Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৯/৮/১৪)

1.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি

বাংলাদেশ - কানাডা বাণিজ্য হবে দুই বিলিয়ন ডলার (banglanews24.com)

বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
সব ধরণের অপরাধ কমিয়ে আনা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
Infrastructure খাতে বড় ধরণের বিনিয়োগ আসবে। প্রকল্প হাতে নেওয়া হবে। পরিমিত Power supply, উন্নত Transportation, Communication Infrastructure গড়ে তোলা হবে। বন্দরে পণ্য আমদানি-রপ্তানি হান্ডলিং এ আসছে নতুন উদ্যোগ। 
বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ।


2.প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন




নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে ভারত সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে নদী চুক্তিসহ ভারত - বাংলাদেশ স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয়ের মীমাংসা করবে। 

3.বরিশালে সমকালের সাংবাদিককে কুপিয়ে জখম (prothom-alo.com)
 - পুলক চ্যাটার্জির উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

4.ব্রডব্রান্ডের জন্য সবকিছু ঠেকে যাচ্ছে: মুনির হাসান (munirhasan.com/broadband_shokal)

নিকোলা টেসলা: সত্যিকারের গুণিন (munirhasan.com/nicolatesla)

5.Ali Asgar: Magnetic Professor (dhakatribune.com) 

No comments:

Post a Comment