবরাহ আছে কিনা,
কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে কিনা,
ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন কিনা,
দোকানিরা মূল্যতালিকা দোকানে ঝুলিয়ে রেখেছেন কিনা
- তদারক করতে হবে।     


[আমরা জানি, যে জিনিসটি যত বেশি দুর্লভ - তার মূল্য তত বেশি। আমরা হীরা (Diamond) বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা ভাবতে পারি (নিলামে অনেক অর্থে বিক্রি হয়)। 
বাজারে নিত্যপ্রয়োজনীয় কোন পণ্য বা খাদ্যদ্রব্যের সরবরাহ কমে গেলে, ক্রেতারা বেশি দাম দিয়ে হলেও কিনতে বাধ্য (আপনি তো না খেয়ে থাকতে পারবেন না! দোকানি যে দাম চায় - দিতেই হবে)।
ধরা যাক, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেলো। তখন আমি আপনি সবাই বেশি দাম দিয়ে হলেও বাজার থেকে পেঁয়াজ কিনতে বাধ্য।
কিন্তু বাজারে সরবরাহ যদি যথেষ্ট থাকে, তখন দোকানি ভাবে, আমি যদি বেশি দাম দাবি করি তাহলে তো আমার দোকান থেকে কেউ কিনবে না। সরবরাহ অনেক। কাজেই অন্য দোকান - যেখানে দাম কম - সেখান থেকে কিনবে। কাজেই বাজারে সরবরাহ যথেষ্ট থাকলে দোকানি ন্যায্য দাম দাবি করতে বাধ্য।
অর্থনীতি (Economics)র এই সত্যটিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের সরবরাহ  কমিয়ে দেন (বিদেশ থেকে আমদানি করা বা দেশের কৃষকদের থেকে কেনা পণ্য)। ফলে দাম বেড়ে যায়।
যেসব অসাধু ব্যবসায়ী একটি পণ্য (যেমন - ইলিশ মাছ) বাইরের উৎস থেকে বাজারে সরবরাহ করেন - সবাই একজোট হয়ে বাজারে পণ্যটির (ধরি, ইলিশ মাছ) সরবরাহ কমিয়ে দিতে পারেন। একেই বলে সিন্ডিকেট।   
আমাদের দেশে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ধরাছোঁয়ার বাইরে থাকেন এই অসাধু ব্যবসায়ীরা।]


2.বিদ্যুৎ খাতের উন্নয়নে
দেশের স্বার্থবিরোধী চুক্তি (যেমন - রামপাল)
বা
দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা না করে তড়িঘড়ি করে বড় চুক্তিতে যাওয়া (যেমন - নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন) 
- না করে এখনই কিছু ব্যবস্থা নিতে হবে।


  • আমাদের existing power plantsগুলোর efficiency বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করতে হবে। 
  • "বিদ্যুৎ চুরি"-র বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।   
  • "সিস্টেম লস" - কমানোর লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। 
  • বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
  • নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে। 
  • গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর যন্ত্রপাতির সংস্কার করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৫০% এর বেশি বাড়ানো সম্ভব। এজন্য এক হিসেব মতে খরচ হবে আনুমানিক ৫০০০ কোটি টাকা - যা বিশ্বব্যাংক এবং এডিবি (ADB) দিতে প্রস্তুত। 


টেকনিক্যাল কাজগুলোতে বিদেশী Expertise এর উপর নির্ভরতা আমাদের কমাতে হবে।
প্রকল্প বাস্তবায়নে সক্ষম দেশী ইঞ্জিনিয়ারিং কর্পোরেশান আমি গড়ে তুলবো। 

কিছুদিন পর দেশে রিকশার চাকার ঘূর্ণনে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বন্যার পানি রূপান্তরিত হবে বিদ্যুতে। Renewable Energy Sector এ বাংলাদেশ হবে বিশ্বের মডেল।


3.আমরা অন্যের কাছে যাই শুনেছি - তা-ই নিজের মত (Opinion) করে নেবো না। 
নিজের বিচার বিশ্লেষণ দিয়ে নিজস্ব মতামত তৈরি করবো।
এতে কারও সাথে দ্বিমত থাকলে - নিজস্ব যুক্তি দিয়ে আলোচনা - বিতর্ক করতে পারবো - নিজের মতামত প্রতিষ্ঠিত করতে পারবো। 
অন্যের কাছে যা শুনেছি - তাকেই বিচার বিশ্লেষণ ছাড়া নিজের মতামত করে নিলে - সেই Opinion এ ভুল বা সীমাবদ্ধতা থাকলেও ধরতে পারবো না।

"Believe nothing. No matter where you read it or who said it, even if I had said it, unless it agrees with your own reason and your common sense."
- Buddha.

বেশিরভাগ মানুষ যাপন করে অন্যের দ্বারা defined জীবন। আশেপাশের মানুষ, সংস্কৃতি যেভাবে বলে - সেভাবে যাপিত জীবন। অন্যে যা ভালো বলে - তাই ভালো; যা খারাপ বলে তা-ই খারাপ - এমন জীবন।

আমরা এমনটা হব না। আমরা প্রত্যেকে আলাদা হব। প্রত্যেকে নিজেদের বিচার বিশ্লেষণ দিয়ে নিজেদের জীবন গড়ে তুলবো।

4.গণজাগরণ মঞ্চের দায়িত্ব হবে সারা দেশে ছড়িয়ে থাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গণজাগরণ মঞ্চের সব শাখাগুলোকে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ করা।    
৭১ এ সংগ্রাম করে আমরা দেশ স্বাধীন করেছি - আমাদের এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। 

"আমরা করবো জয়"।
গণজাগরণ মঞ্চ: "আমরা করবো জয়"


"জয় বাংলা, জয় জয় জয়"।



"সময় এসেছে নতুন শুরুর"।



"তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ
আছো সারওয়ারদি, শেরে বাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়"।

5.নাগরিক ঐক্য এবং গণজাগরণ মঞ্চ একসাথে কাজ করবে।

6."আন্তর্জাতিক আদিবাসী দিবস"এ দেশের সব আদিবাসী জাতি গোষ্ঠীর জন্য শুভেচ্ছা!
"জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা" - হোক এবারের আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য। 


"আমরা কি স্বপ্ন দেখবো, একদিন পাহাড়ি শিশুর হাত ধরে পরম আনন্দে পথ চলবে বাঙ্গালি শিশু রাঙামাটির পথে।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমাদের রাষ্ট্রপ্রধান আদিবাসীদের নিয়ে একটি সম্মেলনের ডাক দিলেন।
এক জুমিয়া নারী বলল, কী আফসোস, যদি রাষ্ট্রপ্রধানকে আমাদের খাবার দিয়ে একটু আপ্যায়ন করতে পারতাম?
রাষ্ট্রপ্রধান একদিন ঘোষণা দিলেন, আমার একটু বিশ্রাম দরকার। একদিন আদিবাসী গ্রামে গিয়ে বিশ্রাম নিতে চাই।
একদিন অবাক কান্ড ঘটল, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপ্রধান একটি আদিবাসী ভাষার গান শিখে ফেললেন। ইউটিউবে সেই গান ছড়িয়ে গেলো।

কদিন আগে দিনাজপুরের নবাবগঞ্জে দুদু সরেনকে দিনের বেলা হত্যা করলো ভুমিগ্রাসী চক্র। এর আগে ২০১১ সালে দুদু সরেনের আপন ভাই গোসাই সরেনকেও সন্ত্রাসীরা হত্যা করেছিল। তারও অনেক আগে ১৯৭৩ সালে তাদের বাবা ফাগু সরেনকে একই ভূমিদস্যু চক্র
খুন করেছিল। এসব হত্যার বিচার হয়নি বলেই আমরা এখানে রাষ্ট্রকে খুঁজে ফিরি।"   

[কী সুন্দর করে লিখেছেন সঞ্জীব দ্রং!
দুদু সরেন এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।
আদিবাসী এবং সনাতনী ধর্মাবলম্বীদের দুর্বল ভেবে তাদের জমিজমা কেড়ে নিতে হামলা-খুন এর ঘটনাগুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।]

  • দুই দশকেও অর্জিত হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার (banglanews24.com)

"বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আমরা চাই জাতীয়ভাবে "বিশ্ব আদিবাসী দিবস" পালন করা হোক।
এবার জাতিসংঘ কর্তৃক দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন।"

  • দৃকে "বিশ্বভরা প্রাণ" (ittefaq.com.bd)
  • আধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে পাহাড়ি সংস্কৃতি (ittefaq.com.bd)

- সরকার "আদিবাসী" শব্দটির ব্যবহার পরিহারের নির্দেশ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে - আমরা তার কার্যকারিতা স্থগিতের আবেদন জানাচ্ছি।
সংবিধান পরিবর্তন করে আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করার প্রচেষ্টা আমাদের ব্যথিত করে। 




7.মার্কিন রাষ্ট্রদূত ডান মজীনা বাংলাদেশে শুধুমাত্র একজন রাষ্ট্রদূতই নন, তিনি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে নিজের মাঝে ধারণ করেছেন। বাংলাদেশের মাঝে, এদেশের মানুষের মাঝে অনন্য সম্ভাবনা তিনি দেখেন।
লুঙ্গি পরে রিকাশায় বসে আন্তরিক ডান মজীনা - ছবিটি বাংলাদেশের মানুষের হৃদয়ে সবসময় থাকবে।   

ডান মজীনার এক দিন (prothom-alo.com)

"আমার আবার রসগোল্লা - সন্দেশ খুব পছন্দ।
রংপুর গাইবান্ধার মত এলাকার নদী ভাঙন ঠেকানোর ব্যাপারে আপনারা তাত্ত্বিকভাবে কি করতে পারেন? সাশ্রয়ী কোন কৌশল কি আছে আপনাদের কাছে?
জসীমউদ্দিনের 'কবর' তাঁর প্রিয় কবিতা।
আমি বাংলাদেশের সব জেলা ঘুরেছি। কারণ আমি মনে করি প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পাঠিয়েছেন। আমি গ্রাম থেকে গ্রামে যাই। আর নতুন নতুন জিনিস শিখি।
বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে নাতো কারা করবে?" 

8.ক্রীড়ায় বাংলাদেশ

মুশফিকের হাতে জোড়া ট্রফি (prothom-alo.com)

"সাকিব আল হাসান বললেন, আশা করি, ও (আমাদের মমিনুল) অবসর নেওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে।
মুস্তফা কামাল বললেন, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবো আমি। লম্বা কোন খেলোয়াড়কে ট্রফি তুলে দিতে খুব কষ্ট হয় জানেন। আমি তাই সেদিন মুশফিকের হাতেই তুলে দিতে চাই ট্রফিটা।"

তৃপ্তির সন্ধ্যায় সব পেলেন মুশফিক (prothom-alo.com)

"পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ। জুরিবোর্ডের রায়ে বর্ষসেরা ক্রীড়াবিদ।"

এই সিদ্দিক আত্নবিশ্বাসী (prothom-alo.com)

9.তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়

এম-বিলিয়নথ পুরষ্কার পেলো স্বস্তি ও এমপাওয়ার (prothom-alo.com)
(mbillionth.in - উদ্ভাবনের অনুপ্রেরণার জন্যও ঘুরে আসতে পারেন।)

10."Beautiful Bangladesh - রূপসী বাংলা"

ঘর হতে দুই পা ফেলিয়া (banglanews24.com)   

11."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

রাজশাহীতে মাদক মামলায় দন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার (banglanews24.com)

12."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

ডিএমপির ২০ থানায় বিশেষ অভিযান শুরু (banglanews24.com)

13.অন্যায় অপরাধমুক্ত উন্নত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী আটক (banglanews24.com)
লক্ষ্মীপুরে তাহের বাহিনী, শাহজাহান বাহিনী এবং এ ধরণের সব বাহিনীর কার্যকলাপ চিরদিনের জন্য বন্ধ করা হবে।   

14."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ে তোলায় অগ্রগতি

দুদকের তদন্তে শওকতের দুর্নীতির চিত্র

"গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের দুর্নীতির অন্যতম সহযোগী ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. খোব্দকার শওকত হোসেন।
গণপূর্ত সচিবের দায়িত্ব পালনকালে তিনি প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
দেশের বাইরেও কোটি কোটি টাকা পাচার করেছেন।"

আমরা জানি, রাজউক এবং অন্যান্য কর্তৃপক্ষের প্লট বরাদ্দের নামে প্রকান্ড রকম দুর্নীতি হয়।
এসব দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তি, সচিব (গণপূর্ত), মন্ত্রী (গৃহায়ন ও গণপূর্ত)দের স্বরূপ উদ্ঘাটিত হবে।

15.বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

বাজিতপুরে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন (banglanews24.com) 
লোহাগড়ায় বাল্যবিবাহের আয়োজন করায় জরিমানা (banglanews24.com)

16.মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ

৪৩ বছর পর শহীদ স্বজনদের কবর জিয়ারত (banglanews24.com)

হাসপাতালে শয্যাশায়ী সিলেটের নারী মুক্তিযোদ্ধা ছায়ারুন (banglanews24.com)
- সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে শয্যাশায়ী ছায়ারুন বেগমের পাশে এ দেশের মানুষকে থাকতে হবে।

17.ত্বকী হত্যা ছিল সুপরিকল্পিত: "সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ" আয়োজিত গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ এম এম আকাশ

সন্ত্রাস নির্মূলে সামাজিক বিপ্লবের আহবান
"বক্তারা বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের সামাজিক বিপ্লব সৃষ্টি করতে হবে।"



18.বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর উদ্যোগ

বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু (banglanews24.com)
বিজিবির উদ্যোগে মৎস্য সপ্তাহ পালন (banglanews24.com)
"এ কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।"

19.রবীন্দ্রনাথের অবস্থান মর্মমূলে
পশ্চিমবঙ্গে কবিগুরুর প্রয়ান দিবস পালিত (banglanews24.com)
- কবিগুরু রবিঠাকুর ছিলেন একজন শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ দার্শনিক এবং Mystic.

No comments:

Post a Comment