1.তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়
- বেসিস’র আয়োজনে মোবাইল গেম বিষয়ক সেমিনার (banglanews24.com)
- দেশে সম্ভাবনাময় মোবাইল গেম-শিল্প (prothom-alo.com)
"বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১৭৪ কোটি ৭০ লাখ গেমার রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মোবাইল ডিভাইসে গেম খেলেন ১২০ কোটি মানুষ।"
২০১৩ সালে বিশ্বব্যাপী Game Market ছিল $70.4 Billion বা ৭ হাজার কোটি ডলারের বেশি - যা সামনের দিনগুলোতে আরও বাড়বে [1]।
"প্রতিদিন যে পরিমাণ অ্যাপস ডাউনলোড হয় তার ৭০ শতাংশের বেশি গেম।
শুধু স্থানীয় মার্কেটকে লক্ষ্য না করে আন্তর্জাতিক বাজার নিয়ে কাজ করার কথাও বলেন বক্তারা।"
"গেম তৈরি ও ব্যবসার সঙ্গে অর্থ লেনদের বিষয়টিও যুক্ত থাকে। এ ক্ষেত্রে অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রয়োজন।"
দেশে গেইমিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে ডেভেলাপারদের দক্ষতা গড়ে তোলা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ Game Designer[1] গড়ে তোলা। উপন্যাস রচয়িতার মত একজন Game Designer গেইমে কি থাকবে না থাকবে, Game World কিরকম হবে, কোনটার পর কোনটা ঘটবে, Player কিভাবে interact করবে, feedback (points, badges etc.) কিরকম হবে - এসব Design করেন।
সাথে Marketing এ দক্ষ ব্যক্তিদেরও প্রয়োজন হবে।
আমরা "ডিজিটাল বাংলাদেশ" এর স্বপ্নদ্রষ্টা বর্তমান সরকারের কাছে "অনলাইন পেমেন্ট গেটওয়ে" এর ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওার আহবান জানাই।
[এতদিনেও হয়নি!!]
2.‘আদিবাসী’ শব্দ নিয়ে সরকার অস্বস্তিকর অবস্থা তৈরি করছে: সন্তু লারমা (prothom-alo.com)
"আদিবাসী’ শব্দটি নিয়ে সরকার অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম মনে করেন, ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করতে না দেওয়ার চেষ্টার মাধ্যমে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার।"
3.ক্রীড়ায় বাংলাদেশ
"নিরহংকার মাশরাফি বন্ধুকে স্বাবলম্বী করতে নড়াইল শহরের রূপগঞ্জ পৌর সুপার মার্কেটে দোকান করে দেন। তাঁরই অর্থায়নে চলে নড়াইলের ‘শুভেচ্ছা ক্লাব’। নানা আতাউর রহমানের নামে চালু হওয়া ক্রিকেট একাডেমি চলে মাশরাফির অর্থায়নে। বন্ধু রাজু, সাজু, অসীমকে জীবনের পথ দেখান। নিজের টাকায় আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া বন্ধুদের প্রতিষ্ঠিত করার চেষ্টার কোনো খামতি নেই ‘নড়াইল এক্সপ্রেসে’র। এমনকি তাঁর খুব কাছের বন্ধু হিসেবে আছে এমন অনেকে, সমাজ যাঁদের অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখে। কিন্তু তাঁদেরও বুকে টেনে নেন মাশরাফি।"
4.আন্তর্জাতিক
5.অন্যায় অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি
আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।
6.বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি
7."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
8."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।
“আর নয় ধ্বংসের গান,
জনতার ঐকতান,
সৃষ্টির সুরে হবে গান একদিন।
আমরা মানি নাকো বাঁধা বন্ধন।
সাম্যের সত্যের জয় একদিন।
একদিন সূর্যের ভোর,
একদিন স্বপ্নের ভোর,
একদিন সত্যের ভোর আসবে।
পৃথিবীর মাটি হবে মধুময়,
বাতাস হবে মধুময়,
আকাশ হবে মধুময় একদিন।
বুকের গভীরে আছে প্রত্যয়,
আমরা করবো জয়।”
একদিন সূর্যের ভোর,
একদিন স্বপ্নের ভোর,
একদিন সত্যের ভোর আসবে।
পৃথিবীর মাটি হবে মধুময়,
বাতাস হবে মধুময়,
আকাশ হবে মধুময় একদিন।
বুকের গভীরে আছে প্রত্যয়,
আমরা করবো জয়।”
শাহবাগে প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল
12. Professor Yunus addressed a massive audience of European youth at the Woodstock Festival of Poland, the biggest open-air music festival in Europe which is held from July 31- August 2. The festival drew over half a million young people.
In his address to the young people, Professor Yunus said "You can see the flaws of the system more clearly, than those in the older generation, because your minds are still “free" to observe things. Older minds have gotten so used to the way things are, they cannot see what is wrong with them. You must feel strongly enough and disgusted enough to jump into daring departures from the current system."
He said: "You can be the designers. You have to be the designers. You are as smart, or smarter than the people who designed the existing system. Governments don't design the economy. They follow the blueprint prepared by economists. Don't be BLIND followers. Be leaders. Go through the unbeaten path. Our only escape route is in the unbeaten path. Discover it. If you don't, nobody will".
রেফরেন্স
No comments:
Post a Comment