Friday, August 15, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৫/৭/১৪)

1.অর্থনীতি - শিল্প - বাণিজ্যে অগ্রগতি

বাংলাদেশের পোশাক কারখানা: নিরাপত্তা নিশ্চিত করতে খরচ হবে ১৫ কোটি ডলার (prothom-alo.com)
ঢাকার ৪৭টি বিপনি বিতানে বসানো হল জাল নোট শনাক্তকারী যন্ত্র (prothom-alo.com)


2.অন্যায় অপরাধমুক্ত উন্নত সিলেট জেলা গড়ে তোলায় অগ্রগতি

অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় সিলেট নগরী (banglanews24.com)
- চট্টগ্রাম নগরীর পর এবার সিলেট নগরও  সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার আওতায় এলো।

3."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে। 
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে। 
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার (banglanews24.com)
বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ যুবক আটক (banglanews24.com)
রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৩ (banglanews24.com)
লামায় ১৫০০ পিস ইয়াবাসহ দোকানি আটক (banglanews24.com)

অপরাধী চক্রের অভয়ারণ্য কক্সবাজারের খরুলিয়া (banglanews24.com)
- মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী লিয়াকত এবং তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।     


4.সামাজিক যোগাযোগ মাধ্যমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার

ফেসবুক পেজ সদস্যদের টাকায় পথ শিশুদের ঈদের জামা (banglanews24.com)
- "ব্রাহ্মণবাড়িয়া নেটিভ ল্যাঙ্গুয়েজ : বাউনবাইরার কতা" পেইজের সদস্যদের এই উদ্যোগ প্রশংসনীয়।
   
5.অন্যায় অপরাধমুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

রূপগঞ্জে ৩ ছিনতাইকারী আটক (banglanews24.com)

6.সাটুরিয়ায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান (banglanews24.com)

- দেশে অন্যায় করার জন্য যার তার গায়ে হাত তোলার অসভ্যতা - মেনে নেওয়া হবে না। 
যেখানে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তার অসভ্য আচরণের জন্য কিছুদিন আগে তিরস্কৃত হয়েছেন - সেখানে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লার অসভ্যতা এবং ধৃষ্টতা দেখানোর সাহস থাকার কথা না।    
ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

7.ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করা, কালোবাজারে টিকিট বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধ করা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঞ্চ ছাড়ার সিধান্ত নেওয়া - নিশ্চিত করতে হবে।
নিশ্চিত করতে হবে - দেশবাসী ঈদ করতে যাতে শান্তিতে নিজের বাড়ি পৌঁছাতে পারে।

দেশে আমরা লঞ্চ দুর্ঘটনায় জীবনহানি আর হতে দেবো না।

পাটুরিয়ায় ২টি লঞ্চকে জরিমানা (banglanews24.com)

8.নারী অগ্রগতি, ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক অগ্রগতি

বাংলাদেশের নারীদের বেশ কিছু পরিসংখ্যান অনন্য।

গ্রামীণ ব্যাংকের ৮৫ লক্ষাধিক গ্রাহকের মাঝে ৯৭% নারী। এই নারীরা ক্ষুদ্রঋণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন।
নারীর ক্ষমতায়নে গ্রামীণ, ব্র্যাকসহ এনজিওগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সরকার জানে সরকারের একার পক্ষে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। তাই আমাদের সরকার স্বাধীনতার পর থেকেই এনজিওগুলোর বিকাশের সুযোগ করে দিয়েছে।
গত দশকে দেশের শিল্প ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা গার্মেন্টস শিল্পের বিকাশ। গার্মেন্টস কর্মীর সংখ্যা প্রায় ৪০ লক্ষ, যার ৮৫% এর উপর নারী।  

শুধু কি দারিদ্র্য দূরীকরণে নারীদের অংশগ্রহণ?

শিক্ষা ক্ষেত্রে চিত্রটা আমরা দেখি।
আমাদের দেশের মেডিক্যাল কলেজগুলোতে প্রায় ৫৫-৬০% ছাত্রী (৪০-৪৫% ছাত্র)।
মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং ছাত্রীদের জন্য বৃত্তি - নারী শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছে।

আমাদের রাজনীতি নিয়ে যতই অভিযোগ থাকুক, একটা ব্যাপারে আমাদের রাজনীতি পৃথিবীতে অনন্য - আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দুইজনই নারী।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্থান দুইজন নারীর দখলে - এটা নিশ্চয় আমাদের দেশের নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

নারী অগ্রগতি, ক্ষমতায়নের মাধ্যমে আমাদের দেশে (অনেকের অলক্ষ্যেই) সামাজিক অগ্রগতি ঘটেছে।
আমরা কি জানি, সামাজিক নানা সূচকে (যেমন শিশু মৃত্যুহার, গড় আয়ু, নারী শিক্ষা, শিশু পুষ্টি, শিশুদের টিকা - ভ্যাক্সিন দেওয়ার হার, ইত্যাদিতে) আমরা প্রতিবেশী ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছি?

"নারী অগ্রগতি, ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক অগ্রগতি" - কিভাবে?

শিক্ষিত - স্বাবলম্বী নারীরা ছেলেমেয়ে নেন কম (শিশুর জন্মের সময় কয়েকমাস ছুটি নেওয়া ইত্যাদি কারণে)। ছেলেমেয়ে কম নিলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ যত্ন নেওয়া সম্ভব হয়।
আবার, পরিবারে মায়েদের ভূমিকা বেশি থাকলে মেয়ে শিশুরা ছেলে শিশুদের সমান অধিকার, যত্ন, শিক্ষার সুযোগ পায়।  
শিক্ষিত - স্বাবলম্বী নারীরা শিশুদের যত্ন নেন বেশি। টিকা - ভ্যাক্সিন দেওয়া ইত্যাদি নিশ্চিত হয়। শিশুদের স্বাস্থ্য ভালো থাকে। এসব ব্যাপার পরিসংখ্যানে শিশু মৃত্যু হার কমিয়ে আনে; শিশু পুষ্টি (স্বাস্থ্যবান শিশু) ইত্যাদি সূচকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  


আমাদের দেশে সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ভূমিকা দেখে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে দুটি দেশ থেকে ভারত সবচেয়ে বেশি শিখতে পারে তাদের একটি হল চায়না, অপরটি হল বাংলাদেশ।

রেফরেন্স
নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক অগ্রগতি: প্রেক্ষাপট বাংলাদেশ (March 6, 2014)

9.নবাবগঞ্জে গ্রাম পুলিশদের ঈদ বস্ত্র বিতরণ (banglanews24.com)

নবাবগঞ্জে গ্রাম পুলিশদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

10.লালপুরে ভেজাল সারসহ আটক ১ (banglanews24.com)

11."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করেছেন।

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার (prothom-alo.com)
- সরকারি দলের ছাত্র সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে অবাধে অপরাধ - চাঁদাবাজির দিন শেষ।

12.বিমানবন্দরগুলোতে স্বর্ণ চোরাচালান রোধে অগ্রগতি

শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দীর্ঘদিন স্বর্ণ চোরাচালানের রুট হিসবে ব্যবহৃত হচ্ছিল। গত কয়েক মাসের কঠোর অবস্থানে স্বর্ণ চোরাচালান রোধে অনেকখানি অগ্রগতি হয়েছে।

শাহজালালে ৬৫ লাখ টাকার সোনাসহ দুজন আটক (prothom-alo.com)

13.ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের রৌপ্য (samakal.net)
চোখ এখন অলিম্পিকে (samakal.net)
- কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি কে অভিনন্দন! এবার লক্ষ্য অলিম্পিকে পদক জয়!

"আমরাও একদিন বিশ্বকাপ জিতবো": জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম (samakal.net)
- ক্যাপ্টেইন ফ্যান্টাস্টিক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি বিশ্বকাপ জয় করে আনবে - দেশবাসী সেই স্বপ্নে বিভোর!  

15.বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করবে।

গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে নেপাল, ভুটান এবং ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে ওঠা,
সমুদ্রে তেল ও গ্যাস আবিষ্কার,
পলিটিকাল স্টাবিলিটি, দক্ষ কর্মশক্তি এবং প্রয়োজনীয় Infrastructure নিশ্চিত করার মাধ্যমে বিদেশী বিনিয়োগ,
নতুন নতুন শিল্প স্থাপন,
আইসিটি, জাহাজ নির্মাণ এ অগ্রগতির পাশাপাশি Construction, Medical Device, Automobile, Biotech এবং অন্যান্য প্রকৌশল ও প্রযুক্তি শিল্প গড়ে তোলা,  
নতুন নতুন Market কে লক্ষ্য করে নতুন Product আনা এবং রপ্তানিতে প্রবৃদ্ধি,  

- এসবের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার  Regional Powerhouse.

No comments:

Post a Comment