Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১/৬/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

ফের শিব্লুর ৫ ও জাহিদের ৩ দিনের রিমান্ড (banglanews24.com)

রব, বাপ্পী ও জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

আদেল, মিস্টার ও রুটি সোহেলকে গ্রেপ্তারে ইমিগ্রেশানে চিঠি (banglanews24.com)

অপরাধীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে এবং বিমানবন্দরে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।

2.নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সাহেব, যিনি ঋণই নেননি, দুর্বৃত্তদের কারসাজিতে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জ এবং ফেনীর এককালের দুর্ধর্ষ সন্ত্রাসের গডফাদার ওসমান, হাজারীরা আজ যখন জনসমর্থনহীন হয়ে পতনের মুখে, তখন দূরবৃত্তায়নই এদের একমাত্র ভরসা, জনগণের
পছন্দের প্রার্থীকে সরিয়ে দেয়াই এদের টিকে থাকার একমাত্র উপায়।

3.নাগরিক শক্তির স্থানীয় সমর্থকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার গ্রামগুলোতে ডাকাতের উপদ্রব বন্ধ হয়েছে।  
(রেফরেন্স: জনতার ঐক্যের শক্তির মাধ্যমে অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানো - ২)

4.নাগরিক শক্তির আত্নপ্রকাশ ঘোষণার দিন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মত করে বিশেষ আয়োজন নিতে আগ্রহ প্রকাশ করেছে।

5.Kolkata Knight Riders clinches IPL '14. Congratulations to Kolkata Knight Riders and our hero Shakib Al Hasan!

6.বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে।

"দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
মৃধাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (prothom-alo.com)      
হলমার্কের আরও ১৪টি মামলার চার্জশিট অনুমোদন (banglanews24.com)

বেনাপোলে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি
- দুর্নীতি খতিয়ে দেখা হবে।

7.৯৮ ভাগ খাদ্যপণ্যই ভেজাল
খাদ্যে ভেজাল এবং বিষক্রিয়ার ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা অত্যাবশ্যক।
খাদ্যে ভেজালের সাথে কোন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একইসাথে জনগণকে প্রাত্যহিক জীবনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৎপর হতে হবে।

বগুড়ায় ফল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (banglanews24.com)

8.বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নারীরা: প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস



9.আমাদের লক্ষ্য "দুর্নীতিমুক্ত বাংলাদেশ", "মাদকমুক্ত বাংলাদেশ", "সন্ত্রাসমুক্ত  বাংলাদেশ" এবং "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ"।  
জনগণ নিজ নিজ অবস্থান থেকে এই লক্ষ্যগুলোকে সামনে রেখে "নাগরিক আন্দোলন" গড়ে তুলবেন। 

10.বগুড়ায় পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী রালি



আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পাশে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।

11.পৃষ্ঠপোষকতা পেলে সৈয়দপুর থেকেও রপ্তানি বাড়বে (prothom-alo.com)
আমাদের বিবেচনায় থাকবে।

No comments:

Post a Comment