Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৫/৮/১৪)

1.ত্বকী হত্যা: আজমেরীসহ জড়িত ১১, ৯ জনই এখন বিদেশে (prothom-alo.com)


"নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় জড়িত হিসেবে আজমেরী ওসমানসহ ১১ আসামির মধ্যে নয়জনই বিদেশে পালিয়ে গেছেন। একজন অন্য মামলায় কারাগারে আছেন। আরেকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর হাতে নিহত হয়েছেন। র্যাবের তদন্ত দলের সূত্রে এসব তথ্য জানা গেছে। 
তদন্তে পাওয়া তথ্যমতে, ত্বকী হত্যায় অংশ নেওয়া বাকি ১০ জন হলেন রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ হোসেন, ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি। র্যাব ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে মাদক মামলায় লিটন কারাগারে আছেন। আর কালাম শিকদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিলেন।
মামলার প্রধান আসামি আজমেরী ওসমান এখন কলকাতায় আছেন। এই হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া একমাত্র আসামি সুলতান শওকত আছেন দুবাইয়ে। বাকি সাতজন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যে পালিয়ে আছেন বলে র্যাব ও পুলিশ জানতে পেরেছে। 
মামলার প্রধান আসামি আজমেরী গত ১ মে নারায়ণগঞ্জে এসেছিলেন। ওই দিন তিনি বাবা নাসিম ওসমানের জানাজায় ও দাফনে অংশ নেন। এরপর আবারও তিনি কলকাতায় পালিয়ে যান বলে তদন্তসংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন।"

ত্বকী হত্যার ঘটনায় জড়িত আজমেরী ওসমানসহ নয়জন - পৃথিবীর যে দেশেই পালিয়ে যাক না কেন - সময় হলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। 


"সাধারণত যেসব খাতে দলের অর্থ ব্যবহৃত হয়, তার মধ্যে কয়েকটি খাতের উল্লেখ করছি। 
এক. নির্বাচনসংক্রান্ত ও দলীয় প্রার্থীর জন্য, 
দুই. পুনর্নির্বাচনে প্রার্থীর জন্য, 
তিন. দলের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ, 
চার. দলের নীতিনির্ধারণী ধারণাপত্র তৈরি ও দলের মতবাদ প্রচার, 
পাঁচ. দল পরিচালনার জন্য দৈনন্দিন খরচ এবং 
ছয়. নির্বাচনী বিষয়ে ভোটারদের সচেতনতা বাড়ানো।

সাধারণত যেসব খাতে দলের অর্থ ব্যবহৃত হয়, তার মধ্যে কয়েকটি খাতের উল্লেখ করছি। 
এক. নির্বাচনসংক্রান্ত ও দলীয় প্রার্থীর জন্য, 
দুই. পুনর্নির্বাচনে প্রার্থীর জন্য, 
তিন. দলের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ, 
চার. দলের নীতিনির্ধারণী ধারণাপত্র তৈরি ও দলের মতবাদ প্রচার, 
পাঁচ. দল পরিচালনার জন্য দৈনন্দিন খরচ এবং 
ছয়. নির্বাচনী বিষয়ে ভোটারদের সচেতনতা বাড়ানো।

আমাদের রাজনৈতিক অর্থায়নের চিত্র একধরনের চাঁদাবাজি, সরকারি টেন্ডারবাজি এবং বহুল আলোচিত মনোনয়ন-বাণিজ্য। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের হাত থেকে দল, রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাপনাকে বের করে আনতে হলে রাজনৈতিক অর্থায়নের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ বিশেষভাবে আবশ্যক। এর জন্য প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। আমাদের মতো দেশে যেখানে রাজনৈতিক অর্থায়ন, বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে, মানে আইনবহির্ভূত উপায়ে অর্থায়ন, সে পথ থেকে কিছুটা পরিত্রাণ পেতে হলে আমি মনে করি, সরকারি কোষাগার থেকে অনুদানের বিষয়টি পুনর্বিবেচনা অত্যাবশ্যক।"

আমাদের দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর অর্থায়নে স্বচ্ছতা আনতে হবে। 
আমরা প্রত্যাশা করি, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সৎ নেতাকর্মীরা এ ব্যাপারে সরব হবেন।  

রেফরেন্স 

3.আন্তর্জাতিক 



"সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে দারিদ্র্য দূরীকরণের স্বপ্নের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার বিশ্বের অন্যতম উদীয়মান পরাশক্তি দেশটির ৬৮তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি এ স্বপ্নের কথা জানান।

ভাষণের শুরুতেই নিজেকে ‘প্রধান সেবক’ হিসেবে উল্লেখ করে মোদী বলেন, ‘আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি ১২ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৩ ঘণ্টা, আপনারা যদি ১৪ ঘণ্টা কাজ করেন, আমি করবো ১৫ ঘণ্টা! কেন? কারণ আমি প্রধানমন্ত্রী নই, প্রধান সেবক।’

তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোকে (বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) নিয়ে কাজ করে দারিদ্র্য দূরীকরণের স্বপ্নের কথা জানিয়ে বলেন, আমরা একসঙ্গে কাজ করে বিশ্বপরাশক্তি হয়ে উঠতে পারি। সার্কভুক্ত দেশগুলো দারিদ্র দূরীকরণে একসঙ্গে কাজ করতে পারে।"  

দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ এবং ভারত একসাথে কাজ করবে। 



"ভারত, দুবাই ও সিঙ্গাপুরভিত্তিক এমন অন্তত পাঁচটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাকারবারি চক্রের সন্ধান মিলেছে, যারা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে।

কাস্টমস সূত্র বলছে, গত এক বছরে দেশের বিমানবন্দরগুলো থেকে ৬শ কেজি চোরাই স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য আড়াইশ কোটি টাকার বেশি। এক বছরে এত পরিমাণ চোরাই স্বর্ণ আটকের ঘটনা দেশের ইতিহাসে রেকর্ড। চোরাই স্বর্ণ আটকের কোনো কোনো ঘটনায় বাহককে গ্রেফতার করা সম্ভব হলেও মূল চোরাকারবারিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। 
গত বছরের মাঝামাঝিতে স্বর্ণ আমদানিতে কড়াকড়ি আরোপ করে ভারত সরকার। স্বর্ণ আমদানিতে শুল্কহার ৬ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এরপর থেকেই স্বর্ণ চোরাকারবারিরা বাংলাদেশকে রুট হিসেবে বেশি ব্যবহার করছে।"

বাংলাদেশে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে স্বর্ণের উপর কর বাড়ানো হয়েছে।
বিমানবন্দরগুলোতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন সজাগ।

বাহকদের পাশাপাশি মূল চোরাকারবারিদের ধরতে প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সাথে একসাথে কাজ করবে বাংলাদেশ।

5.অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি


"আমরা মনে করি, সরকারের অগ্রাধিকারমূলক কাজের তালিকার শীর্ষে নিয়ে আসতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে রূপান্তরকে।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি রপ্তানিমুখী যোগাযোগের চাপ সামলাতে পারছে না। আর তা পারছে না দুটো কারণে। 
প্রথমত, চার বছর ধরে কাজ চললেও এই মহাসড়কটির ১৯২ কিলোমিটার চার লেনে উন্নীত করা যায়নি। কাজ চললেও তা চলছে ধীর গতিতে। 
দ্বিতীয়ত, বিদ্যমান মহাসড়কটিও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। অনেক স্থানই ভাঙাচোরা। ফলে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যেতে অনেক সময় লাগছে। এতে খরচ বেড়ে যাচ্ছে।" 


"পণ্য পরিবহন যেভাবে বাড়ছে, তাতে মহাসড়ক চার লেনে উন্নীত হলে হয়তো কিছুদিন পণ্য পরিবহনে সুবিধা পাওয়া যাবে। চার লেন হলে পণ্য পরিবহনে সময় ও অর্থের সাশ্রয় হবে।"

"বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণে রাসায়নিক পণ্য আমদানি হয়। আমদানিকৃত পণ্য চালানের সঠিক বর্ণনা, ধরন, ব্যবহার ও শ্রেনিবিন্যাস নিশ্চিত করে যথাযথ রাজস্ব আদায় করতে প্রতিদিন একাধিক চালানের রাসায়নিক পরীক্ষা করতে হয়। বর্তমানে বেনাপোলে সেই সুযোগ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, খুলনা বিশ্ববিদ্যাল, কুয়েটসহ বিভিন্ন জায়গায় পাঠাতে হয়। এতে পণ্য চালানের শুল্কায়নের বিলম্ব হয়। আমদানিকারকদের আমদানি ব্যয়ও বৃদ্ধি পায়।
পরীক্ষাগার স্থাপনের জন্য চার হাজার বর্গফুট আয়তনের দ্বিতল ভবন নির্মাণ করেছে বেনাপোল কাস্টম। তবে বরাদ্দ না পাওয়ায় পরীক্ষাগারের পরিবর্তে এখন সেখানে একটি সংগ্রহশালা করেছে কাস্টম কর্তৃপক্ষ।" 

বেনাপোলে রাসায়নিক পণ্যের পরীক্ষাগার স্থাপন করতে যত দ্রুত সম্ভব উদ্যোগ নেওয়া হবে।


"আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) বাংলাদেশের অবস্থান ৯৮। 
সেখানে বলা হয়েছে, সন্ত্রাসের কারণে বাংলাদেশের ৫১ হাজার ২৫৩ কোটি দুই লাখ টাকা ক্ষতি হয়। 
সম্প্রতি প্রকাশিত এ সূচক তৈরিতে ২০১৩ সালের উপাত্ত ব্যবহার করা হয়।
 
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। 
দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। দেশটির অবস্থান ১৬। 
নেপাল ৭৬তম স্থানে। 
শ্রীলঙ্কার ১০৫। 
ভারতের অবস্থান ১৪৩।
১৫৪তম স্থান নিয়ে সূচকে সবচেয়ে পিছিয়ে আছে পাকিস্তান। 
  
সমাজে বিরাজমান সহিংসতা, হত্যা, মানুষের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ সংঘবদ্ধ দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে এ সূচক তৈরি করা হয়।" 

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় এবং অন্যায় অপরাধ রোধে আমরা ২০১৪ সালে অনেকদূর এগিয়েছি। 
আগামী বছর প্রকাশিতব্য বৈশ্বিক শান্তি সূচকে এই অগ্রগতির ফলাফল দেখা যাবে। 
বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ খুব দ্রুত শীর্ষ কয়েকটি দেশের মাঝে স্থান করে নেবে।   


নিজেদের মানদন্ডে নিজেদের সাফল্য এবং অন্যের ব্যর্থতার প্রচার নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডই নাগরিক শক্তির সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করবে।

7.বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা


"চলচ্চিত্রে পাইরেসি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নায়ক ও প্রযোজক শাকিব খান।"


এমন অদম্য মেধাবী যে দেশে রয়েছে সে দেশ কখনও পিছিয়ে থাকতে পারে না। 

9.ক্রীড়ায় বাংলাদেশ


অস্ট্রেলিয়া এবং নিউজিলান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো দারুণ হবে!     



"প্রশ্ন ফাঁসে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করছে সরকার।"

প্রশ্ন ফাঁস আইন প্রণীত হওয়ার পর ফাঁসে জড়িতদের গ্রেপ্তারে অভিজান পরিচালনা করা হবে। 

12.প্রবাসীদের সাফল্য
 
"সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত আইওআই আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা) স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ইশরাক হুদা। 

ইশরাক প্রবাসী বাংলাদেশি ডা. কামরুল হুদা ও ডা. শুহানা পারভিনের ছেলে। 

অলিম্পিয়াডে বিশ্বের ৮১টি দেশ থেকে ৩১১জন প্রতিযোগী অংশ নেন। 

এরমধ্যে বিভিন্ন ইভেন্টে মোট ছয়’শ নম্বরের মধ্যে ছয়শ নম্বর-ই পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো অংশ নেওয়া এই বাংলাদেশি কিশোর। 

১৬ বছর বয়সী ইশরাক সিডনির স্বনামধন্য জেমস রুজ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র।" 

"Gardens’ Ishraq Huda has become the first Australian to achieve a perfect score of 600 while also winning gold at the 2014 International Olympiad in Informatics in Taiwan." 


"আমি বাংলাদেশ এবং এ দেশের মানুষকে অনেক ভালোবাসি। কোনো ধরনের কাজের সুযোগ পেলেই চলে আসব বাংলাদেশে।’ বলছিলেন প্রিয়তি।"

No comments:

Post a Comment