Sunday, August 10, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৮/৬/১৪)

1.বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাঙ্কিং করবে ইউজিসি (prothom-alo.com)   

ইউজিসির এই যুগোপযোগী সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

রাঙ্কিং প্রথায় objective measures, যেগুলো নিয়ে বিতর্কের সুযোগ নেই - ব্যবহার করার প্রস্তাব রাখছি। যেমন - ছাত্রছাত্রীদের পাশ করার নির্দিষ্ট সময়ের মাঝে চাকরি প্রাপ্তির হার,
শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা,
ছাত্রছাত্রীদের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য,
ছাত্র-শিক্ষক অনুপাত,
নিজস্ব ক্যাম্পাসের অবস্থা,
শিক্ষকদের গবেষণাপত্র প্রকাশের সংখ্যা,
গবেষণাপত্রের ইমপ্যাক্ট ফ্যাক্টর ইত্যাদি।

এ ধরণের objective measures ব্যবহৃত হলে স্বচ্ছতা এবং বিশ্ববিদ্যালয়, ছাত্র শিক্ষক অভিভাবক সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো রাঙ্কিং এ নিজেদের অবস্থান উন্নয়নে আন্তরিকতা দেখাবে।  

আমরা মনে করি, মানসম্পন্ন রাঙ্কিং প্রথা প্রবর্তিত হলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেধাবী ছাত্র ভর্তির লক্ষ্যে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে।

নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে দেশের সরকারি, বেসরকারি সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য রাঙ্কিং প্রথা প্রবর্তন করবে। পাশাপাশি বিষয়ভিত্তিক রাঙ্কিং প্রথা প্রচলন করবে।

কোন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গর্বিত ছাত্র বলবে, জানো, আমাদের ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেশের সবগুলো ইউনিভার্সিটির মাঝে রাঙ্কিং এ সেরা!  
যাকে বলা হবে সে সাথে সাথে উত্তর দেবে, আমাদের ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট রাঙ্কিং এ সারা দেশে শীর্ষে! 

[ইউজিসির এই সিদ্ধান্তের কথা জেনে এত খুশি হয়েছিলাম!]
 
2.নিজাম হাজারীর এমপি পদ নিয়ে হাইকোর্টের রুল (banglanews24.com)

"ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আসন কেন শুন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।"
"অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ"

3.খাদ্যদ্রব্যে ভেজাল রোধে অগ্রগতি

ফরমালিন ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে আইন (banglanews24.com)

ফরমালিন রোধে ঢাকার প্রবেশ পথে চেকপোস্ট বসাচ্ছে ডিএমপি (channeli.priyo.com)

"আজ ৮ জুন বুধবার মিডিয়া সেন্টার, ডিএমপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এ তথ্য জানান।"

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তথা ডিএমপির ফরমালিন বিরোধী, মাদক বিরোধী, অপহরণ-গুম বিরোধী ভূমিকার কথা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 


[গত বছর "স্বপ্নের পুলিশ" নিয়ে আয়োজিত একটি সেমিনারে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেছিলেন, স্বপ্নের রাজনীতির জন্য স্বপ্নের মানুষ দরকার। - আজও সেই কথা কানে বাজে! স্বপ্নের পুলিশ গড়ে তুলতেও আমাদের স্বপ্নের মানুষ দরকার।
‘রাজনীতিবিদ ভালো হলেই পুলিশ ভালো হবে’ (prothom-alo.com)]


4.'বেসিক ব্যাংকে যা হচ্ছে তা ডাকাতি' (mzamin.com)

5."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি 

সাতক্ষীরায় গাঁজার বাগানের সন্ধান, আটক ২ (banglanews24.com)

আশাশুনিতে ১৫ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্নসমর্পণ (banglanews24.com) 

ইতিপূর্বে নাগরিক শক্তির কক্সবাজার এলাকার স্থানীয় সমর্থকদের উদ্যোগে ডাকাত দল আত্নসমর্পণ করেছিল। এবার নাগরিক শক্তির সাতক্ষীরা জেলার স্থানীয় সমর্থকদের উদ্যোগে মাদকসেবী ও ব্যবসায়ীরা আত্নসমর্পণ করলেন। 

6.উদ্যোক্তা তৈরিতে গ্রামীণফোন - ডিসিসিআই চুক্তি (banglanews24.com)

7.বগুড়ায় মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের জেল (banglanews24.com)

বগুড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডে বগুড়ার অধিবাসীদের মাঝে আস্থা তৈরি হয়েছে।   
১/৬/১৪ তারিখে বগুড়ায় পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী রালি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বগুড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের প্রশংসনীয় কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। 

8.বাংলাদেশের জনগণ এলাকায় এলাকায় মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী, যৌতুক প্রথা বিরোধী "নাগরিক আন্দোলন" গড়ে তুলবেন। 
সামাজিক নানা সমস্যা সমাধানে "নাগরিক আন্দোলন" গড়ে তুলবেন। "নাগরিক কর্মসূচী" দিবেন। 
এলাকায় এলাকায় "নাগরিক কমিটি" গঠন করবেন। নাগরিক কমিটিগুলোতে আইনশৃঙ্খলা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করবেন। 

আমরা দেখতে চাই, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, যৌতুকপ্রথামুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের আধুনিক বাংলাদেশ।  

9.কয়েক মাস আগেও কাউকে তোয়াক্কা করতেন না - দেশের এমন মন্ত্রী এমপিরা - আমাদের প্রচেষ্টায় গত কয়েক মাসে ধীরে ধীরে দুর্নীতি করা, আর্থিক কেলেঙ্কারিতে জড়িত হওয়া ছেড়ে দিয়েছেন।  

কয়েক বছর আগে দুর্নীতিতে পৃথিবীতে শীর্ষ স্থান ছিল বাংলাদেশের।
সেই বাংলাদেশ দ্রুত দুর্নীতিমুক্ত হচ্ছে।
 
"দুর্নীতিমুক্ত বাংলাদেশ" প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।

আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছি।  
We are on our way to establish a new Bangladesh free of corruption.

(রেফরেন্স: স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তির অগ্রযাত্রা, March 27)

No comments:

Post a Comment