Monday, August 11, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২/৬/১৪)

1.চট্টগ্রাম জেলাকে নতুন করে গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

চট্টগ্রাম সিটি কর্পোরেশানের ১১৯৫ কোটি টাকার বাজেট পেশ (prothom-alo.com)

নগরবাসী প্রত্যাশা করে,
চট্টগ্রাম সিটি কর্পোরেশানের মেয়র জনাব মনজুর আলম
সিটি কর্পোরেশানের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জনাব জহিরুল আলম দোভাষ এবং অন্যান্য কাউন্সিলরদের নিয়ে
একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলবেন।  

[চট্টগ্রামে আমার আত্নীয়স্বজনের সংখ্যাও বেশি!]

2.গুগল প্লে স্টোরে জুনাইদ আহমেদ পলকের অ্যাপ্লিকেশান (prothom-alo.com)

তরুণ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আধুনিকতা এবং তথ্যপ্রযুক্তি সচেতনতা প্রশংসনীয়!

3.পিরোজপুরে সাংবাদিকদের প্রতিবাদ, মানববন্ধন (prothom-alo.com)

প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত মামলার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

4.৫ দফা দাবিতে কৃষি শ্রমিকদের মানববন্ধন (banglanews24.com)
- দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

5.চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারে।

আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টস মূলত চট্টগ্রাম বন্দর দিয়েই বাইরের দেশগুলোতে রপ্তানি হয়।
বর্তমানে একটি জাহাজ turnaround হতে গড়ে আড়াই দিন সময় লাগে। সিঙ্গাপুর বন্দরে সময় লাগে গড়ে ১২ ঘন্টা।
আমরা যদি চট্টগ্রাম বন্দরে জাহাজ turnaround সময় কমিয়ে আনতে পারি তাহলে আমদানি - রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে।
একটা ব্যাপার মনে রাখতে হবে, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। McKinsey ধারণা করছে, বাংলাদেশের আগামী ১০ বছরে গার্মেন্টস পণ্য রপ্তানি দ্বিগুণ করার সুযোগ রয়েছে।
আমরা মনে করি, আগামী ৫ বছর বা তারও আগে গার্মেন্টস পণ্য রপ্তানি দ্বিগুণ করা সম্ভব।
এই রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হবে চট্টগ্রাম বন্দরের কনেটাইনার হান্ডলিং কাপাসিটি বাড়ানো এবং জাহাজ turnaround সময় কমিয়ে আনা। এই লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি এবং মানেজমান্ট চট্টগ্রাম বন্দরে
introduce করা হবে।

চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব অনেক বেশি।
নেপাল আর ভুটানের পণ্য আমদানি রপ্তানির জন্য নিজস্ব কোন নদী বা সমুদ্র বন্দর নেই।
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করলে নেপাল, ভুটান পণ্য আমদানি রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে।
আবার ভারত তার উত্তরপূর্ব প্রদেশগুলোর সাথে পণ্য আদান প্রদান করতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চাইবে।

এক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী মায়ানমারের নির্মাণাধীন Sittwe Port। ভারত নিজেদের সুবিধার্থে এই "গভীর সমুদ্র বন্দর" নির্মাণে মায়ানমারকে সহায়তা করছে।

একটা গুরুত্বপূর্ণ তথ্য হল - চট্টগ্রাম বন্দর একটি নদী বন্দর। কাজেই দীর্ঘ পণ্যবাহী জাহাজ (৬১৭ ফিট এর চেয়ে দীর্ঘ) চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে পারে না।

দীর্ঘ পণ্যবাহী জাহাজ প্রবেশের সুযোগ দিতে আমাদের একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে হবে। সোনাদিয়ায় একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পরিকল্পনা আছে।
তবে গভীর সমুদ্র বন্দর আমরা নিজেরা নির্মাণ করবো।
এই লক্ষ্যে আমি দেশে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তুলবো।

আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত efficient গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে পারলে চায়না, ভারতসহ বিভিন্ন দেশ সেই বন্দর ব্যবহার করবে। আর এর মাধ্যমে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করবে।  

এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হবে দ্রুত নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালু।
 
6.ফলমূলের পর এবার দেশের জনগণের জন্য ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে হবে।

"বর্তমান বিশ্বের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম।"
ফরমালিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর দেশের মানুষের মাঝে আম এবং সবরকম ফলমূলের ব্যাপারে আস্থা বেড়েছে।
এই আস্থাকে কাজে লাগিয়ে আম ব্যবসায়ীরা তাদের ব্যবসা আরও বাড়াবেন।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আম ব্যবসায়ীদের নিরাপত্তা, আম পরিবহনে দ্রুততা এবং আমের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করবেন।
আম উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানের দিকে যাবে।
আমকে ঘিরে নানারকম আগ্রো - পণ্য উৎপাদন, বাণিজ্য এবং বিদেশে রপ্তানি আরও বৃদ্ধি পাবে।

7.উন্নত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতির খবর

ফেনীতে রমজানের বাজার মনিটানিং কমিটি গঠন (banglanews24.com)

8.উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতির খবর

নারায়ণগঞ্জে বসুধা খাতা রাইজিং স্টার অ্যাওয়ার্ড প্রদান (banglanews24.com)
নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার তিন (banglanews24.com)

9."লাখো কণ্ঠে সোনার বাংলা"র সনদ প্রধানমন্ত্রীর হাতে (banglanews24.com)

"গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জন একসঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা গেয়ে রেকর্ড সৃষ্টি করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ এর উদ্যোক্তা ছিল।"

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম আরও একবার লিপিবদ্ধ হল।

10.শিক্ষা প্রশাসন ঢেলে সাজানো উচিত: অর্থনীতিবিদ কাজী খালিকুজ্জামান আহমেদ (banglanews24.com)

No comments:

Post a Comment