Sunday, August 10, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৫/৬/১৪)

1.বাঙ্কার থেকে বুধবারও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার (samakal.net)
 

3.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

জাহিদ চৌধুরী কারাগারে (banglanews24.com)

4.ভাঙ্গা রেকর্ড: প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল (banglanews24.com)

"কোন একজন ছবির প্ল্যাকার্ডে আমার লেখার মাঝে খানিকটা পরিবর্তন করে সেই ছবিটা ফেইসবুকে ছেড়ে দিল।"

"গত ২০১৩ সালের এসএসসি পরীক্ষার সময় ...... সার, গণিত পাইসিলাম হুবহু কমন, ইংরেজি দ্বিতীয় পত্র ১০০%, অতএব হিসাব বিজ্ঞান নিয়ে চিন্তা নেই, অবশ্যই কমন পড়বেই।"  

"ভর্তি পরীক্ষায় এইচএসসির ফলাফল যেন কোন বড় ভূমিকা না রাখতে পারে সেটি নিশ্চিত করতে হবে।"

5.মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর্তৃক প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ইন্টারনেট উপকরণ এর উপর শুল্ক কমানো এবং ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামাল, ইনফিউশন পাম্প, কিডনি ডায়ালাইসিস সলিউশনের উপর মূসক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানাই।    
সিগারেট, বিড়ি, জর্দা, গুলের উপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানাই। 

মোবাইল ফোন আমদানির উপর মূসক এবং সিম কার্ড প্রতিস্থাপনের উপর কর বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানাই।
পাশাপাশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেটের বিকাশে কম্পিউটার যন্ত্রাংশ এবং ইন্টারনেট সংযোগের উপর কর কমানোর লক্ষ্যে বাজেট প্রস্তাবে প্রয়োজনীয় পরিবর্তন আনার আহ্বান জানাই।

No comments:

Post a Comment