Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৫/৬/১৪)

1.নাগরিক শক্তি: সংগঠন

জেনারেল সেক্রেটারি
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার

কো-জেনারেল সেক্রেটারি
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত: মুক্তিযোদ্ধা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান; জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান; বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি।  

"নাগরিক শক্তি"র আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘোষণার পর জেনারেল সেক্রেটারি এবং কো-জেনারেল সেক্রেটারিদ্বয় নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

নাগরিক শক্তির প্রতীক হবে "বই"।

মূলমন্ত্র হবে "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"।

রেফরেন্স
নাগরিক শক্তি : সংগঠন (Organizaion of Nagorik Shakti)

1.বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির খবর

ঢাকায় ইন্টারটেকের পরীক্ষাগারের যাত্রা শুরু (prothom-alo.com)
পরসেলনসা এখন বাংলাদেশে (prothom-alo.com)
একসাথে কাজ করবে ডিআইআইটি ও ব্র্যাক আইটি (tech.priyo.com)
তথ্যপ্রযুক্তি খাতে নবীন উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার (tech.priyo.com)

রাজনৈতিক অস্থিরতায় গতি কমেনি বিদেশী বিনিয়োগের (prothom-alo.com)

- গত বছর দেশে প্রায় ১৬০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগ এসেছে।
উন্নত অবকাঠামো নির্মাণ (যেমন
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন,
গভীর সমুদ্র বন্দর নির্মাণ,
পদ্মা সেতু নির্মাণ,
মহাসড়কগুলোর প্রশস্থতা বাড়ানো),
প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ
(নতুন নতুন renewable source (রিকশা, নদী স্রোত) থেকে বিদ্যুৎ উৎপাদন,
বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান, দেশের বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় কোম্পানির মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান (আমি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তুলবো),
দেশের জন্য সবচেয়ে উপযোগী এবং দেশের স্বার্থের সাথে কোনরকম সংঘাত নেই [রামপাল কিংবা নিউক্লিয়ার বনাম - বাংলাদেশের স্বার্থ] বিদ্যুৎ উৎপাদন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন,
বৈদ্যুতিক গ্রিডগুলোর efficiency বাড়ানো, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ইত্যাদি),
প্রয়োজনীয় কর্মশক্তি গড়ে তোলা,
কূটনৈতিক উদ্যোগ,
ব্যবসা উপযোগী পরিবেশ,
ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা
- নিশ্চিত করে দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানো হবে।

আমি পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে আসবো।    

রেফরেন্স
নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা

2.রাষ্ট্র সর্বজনীন সংস্কৃতি তৈরি করতে পারছে না: হাসান আজিজুল হক (prothom-alo.com)

3.ঋণখেলাপীর মামলায় তারেকের বিচার্য বিষয়ে আদেশ ১৬ জুলাই (prothom-alo.com)

4.অন্যায় - অপরাধমুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

বালু তোলার অভিযোগে আটক ৭, ড্রেজার জব্দ (prothom-alo.com)

5.আমরা দেশের সব রাজনৈতিক দলকে গণমানুষের কাছে যাওয়ার আহ্বান জানাই।

দেশে গণমানুষকে নিয়ে, গণমানুষের জন্য রাজনীতি করে এমন দল বহু বছর ছিল না বলে - বর্তমান রাজনৈতিক দলগুলো টিকে আছে।
গণমানুষের দল থাকলে বড় বড় দলগুলোও অস্তিত্ব সংকটে পড়ত।

রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব এক এক এলাকায় জনগণের উপর নির্ভর না করে শুধুমাত্র একজন নেতার উপর নির্ভর করেন। সেই একজন নেতা সন্ত্রাসীদের গডফাদার বা দুর্নীতিবাজ হলে আরও ভালো - কালো টাকা, পেশি শক্তির কদর বেশি।

দেশে এমন একটা তামাশার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও বিএনপি জনগণকে মাঠে নামাতে পারছে না। বিএনপি কি জনগণের জন্য কাজ করে? মানুষ কেন ঝুঁকি নিয়ে আন্দোলনে নামবে?
নারায়ণগঞ্জ, ফেনীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থী জামানত হারাবেন।
যে ৩০ লক্ষাধিক বিনিয়োগকারীকে পথে বসিয়ে আওয়ামী লীগ নেতারা অর্থের পাহাড় গড়েছেন, তাদের একটা ভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পাবে না।

গণমানুষের কাছে না গেলে বড় বড় কয়েকটি দল নিকট ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে।

6.ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হবে।

No comments:

Post a Comment